উইন্ডোজের নোটপ্যাড, পেইন্ট ও স্নিপিং টুলে নতুন এআই সুবিধা
Published: 23rd, May 2025 GMT
উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য সুখবর। অপারেটিং সিস্টেমটিতে চলা বিভিন্ন যন্ত্রের জন্য নোটপ্যাড, পেইন্ট ও স্নিপিং টুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির একাধিক সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির তথ্যমতে, নোটপ্যাডে যুক্ত হওয়া ‘রাইট’ সুবিধাটি ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে লেখা তৈরি করে দেবে। প্রাথমিকভাবে কোপাইলট প্লাস পিসিতে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে।
উইন্ডোজ ইনসাইডার ব্লগে প্রকাশিত তথ্যমতে, নোটপ্যাড ডকুমেন্টের নির্দিষ্ট অংশে নতুন লেখা তৈরি বা আগের লেখা সম্পাদনার কাজে ‘রাইট’ সুবিধা ব্যবহার করা যাবে। নোটপ্যাডের যেকোনো স্থানে কারসর রেখে বা লেখা নির্বাচনের পর ডানে ক্লিক করলেই ‘রাইট’ সুবিধা চালু হবে এবং নির্দেশনা দেওয়ার প্রম্পট উইন্ডো দেখা যাবে।
মাইক্রোসফট পেইন্টে যুক্ত হওয়া ‘স্টিকার জেনারেটর’ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই কোনো স্টিকারের বিবরণ লিখে নতুন স্টিকার তৈরি করতে পারবেন, যা ক্যানভাসে বসানো বা অন্য অ্যাপে কপি করে ব্যবহার করা যাবে। এ ছাড়া ‘অবজেক্ট সিলেক্ট’ নামের আরও একটি এআই টুল যুক্ত করা হয়েছে পেইন্টে। টুলটি কাজে লাগিয়ে ছবি আঁকার সময় নির্দিষ্ট অংশ সহজেই নির্বাচন করা যাবে।
স্নিপিং টুলেও যুক্ত হয়েছে নতুন দুটি এআই সুবিধা। এর একটি হচ্ছে ‘পারফেক্ট স্ক্রিনশট’। সুবিধাটি কাজে লাগিয়ে স্ক্রিনশট নেওয়ার সময়ই রেকট্যাঙ্গেল টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত অংশের আকার নির্ধারণ করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেরাও আকার পরিবর্তন করতে পারবেন। অন্য সুবিধাটি হলো ‘কালার পিকার’। এআই টুলটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পর্দায় থাকা কারসরের রঙের এইইএক্স, আরজিবি ও এইচএসএল মান দেখা যাবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর ন টপ য ড প ইন ট উইন ড
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।