Samakal:
2025-05-24@16:51:15 GMT

ড্র ম্যাচে বড় ইনিংসের আক্ষেপ

Published: 24th, May 2025 GMT

ড্র ম্যাচে বড় ইনিংসের আক্ষেপ

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হারের পর ঢাকায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে সেট হয়ে ব্যাটাররা রান বড় করতে না পারার আক্ষেপ থেকে গেছে। প্রথম ইনিংসে সেঞ্চুরির আশা দিয়ে পারেননি নাঈম শেখ। এনামুল হক বিজয় ও নুরুল হাসান ফিফটি মিস করেছেন। আবার সাইফ হাসান ফিফটি করেই আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসেও এনামুল ও সাইফ উইকেট বিলিয়ে দেন।

মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনিং জুটিতে নাঈম শেখ ও এনামুল হক ১৩০ রান যোগ করেন। এনামুল ফিরে যান ৯৭ বলে ৪৮ রান করে। পরেই নাঈম ৯৪ বলে ৮২ রানের ইনিংস খেলে আউট হন। তিনি ১০টি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন।

চারে ব্যাট করে জাকির হাসান ১৯ রান যোগ করেন। তিনে ব্যাট করা সাইফ হাসানের ব্যাট থেকে ৫১ রান আসে। অমিত হাসানও ফিফটি করলেও ইনিংস খুব বড় হয়নি। তিনি ১১০ বলে ৬৭ রান করে আউট হন। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ২৪ রান ও অধিনায়ক নুরুল হাসান ৪৮ রান করে ফিরলে সাড়ে তিনশ’র পর থামে বাংলাদেশ ‘এ’ দল।

জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল প্রথম ইনিংসে ৩৭৯ রান করে ২২ রানের লিড তুলে নেয়। দলটির ওপেনার কার্টুস হেপি ৭১ রান করেন। তিনে নামা অধিনায়ক জো কার্টার ৬২ রানের ইনিংস খেলেন। চারে খেলা নিক কেলির ইনিংসে লিড পেয়েছে কিউইরা। তিনি ১৬৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে ছয়টি ছক্কা মারেন এই ব্যাটার। লোয়ার মিডলে নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাথু বোইলি ৫৮ রান করেন। তাদের ইনিংস থামান পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাঈম হাসান। তারা যথাক্রমে ৩ ও ৪ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তুললে ম্যাচ ড্র হয়। ওই ইনিংসে এনামুল ২৪ ও সাইফ হাসান ১৬ রান করে ফিরে যান। ওপেনিংয়ে নেমে জাকির ২৪ ও চারে নেমে অমিত হাসান ২১ রানে অপরাজিত থাকেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এন ম ল র ন কর

এছাড়াও পড়ুন:

আমরা ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকের এই আলোচনায় আমরা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা দাবি ছিল আমাদের, যেটা ৩০ কার্যদিবসের ভেতরে বাস্তবায়ন করার কথা ছিল। এ বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, জুলাই আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টিও ধীর গতির ছিল।’

শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, ‘আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে, শেখ হাসিনার আমলে যে সকল নির্বাচন হয়েছিল সেগুলো বিতর্কিত ছিল। তাই সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে বলেছি।’

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে যে সকল ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। এ বিষয়ে আমরা আজকে স্পষ্ট করেছি। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন।’

‘আমরা প্রধান উপদেষ্টাকে আজকে বলেছি উনি যেন দায়িত্বে থাকেন এবং দায়িত্বে থেকে গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের কাজ করেন’, বলেন তিনি।

উল্লেখ্য, শনিবার রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

সম্পর্কিত নিবন্ধ