প্রতি বছর সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। ২০২৪-২৫ অর্থবছরের অনুদানের তালিকা প্রকাশের পরও এর ব্যতিক্রম হয়নি।

এ বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ৯ কোটি টাকা এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৪ কোটি টাকা অনুদান দিয়েছে। সেই তালিকা প্রকাশের পর থেকেই চলচ্চিত্র নির্মাতা, পরিবেশক ও শিল্পীদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এবার সেই ক্ষোভের তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় নায়ক নিরব।

বিষয়টি নিয়ে নায়ক নিরব সমকালকে বলেন, ‘বিগত সময়ের মতো এবারও মূলধারার সিনেমাকে উপেক্ষা করা হয়েছে। যদি এই অনুদানগুলো মূলধারার ছবিতে দেওয়া হতো, তাহলে সাধারণ দর্শকের কাছেও সিনেমাগুলো পৌঁছাতে পারত। কিন্তু যেসব বিকল্পধারার ছবিকে অনুদান দেওয়া হয়, সেগুলোর বেশিরভাগই ঠিকভাবে মুক্তি পায় না।’

নিরব আরও বলেন, ‘এই বিকল্প ধারার সিনেমাগুলোর লক্ষ্যই থাকে ফেস্টিভাল আর পুরস্কার। অথচ এই সিনেমাগুলো নির্মাণে যে অর্থ ব্যবহার করা হচ্ছে, সেটি জনগণের টাকা। সেই জনগণই যদি এই ছবি দেখতে না পায়, তাহলে অনুদানের উদ্দেশ্য কী? এটা শুধু আমার একার কথা নয়, গত কয়েকদিন ধরে অনেক চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিও এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন।’

সরকারি অনুদানের পর নজরদারি ও তদারকি নিয়েও কথা বলেন এই অভিনেতা। তার মতে, “একটা ছবিকে অনুদান দেওয়ার পর নিয়মিত খোঁজ রাখা উচিত-ছবির অগ্রগতি কী, শুটিং শেষ হলো কি না, মুক্তির পরিকল্পনা কী? আর বড় পরিসরে ছবিগুলোর মুক্তি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।”

মূলধারার প্রতিনিধিত্ব নিয়ে তিনি বলেন, ‘আমি নিজেও অনুদানের দুটি ছবিতে অভিনয় করেছি-রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’। দুটি ছবিই মুক্তি পেয়েছে। তবে খুব খোলামেলাভাবে বলি, অভিজ্ঞতা খুব বেশি ইতিবাচক ছিল না। কারণ, যাঁরা অনুদান কমিটিতে থাকেন, তাঁদের বেশিরভাগই বিকল্পধারার ভাবনা নিয়ে কাজ করেন। আমি মনে করি, সেই কমিটিতে মূলধারার অভিজ্ঞ লোকদেরও অন্তর্ভুক্ত করা উচিত।’

পরিচালক ও পরিবেশক অনন্য মামুনও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “শিল্পকলায় যদি অডিটোরিয়াম থাকতে পারে, তাহলে চলচ্চিত্র রক্ষায় সরকারি সিনেমা হল থাকবে না কেন? গত ১০ বছরে চলচ্চিত্রে যত অনুদান দেওয়া হয়েছে, তার প্রকৃত সুফল কতটা এসেছে? বরং অনুদানের চলচ্চিত্রগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, যেখানে প্রকৃত প্রযোজকরা থেকে যান বঞ্চিত।”

তিনি আরও বলেন, ‘এই অনুদানের টাকায় যদি প্রতিটি জেলায় সরকারি সিনেমা হল গড়ে তোলা হতো, তাহলে চলচ্চিত্র শিল্পের ভীষণ উপকার হতো।’

উল্লেখ্য, নিরব বর্তমানে ‘শিরোনাম’ ছবির শেষ লটের শুটিংয়ে ব্যস্ত। কানাডা থেকে ফিরে তিনি ছবিটির বাকি অংশের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন। এরপরই তিনি নতুন একটি সিনেমা ‘গোলাপ’-এর শুটিং শুরু করবেন, যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি।

প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি চলচ্চিত্র অনুদান একটি নিয়মিত কার্যক্রম, যা ১৯৭৬ সাল থেকে চালু রয়েছে। মাঝে কিছু রাজনৈতিক অস্থিরতার কারণে এটি বন্ধ থাকলেও ২০০৭-০৮ অর্থবছর থেকে তা আবারও নিয়মিতভাবে চালু হয়। প্রথম অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘সূর্য দীঘল বাড়ী’।

সরকারি অনুদানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে-সৃজনশীল ও গুণগত চলচ্চিত্র নির্মাণে সহায়তা করা। তবে বাস্তবে এই উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলের প্রশ্ন থেকেই যাচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র অন দ ন দ অন দ ন র প রক শ পর চ ল সরক র

এছাড়াও পড়ুন:

সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ব্যাংক খোলা থাকবে আজ

রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্থবছরের শেষ দিন আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব ব্যাংকের শাখাগুলোতে ব্যাংকিং লেনদেন চলবে।

সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সমকালকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, গত অর্থবছরের চেয়ে এবার বেশি রাজস্ব আদায় হওয়ার প্রত্যাশা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • তিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনার
  • দুই কারণে জুনে দেশের পণ্য রপ্তানি কমেছে সাড়ে ৭%
  • অনিশ্চয়তা আর চ্যালেঞ্জে ব্যবসা-বাণিজ্যে গতি কম
  • চট্টগ্রাম বন্দরে কার্গো পণ্য হ্যান্ডলিংয়ে রেকর্ড
  • কনটেইনার পরিবহনে রেকর্ড চট্টগ্রাম বন্দরের
  • ইতিহাসের সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করল চট্টগ্রাম বন্দর
  • কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তারা, সচল বন্দর
  • রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
  • সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ব্যাংক খোলা থাকবে আজ