বৈরী আবহাওয়ায় সাফের ফুটবলারদের ফ্লাইট নামতে পারেনি ঢাকায়
Published: 20th, May 2025 GMT
বৈরী আবহাওয়ার কারণে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের ফুটবলাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
ফুটবলারদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়। তবে বাফুফে জানিয়েছে, পুনরায় ফুটবলাররা কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
গত রোববার অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিট খেলা ১-১ গোলে সমতা ছিল।
টাইব্রেকারে প্রথম তিন শটে গোল করে বাংলাদেশ। চতুর্থ শট মিস করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সালাহ উদ্দিন শাহেদের নেওয়া পঞ্চম শটটি ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক সুরাজ সিংহ। পেনাল্টি শুট আউটে এগিয়ে থেকেও শেষ দুই শটে তালগোল পাকিয়ে হারে বাংলাদেশের যুবারা।
ম্যাচেও হাস্যকর ভুল করে বাংলাদেশ। গোলরক্ষক ইসমাইল হোসেনের হাস্যকর ভুলে শুরুতে পিছিয়ে পড়ে গোলাম রব্বানী ছোটনের দল। ৬১ মিনিটে কর্নার থেকে আসা বল জটলার মধ্যে পড়ে ভারতের জালে চলে যায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল ফ টবল টবল র
এছাড়াও পড়ুন:
ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম
প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।
ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।
স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।
অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল