বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
Published: 9th, July 2025 GMT
বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন অপারেশনস (টেকনোলজি) বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আজ ০৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: সাপ্লাই চেইন অপারেশনস (টেকনোলজি)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: স্টেকহোল্ডার ব্যবস্থাপনা দক্ষতা। মাইক্রোসফট অফিসে দক্ষ (বিশেষ করে এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়ার্ড)।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৫
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে: আখতার হোসেন
‘রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়’—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশে সত্যিকারের নাগরিক অধিকার ও মর্যাদার রাষ্ট্র গড়তে এনসিপি যাত্রা শুরু করেছে।’
বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলতায়েবা মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ পথসভাটি এনসিপির ‘জুলাই পথযাত্রার’ নবম দিনের অংশ ছিল।
আখতার হোসেন বলেন, ‘উত্তরাঞ্চলের জেলাগুলো অতিক্রম করে এখন দক্ষিণাঞ্চলে পথসভা হচ্ছে। খুব অল্প সময়ের প্রস্তুতি থাকলেও প্রতিটি জায়গায় হাজারো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই, যা সব ধর্ম ও শ্রেণির মানুষকে নিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে। এতদিন কেউ তা করেনি। আমরা এক নতুন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছি, যেখানে মর্যাদার ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যারা গণহত্যা করেছে, তাদের বিচার হবেই। শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন—এমন তথ্য আন্তর্জাতিক মাধ্যমে এসেছে। তাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে একদিন ইতিহাসের কাছে জবাব দিতে হবে।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেন খুনি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করা হয়।’
বর্তমান সংবিধান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘এই সংবিধানে মানুষের মৌলিক চাহিদা—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা উল্লেখ নেই। আমরা চাই, আগামী সংবিধানে এগুলোর প্রতিফলন ঘটুক। এ দেশে মানুষের ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।
এনসিপির নেতারা জানান, পথযাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় চালিয়ে যাবে দলটি। আগামীর বাংলাদেশ কেমন হবে—সেই রূপরেখা নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা ও বাস্তবতা তুলে ধরাই তাদের লক্ষ্য।