সড়কের দুই পাশজুড়ে শুধু কাঁঠালের স্তূপ। ছোট-বড় কাঁঠালে ভরে উঠেছে হাট। ও রকম হাটে কাঁঠালই রাজা, আর সবকিছুই কোনোরকমে আশপাশে ছড়িয়ে–ছিটিয়ে আছে। হাটের বাতাসে আর কিছু নেই, শুধু পাকা কাঁঠালের ম–ম ঘ্রাণ। এ রকম সময়ে ক্রেতা-বিক্রেতার ভিড়, হইচই ও কাঁঠালের মিঠে গন্ধ একাকার হয়ে গেছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে প্রতি মৌসুমেই এই কাঁঠালের হাট বসে। কাছের–দূরের ক্রেতা-বিক্রেতার পদচারণে হাটটি সপ্তাহে অন্তত দুই দিন কাঁঠালকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে। টিলায় উৎপাদিত কাঁঠাল এই হাটে আসে, কেনাবেচা হয়।

গতকাল সোমবার সকাল সাতটার দিকে হাটে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাজারের পূর্ব দিকে নির্ধারিত স্থানটিতে তখনো হাট জমে ওঠেনি। অল্প কিছু কাঁঠাল মৌলভীবাজার-কুলাউড়া সড়কের দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে। হঠাৎ করেই কাঁঠালের স্রোত নামে হাটে। সিএনজিচালিত অটোরিকশা, টমটম, পিকআপ ভ্যান ও বাইসাইকেলে করে কাঁঠাল নিয়ে হাটে ভিড়তে থাকেন কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের মাথা থেকে পূর্ব দিকে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে কাঁঠালের স্তূপ বাড়তে থাকে। পাইকাররা এসে কাঁঠাল দেখছেন, দরদাম করছেন। দরদাম ঠিক হলে তা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দরদাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় কখনো হালকা উত্তেজনাও তৈরি হচ্ছে। তবে অনেকের হস্তক্ষেপে তা নিমেষে মিটেও যাচ্ছে।

ব্রাহ্মণবাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়, হইচই ও কাঁঠালের মিঠে গন্ধ একাকার হয়ে গেছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র হ মণব জ র সড়ক র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ