বৈরী আবহাওয়ার কারণে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের ফুটবলাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। 

ফুটবলারদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়। তবে বাফুফে জানিয়েছে, পুনরায় ফুটবলাররা কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

গত রোববার অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিট খেলা ১-১ গোলে সমতা ছিল। 

টাইব্রেকারে প্রথম তিন শটে গোল করে বাংলাদেশ। চতুর্থ শট মিস করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সালাহ উদ্দিন শাহেদের নেওয়া পঞ্চম শটটি ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক সুরাজ সিংহ। পেনাল্টি শুট আউটে এগিয়ে থেকেও শেষ দুই শটে তালগোল পাকিয়ে হারে বাংলাদেশের যুবারা। 

ম্যাচেও হাস্যকর ভুল করে বাংলাদেশ। গোলরক্ষক ইসমাইল হোসেনের হাস্যকর ভুলে শুরুতে পিছিয়ে পড়ে গোলাম রব্বানী ছোটনের দল। ৬১ মিনিটে কর্নার থেকে আসা বল জটলার মধ্যে পড়ে ভারতের জালে চলে যায়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল ফ টবল টবল র

এছাড়াও পড়ুন:

নারী ফুটবল দলকে ক্রীড়া উপদেষ্টার ৫০ লাখ টাকা পুরস্কার

প্রথমবার এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়ে অস্ট্রেলিয়ায় আগামী বছরের টুর্নামেন্টে জায়গা পাওয়া নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

ক্রীড়া উপদেষ্টার কার্যালয় ও বাফুফে থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। পুরস্কারের এই অর্থ নারী দলের ফুটবলারদের মধ্যে বন্টন করে দেওয়া হবে।  

মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী ফুটবল দলকে ৭-০ গোলে হারায়। এরপর স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের জালে দেয় ৭ গোল। 

বাছাইপর্ব শেষ করে রোববার গভীর রাতে দেশে ফেরেন বাংলাদেশ নারী ফুটবল দল। সেখান থেকে সরাসরি হাতিরঝিলের এম্ফিথিয়েটারে আসেন তারা। রাত ৩টার পরে তাদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ও কোচ পিটার বাটলার।

সম্পর্কিত নিবন্ধ