উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য সুখবর। অপারেটিং সিস্টেমটিতে চলা বিভিন্ন যন্ত্রের জন্য নোটপ্যাড, পেইন্ট ও স্নিপিং টুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির একাধিক সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির তথ্যমতে, নোটপ্যাডে যুক্ত হওয়া ‘রাইট’ সুবিধাটি ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে লেখা তৈরি করে দেবে। প্রাথমিকভাবে কোপাইলট প্লাস পিসিতে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে।

উইন্ডোজ ইনসাইডার ব্লগে প্রকাশিত তথ্যমতে, নোটপ্যাড ডকুমেন্টের নির্দিষ্ট অংশে নতুন লেখা তৈরি বা আগের লেখা সম্পাদনার কাজে ‘রাইট’ সুবিধা ব্যবহার করা যাবে। নোটপ্যাডের যেকোনো স্থানে কারসর রেখে বা লেখা নির্বাচনের পর ডানে ক্লিক করলেই ‘রাইট’ সুবিধা চালু হবে এবং নির্দেশনা দেওয়ার প্রম্পট উইন্ডো দেখা যাবে।

মাইক্রোসফট পেইন্টে যুক্ত হওয়া ‘স্টিকার জেনারেটর’ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই কোনো স্টিকারের বিবরণ লিখে নতুন স্টিকার তৈরি করতে পারবেন, যা ক্যানভাসে বসানো বা অন্য অ্যাপে কপি করে ব্যবহার করা যাবে। এ ছাড়া ‘অবজেক্ট সিলেক্ট’ নামের আরও একটি এআই টুল যুক্ত করা হয়েছে পেইন্টে। টুলটি কাজে লাগিয়ে ছবি আঁকার সময় নির্দিষ্ট অংশ সহজেই নির্বাচন করা যাবে।

স্নিপিং টুলেও যুক্ত হয়েছে নতুন দুটি এআই সুবিধা। এর একটি হচ্ছে ‘পারফেক্ট স্ক্রিনশট’। সুবিধাটি কাজে লাগিয়ে স্ক্রিনশট নেওয়ার সময়ই রেকট্যাঙ্গেল টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত অংশের আকার নির্ধারণ করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেরাও আকার পরিবর্তন করতে পারবেন। অন্য সুবিধাটি হলো ‘কালার পিকার’। এআই টুলটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পর্দায় থাকা কারসরের রঙের এইইএক্স, আরজিবি ও এইচএসএল মান দেখা যাবে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর ন টপ য ড প ইন ট উইন ড

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল  মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় খেলাফত মজলিসের নেতাকর্মীরা গণসংযোগ চালিয়েছে এবং লিফলেট বিতরণ করেছে।

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, খেলাফত মজলিসের জামতলা শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ রিপন, ডনচেম্বার শাখা সাধারণ সম্পাদক আবু সাঈদ খান বিপ্লব,  প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ