আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছে গুজরাট টাইটানসের। লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেরও। গন্তব্য ঠিক হয়ে যাওয়া দুই দলের লড়াইয়ে ঝাঁঝ না থাকারই কথা। তবে অনেকটা গুরুত্বহীন হয়ে ওঠা এই ম্যাচেই লক্ষ্ণৌ, গুজরাট ছোটাল রানের ফোয়ারা। দুই দলই তুলল দুই শর বেশি রান।

দিন শেষে হেসেছে অবশ্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টসই। ২৩৫ রানের পুঁজি থাকা দলটি গুজরাটকে আটকে দিয়েছে ২০২ রানে। ৩৩ রানের হারে সেরা দুইয়ে থাকা অনিশ্চিত হয়ে গেল শুবমান গিলদের।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা গুজরাট ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার গিল ও সাই সুদর্শন। ৪ ওভারেই তুলে ফেলেছিলেন ৪২ রান। কিন্তু পঞ্চম ওভারে ও’রুর্কের বলে সুদর্শন আউট হলে খেই হারাতে শুরু করে গুজরাট। অষ্টম ওভারের শেষ বলে দলকে ৮৫ রানে রেখে ফেরেন অধিনায়ক গিল। তিনে নামা জস বাটলারের ইনিংসও বড় হয়নি। ১৮ বলে ৩৩ রান করে ফেরেন আকাশ সিংয়ের বলে বোল্ড হয়ে।

গুজরাটের হয়ে এরপর জয়ের সম্ভাবনা জাগিয়ে রাখেন শাহরুখ খান। পাঁচে নামা এই ব্যাটসম্যান ২৯ বলে ৫৭ রান করে আউট হলে সেই সম্ভাবনাও মিইয়ে যায়।
এর আগে লক্ষ্ণৌকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মিচেল মার্শ ও নিকোলাস পুরান। দ্বিতীয় উইকেটে  দুজনে গড়েন ১২১ রানের জুটি। মার্শ ১০ চার ৮ ছক্কায় ৬৪ বলে ১১৭ রান করে ফিরলেও পুরান অপরাজিত থাকেন ২৭ বলে ৫৬ রান করে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: লক ষ ণ র ন কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ