দিনাজপুরে বিশেষ ‘উদ্যোক্তা উন্নয়ন’ কোর্সের প্রশিক্ষণ আয়োজিত হবে। সম্পূর্ণ বিনা মূল্যে ২৫ জন এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের বাস্তবায়ন করা শিল্প প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবন প্রোগ্রামের জন্য দক্ষতা (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হবে। এ উদ্যোগে সহায়তা করছে আইডিএলসি ফাইন্যান্স।

উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কোর্সটির মেয়াদ হবে এক মাস। সময় ১০০ ঘণ্টা। এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণটি দেওয়া হবে সম্পূর্ণ বিনা মূল্যে।

প্রশিক্ষণ পাবেন ২৫ জন

প্রশিক্ষণটি হবে দিনাজপুরে। আইডিএলসির তত্ত্বাবধানে ২৫ প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। সপ্তাহে ৫ দিন করে মোট ২০ দিনের, ১০০ ঘণ্টার প্রশিক্ষণ হবে। এতে বিজনেস মডেল ডেভেলপমেন্টের ওপর বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে। বিনিয়োগ ও অর্থায়নসংক্রান্ত বিভিন্ন বিষয়েও সহযোগিতা করা হবে। সাক্ষাৎকার ও বিজনেস ফিজিবিলিটি প্রতিবেদনের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হবে।

যোগ্যতা ও শর্তাবলি

প্রশিক্ষণার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পাস।

বয়স সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৫৫ বছর।

যাঁরা ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বা যাঁদের ব্যবসায়ের ধারণা ও পরিকল্পনা আছে কিন্তু দিকনির্দেশনা প্রয়োজন বা যাঁদের ব্যবসা চালু আছে কিন্তু সহযোগিতা প্রয়োজন।

প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট আইডিএলসিতে জমা দিতে হবে।

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টার প্রশিক্ষণ, মাসিক হাতখরচের অর্থও মিলবে৩ ঘণ্টা আগেআবেদনের নিয়ম

প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের SME Portal/SICIP ট্যাব থেকে Business Feasibility Report Template ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা ফরম সংযুক্তিসহ স্ক্যান করে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। আবেদন যাচাই–বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। বুধবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে তথ্য উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। সংবাদপত্রের প্রচার সংখ্যা নিরীক্ষা পদ্ধতির সংস্কারে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সাংবাদিকতার অধিকার সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। 

গণমাধ্যমবিষয়ক আরও কিছু সংস্কার কার্যক্রম আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মাহফুজ আলম।

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। 

উপদেষ্টা আরও জানান, গণমাধ্যমপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি প্রণয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। সাক্ষাৎকালে ইউনেস্কোর আন্তর্জাতিক কনসালটেন্ট লিনা ফক্স উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ