আসাদুজ্জামান নূর নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার
Published: 8th, July 2025 GMT
সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নূরকে নীলফামারীর বিভিন্ন থানায় দায়ের হওয়া চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চার মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসাদুজ্জামান নূর ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।
আসাদুজ্জামান নূর রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর সিয়াম হত্যা মামলায় এবং ২৯ সেপ্টেম্বর মামুন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আরো পড়ুন:
লাল জামা ও কমলা ট্রাউজার পড়া শিশুর মরদেহ ভাসছিল নদীতে
ফেসবুকে পরিচয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে তরুণীর প্রেম, থানায় সমাপ্তি
নীলফামারীর চার মামলার মধ্যে বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতকর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা-ভাঙচুর ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের অভিযোগে দায়েরকৃত মামলা রয়েছে।
নীলফামারী পুলিশের আদালত পরিদর্শক জিন্নাত আলী জানান, চার মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এ সময় তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন।
ঢাকা/সিথুন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আস দ জ জ ম ন ন র
এছাড়াও পড়ুন:
‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া আহ্বান
জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তীতে স্থানীয় সরকার বিভাগ দেশের সব জেলায় তরুণদের অংশ গ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ১০ জুলাই ২০২৫ এর মধ্যে নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে/ইমেইলে) আবেদন করতে পারবেন।
প্রতিযোগিতায় দলীয়ভাবে পনেরো থেকে ত্রিশ বছর বয়সী যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
দেয়ালচিত্র, পথনাটক, মঞ্চনাটক, প্রামাণ্যচিত্র, প্রদর্শনী, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক কার্যক্রম, উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী, স্কিল কম্পিটিশন, বর্জ্যশূন্য অভিযান, গ্রিণ স্কুল, ক্লিন স্কুল কার্যক্রম অথবা জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত অন্য যেকোনো ধারণা সম্ভাব্য আইডিয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে।
২০২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় বাস্তবতায় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী আইডিয়া আহ্বান করা হবে, যার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সরাসরি গণ-অভ্যুত্থান স্মরণে সম্পৃক্ত হতে পারবে। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় পর্যায়ে জেলা পরিষদ দ্বারা বাস্তবায়নের মাধ্যমে এ ঐতিহাসিক ঘটনার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
প্রতিযোগিতার বিস্তারিত তথ্য স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd-এ পাওয়া যাবে।
ঢাকা/এএএম/এসবি