পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ অফিসে বিএনপির কার্যালয়
Published: 25th, May 2025 GMT
নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নে আওয়ামী লীগের একটি অফিস এখন বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত ৫ আগস্ট অফিসটি পুড়িয়ে দেওয়া হলেও সেটি ব্যবহারযোগ্য করে সেখানে বিএনপির নগর ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে। দলটির নেতাদের দাবি, জায়গাটি তাদের হলেও আওয়ামী লীগের সময়ে দখল করে নেওয়া হয়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ধানাইদহ বাজারে অবস্থিত আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া হয়। এটি মূলত শহিদ কল্লোল স্মৃতি সংঘের অফিস ছিল। এটি ব্যবহার করতেন নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন ডালু।
পুড়ে যাওয়া আধাপাকা ভবনটির কিছু অংশ এখনও ব্যবহারযোগ্য থাকায়, সেখানে নতুন করে বিএনপির নামফলক টানানো হয়েছে। দলটির নেতাদের ভাষ্য, জায়গাটির মালিক আসাব সরকার, যিনি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আওয়ামী লীগের সময় জোরপূর্বক দখল করে এখানে দলীয় কার্যালয় বানানো হয়েছিল।
ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার বলেন, ‘জায়গাটি আমার পৈতৃক সম্পত্তি। দলিলপত্র সব আছে। ১৮ বছর আগে আওয়ামী লীগের লোকজন ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক দখলে নিয়ে অফিস করে। সে জায়গাটি সরকার পতনের পর আমরা দখল করেছি।’
নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান বলেন, ‘এ অফিসের জায়গা আমাদের নেতার। আগে এটি দখল করে রাখা হয়েছিল। ৫ তারিখে আমাদের দলের কর্মীরা সেটি পুনরুদ্ধার করে মেরামতের পর দলীয় কার্যক্রম শুরু করে।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগের এক নেতার ভাষ্য, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি দুঃখজনক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ করা ঝুঁকিপূর্ণ।’ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর বলেন, ‘এ ঘটনার বিষয়ে আমি কিছু জানি না।’ তিনি এ বিষয়ে মন্তব্য করতে আগ্রহী নন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তাঁর জানাও নেই।
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ব এনপ ব এনপ র স ব যবহ র আওয় ম
এছাড়াও পড়ুন:
ছিটকে গেলেন মোস্তাফিজ, পাকিস্তান সিরিজের দলে খালেদ
আঙ্গুলের ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে পাকিস্তান সিরিজের দলে জায়গা পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
রবিবার (২৫ মে) রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল পাঞ্জাবের বিপক্ষে আইপিএলে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এই ম্যাচে চার ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
জাতীয় দলের ফিজিও দেলওয়ার হোসেন সিভার ব রাত দিয়ে বিসিবি জানিয়েছে মোস্তাফিজ ফিট হতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।
আরো পড়ুন:
শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড়
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা
দেলোয়ার হোসেন বিবৃতিতে জানান, “গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুরের বাম হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আমাদের পর্যবেক্ষণ অনুসারে, তিনি আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য বিবেচনার বাইরে থাকবেন।’’
ঢাকা/রিয়াদ/বকুল