স্বরূপকাঠীতে বাড়িতে হামলা চালিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের
Published: 18th, June 2025 GMT
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বসতবাড়িতে হামলা চালিয়ে কানিজ ফাতেমা নামে এক গৃহবধূর শ্লীলতাহানি এবং তার সন্তানদের পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার নেছারাবাদ থানায় ভুক্তভোগী কানিজ ফাতেমা বাদী হয়ে ১২ জনের নামে একটি মামলা করেছেন। মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, ‘১১ জুন রাত সাড়ে ৮টার দিকে নেছারাবাদ উপজেলার ওয়ারেখা ইউনিয়নের পাটকেল বাড়ি গ্রামের আদম আলী সিকদারের বাড়িতে একই গ্রামের সেকেন্দার মৃধার ছেলে রাজিব মৃধা (৩২), ব্যাসকাঠী গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (৩২) ও সাকিল হাওলাদারের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক হামলা করে। এ সময় বাদী কানিজ ফাতেমা ঘর থেকে বের হলে আসামি রাজিব মৃধা ও রাজু হাওলাদার তাকে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে। তাকে রক্ষা করতে ছেলে তাছিন খান (১৪), আবদুল্লাহ আল সম্রাট (২৪) ও হাবিবুর রহমান স্মরণ (২৬) এগিয়ে এলে তাদের পিটিয়ে জখম করা হয়। পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।’
অভিযোগে আরও বলা হয়, এই ঘটনার আগেও শত্রুতার জের ধরে কানিজ ফাতেমা, তাছিন খান ও আবদুল্লাহ আল সম্রাটকে উপজেলার রাজবাড়ি বাজারে গালিগালাজ ও মারধর করেন রাজু হাওলাদার।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন