সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সম্পদ ক্রোক আর সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর নামে থাকা বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এর বাইরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ মঙ্গলবার এসব আদেশ দেন।

আওয়ামী লীগ নেতা ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে থাকা জমি, প্লট, গাড়ি ও ব্যাংক হিসাবের তথ্য আদালতে তুলে ধরে দুদক। পরে স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করা হয়।

শুনানি নিয়ে আদালত নুরুজ্জামানের নামে থাকা একটি গাড়ি, পূর্বাচলে থাকা ১০ কাঠার প্লট ক্রোকের আদেশ দেন আদালত। এ ছাড়া তাঁর নামে থাকা আরও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। গত ৩০ জানুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন নুরুজ্জামান।

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ২১টি কোম্পানির শেয়ার এবং তাঁর স্ত্রীর নামে থাকা ১৩টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ চেয়ে আদালতে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁদের নামে থাকা কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন।

এর বাইরে গোলাম দস্তগীর গাজীর নামে থাকা দুটি গাড়ির নিবন্ধন অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। গোলাম দস্তগীর গাজী গত বছরের ২৫ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

সালমানসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক আনোয়ারুজ্জামান চৌধুরী, সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম ও পরিচালক সারবেওয়াত সুলতানা মনামী, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক মো. শাহ আলম সারোয়ার, রাবেয়া জামালী, এ আর এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ ও জাফর ইকবাল, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন ও নুরুল হাসনাত, বেক্সিমকো গ্রুপের উপব্যবস্থাপক কৌশিক কান্তি পণ্ডিত।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সালমান এফ রহমান।

শিবলী রুবাইয়াতের ভবন ক্রোকের আদেশ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নামে থাকা ১০ তলা বাণিজ্যিক ভবন ক্রোকের আদেশ চেয়ে আদালতে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

দুদকের তথ্য অনুযায়ী, শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নামে থাকা ১০ তলা বাণিজ্যিক ভবনটি সাভারে অবস্থিত। গত ৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র শ য় র অবর দ ধ গ র প ত র হয় ল ইসল ম আহম দ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ