বেতন পরিশোধ না করে ছুটি বৃদ্ধি সড়ক অবরোধ
Published: 24th, May 2025 GMT
গাজীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকালে আন্দোলনে নামেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া এলাকার এম কে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা। ১০ দিন ছুটি শেষে শনিবার সকালে কারখানায় গিয়ে প্রধান ফটক বন্ধ পান তারা। পরে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন ও কারখানায় ভাঙচুর চালান।
শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। মে মাসও শেষ। অন্যদিকে ঈদও এসে গেছে। বকেয়া ও চলতি মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। বকেয়া বেতন পরিশোধের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও কর্তৃপক্ষ সেটা রক্ষা করেনি। তাদের প্রতি আর আস্থা নেই। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
লাইলি আক্তার নামে এক শ্রমিক বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে। আজ না, কাল না পরশু বলে বলে সময় পার করছে। ওদিকে আমরা বাসা ভাড়া দিতে পারছি না। খাবার কিনতে পারছি না। তাদের তামাশা আর ভালো লাগে না। তাই রাস্তায় নেমেছি।’
শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বিল পরিশোধ করতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ। এ কারণে ১০ দিন আগে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ছুটি শেষে শনিবার কারখানা চালু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন, ছুটি বাড়ানো হয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করে আবারও ছুটি বাড়ানোর কারণে সড়কে বসে পড়েন তারা। পরে বিক্ষোভ করেন।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে, কিন্তু তারা মানতে চাইছে না।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাসমত উল্লাহ জানান, ওই কারখানায় বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৬০-৭০ লাখ টাকা। ১০-১২ দিন আগে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বাধ্য হয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। এ সপ্তাহের শেষ দিকে এপ্রিল মাসের বকেয়া পরিশোধ করা হবে এবং ঈদের আগেই মে মাসের অর্ধেক বেতন দেওয়া হবে। এমন প্রতিশ্রুতি দেওয়ার পর দুপুরে আন্দোলন থেকে সরে দাঁড়ান শ্রমিকরা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পিএসজির মুখোমুখি হওয়ার আগে রিয়াল তারকাদের বিপজ্জনক উড়োজাহাজভ্রমণ
ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালের আগে বিপজ্জনক এক উড়োজাহাজভ্রমণ করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে উড়োজাহাজে ওঠার পর থেকেই মাদ্রিদের দলটি একের পর এক বিপত্তির সম্মুখীন হয়। যে কারণে তাদের সময়সূচিও পরিবর্তন করতে হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রিয়ালের সবচেয়ে অস্বস্তিকর ভ্রমণগুলোর একটি।
মার্কা জানায়, রিয়ালের খেলোয়াড়েরা পিএসজির বিপক্ষে ম্যাচ সামনে রেখে মায়ামিতে শেষ অনুশীলন সেশন সম্পন্ন করে এবং বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে নিউয়ার্কের উদ্দেশে রওনা দেয়। শুরুতে সবকিছু পরিকল্পনামতো চললেও পরে তেমনটা হয়নি। খুব দ্রুতই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। প্রথমে ঝড়ের কারণে ফ্লাইট বিলম্বিত হয়। যে কারণে তাদের প্রায় দেড় ঘণ্টা উড়োজাহাজ ছাড়ার জন্য অপেক্ষা করতে হয়।
শুরুতে থিবো কোর্তোয়া, ফেদে ভালভের্দে ও জাকোবো র্যামনের জন্য মিক্সড জোন নির্ধারিত ছিল বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। আর জাবি আলোনসোর সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩০ মিনিটে। ফ্লাইট পিছিয়ে গেলেও সূচি তখনো বহাল ছিল।
আরও পড়ুনকেন এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস০৬ জুলাই ২০২৫এরপর বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫ মিনিটে রিয়াল নিজেদের পরিস্থিতি জানায়, ‘আমরা এখনো উড়োজাহাজের ভেতরেই আছি।’ উড়োজাহাজটি তখন আকাশেই ছিল, কারণ নিউয়ার্ক বিমানবন্দরে অবতরণের জন্য কোনো রানওয়ে খালি পাওয়া যাচ্ছিল না। এ সময় রিয়ালের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজটি রুট অনুযায়ী বিভিন্ন স্থানে চক্কর দিতে থাকে।
প্রথমে তারা অবতরণের চেষ্টা করে ভার্জিনিয়ায় ও পরে নিউইয়র্কের কাছাকাছি অ্যালেনটাউনে। একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রিয়াল ফিফাকে মিডিয়া ইভেন্ট বাতিল করার অনুরোধ জানায়। ফিফা এতে সম্মতি দেয়।
এদিকে ভোর ৫টায় শুরু হয় পিএসজি কোচ লুইস এনরিকের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের ৩০ মিনিট পর একজন সাংবাদিক তাঁকে রিয়ালের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এনরিকের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ফিফা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জানান, ‘(স্থানীয় সময়) আজ রাতে জাবি আলোনসোর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।’
আরও পড়ুনব্রাজিলিয়ানের জোড়া গোলে ব্রাজিলের ক্লাবের স্বপ্ন চূর্ণ করে ফাইনালে চেলসি৭ ঘণ্টা আগেশেষ পর্যন্ত বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৩ মিনিটে রিয়ালের উড়োজাহাজটি নিউইয়র্কে অবতরণ করতে সক্ষম হয়। অর্থাৎ উড্ডয়নের নির্ধারিত সময় থেকে চার ঘণ্টা পর রিয়ালের স্কোয়াড নিউইয়র্কে এসে পৌঁছায়।
অবতরণের প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টার একটু আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে রিয়ালের সদস্যরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টিম হোটেলে পৌঁছান। এ সময় আলোনসোকে প্রশ্ন করা হয়, ‘ফ্লাইট কি খুব ক্লান্তিকর ছিল?’ কিলিয়ান এমবাপ্পে জবাবটা দেন, ‘না, তেমন কিছু নয়।’