এক শিশুর জুতা হারানোর ঘটনা নিয়ে দুই পরিবারের দুই শিশুর ঝগড়া হয়। সেই ঝগড়া থেকে মারামারিতে জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান এক বৃদ্ধ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি হলেন গ্রামের বাসিন্দা ওয়াহিদ আলী (৭৫)।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, পাশের বাড়ির কনা মিয়ার পরিবারের এক শিশু তার জুতা খুঁজে না পেয়ে ওয়াহিদ আলীর পরিবারের এক শিশুর বিরুদ্ধে অভিযোগ তোলে। শিশুদের মধ্যে শুরু হওয়া কথা–কাটাকাটি থেকে বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনায় রূপ নেয়। রাত ৯টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের (সুলফি) আঘাতে ঘটনাস্থলে মারা যান ওয়াহিদ আলী। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ঘটনার পর কনা মিয়ার পরিবারের সদস্যরা পালিয়ে যান।

গ্রামের বাসিন্দা সুজন মিয়া বলেন, তুচ্ছ একটি বিষয় থেকে এমন ভয়াবহ ঘটনা ঘটে গেল। একজন মারা গেছেন, কয়েকজন আহত হয়েছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক প্রথম আলোকে বলেন, এক শিশুর জুতা হারানো নিয়ে শুরু হওয়া কথা–কাটাকাটির জেরে এই সংঘর্ষ হয়। নিহত ওয়াহিদ আলী ও অভিযুক্ত ব্যক্তিরা পরস্পরের আত্মীয়। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র এক শ শ

এছাড়াও পড়ুন:

‘গুজবে কান না দেওয়ার’ আহ্বান সেনাবাহিনীর

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে শুক্রবার একটি পোস্ট দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

‘সচেতনতামূলক বিজ্ঞপ্তি’ শিরোনামে ওই পোস্টে বলা হয়েছে, ‘সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’

 

এতে আরও বলা হয়, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’

সম্পর্কিত নিবন্ধ