আড়াইহাজারে ৩ দিন ব্যাপী ভূমি মেলা শুরু
Published: 25th, May 2025 GMT
আড়াইহাজার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রোববার থেকে ৩ দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন প্রধান অতিথি থেকে মেলার উদ্ধোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সাজ্জাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন জানান, মেলায় সেবা প্রত্যাশীরা ভূমি বিষয়ক যেকোনো ধরনের সেবা সরাসরি এসে গ্রহণ করতে পারবে।
এছাড়া ভূমি বিষয়ক প্রশ্ন কিংবা অন্য যেকোনো সমস্যা সরাসরি সহকারী কমিশনার (ভূমি) বা ভূমি অফিসে কর্মরত কর্মকতা, কর্মচারীর মাধ্যমে সামাধান করতে পারবেন। মেলায় গণশুনাণি, অনলাইন পর্চা, ভূমি বিষয়ক আড্ডা, লিফলেট বিতরণসহ ভূমি সংক্রান্ত সামগ্রিক সেবা প্রদান করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সাকিব–মিরাজ–রিশাদদের শিরোপা জেতালেন পেরেরা–রাজা
শেষ দিকে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। আজ ফাইনালেও দুর্দান্ত খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে তাঁদের দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় লাহোর। ম্যাচটি হেরেছে তারা ৬ উইকেটে।
রান তাড়ায় শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোয় মনে হয়েছিল শিরোপা হয়তো আর জিততে পারছেন না সাকিব-মিরাজ-রিশাদরা। কিন্তু শেষ দিকে আজই ইংল্যান্ড থেকে উড়ে আসা সিকান্দার রাজা ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে লাহোর।
রিশাদের উইকেট পাওয়ার উচ্ছ্বাস