হাওর ঘিরে মহাপরিকল্পনা হালনাগাদ হচ্ছে
Published: 8th, July 2025 GMT
দেশের হাওরগুলোর বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় সরকার বিদ্যমান মহাপরিকল্পনা হালনাগাদ করছে। দূষণ বন্ধে নিয়ন্ত্রণহীন পর্যটন শৃঙ্খলায় আনতে হাওরে সুরক্ষা আদেশ জারি করা হবে। বনায়নের মাধ্যমে হাওরে জীববৈচিত্র্য ফিরিয়ে আনার পরিকল্পনাও করছে সরকার।
আজ মঙ্গলবার ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সেমিনার আয়োজন করে নেত্রকোনা সাংবাদিক ফোরাম নামের একটি সংগঠন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে সব এলাকার মতো হাওরেও সমস্যার অভাব নেই। এসব সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বিষয়টা এমন নয়। হাওরে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সংকট নিয়ে শুনে আসছি বহু বছর ধরে, কিন্তু কখনো কোনো সমাধান দেখি না।’
হাওর মূলত একটি মিঠাপানির সমুদ্র। এ রকম অনন্য বাস্তুতন্ত্র পৃথিবীতে বিরল মন্তব্য করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাওর এলাকার মানুষের মতামত নিয়েই আগের যে মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) ছিল, সেটা এখন হালনাগাদ হচ্ছে।’
হাওরে নিয়ন্ত্রণহীন পর্যটনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘হাওরের পর্যটন এমন নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার কথা ছিল না। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা এখন একটা সুরক্ষা আদেশ প্রস্তুত করছি। ২০১৩ সালের পানি আইনের অধীনে হাওর রক্ষায় সুরক্ষা আদেশের খসড়া প্রস্তুত করছি।’
সুরক্ষা আদেশে পর্যটকের কী করণীয় সেটা উল্লেখ থাকবে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সুরক্ষা আদেশে বলে দেওয়া থাকবে একজন পর্যটক কী করতে পারবেন আর কী করতে পারবেন না। এটা নিয়ন্ত্রণ নয়, এটাই ইকো ট্যুরিজমের (পরিবেশবান্ধব পর্যটন) প্রসার। আওয়াজ সৃষ্টি করে, গান–বাজনা করে যে ট্যুরিজম সেটাকে কোনোভাবে ইকো ট্যুরিজম বলা যায় না।
যেখান থেকে পর্যটকেরা হাওরে ভ্রমণ শুরু করেন, সেখান থেকে তদারকির জন্য একটা ব্যবস্থা থাকবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। এ কাজের জন্য জেলা প্রশাসন, হাওর অধিদপ্তরের প্রতিনিধি ও প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের রাখা হবে বলে জানান তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, হাওরে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ভাসমান হাসপাতাল ও রিভার অ্যাম্বুলেন্স কতটা টেকসই একটি ব্যবস্থা হবে, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি বলেন, ‘একটা ভাসমান হাসপাতাল যখন দেব, তখন হাওরে পানি থাকবে মাত্র পাঁচ মাস। বাকি সাত মাস কিন্তু সেখানে রোগী চাইলেও যেতে পারবে না। কীভাবে একটা টেকসই সমাধান করা যায় সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।’
দেশের সব হাওর নিয়ে একসঙ্গে কাজ না করে একটা হাওরকে ধরে সেখানে মৎস্য, কৃষি—কোথায় কোথায় নিয়ন্ত্রণ আনা দরকার সেটা নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটা আন্ত সংস্থা সেল গঠন করার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, ‘মহাপরিকল্পনা ও সুরক্ষা আদেশের অধীনে এমন একটি সেল গঠন করে সচেতনতামূলক কিছু কাজ শুরু করা যায় কি না, সেটা আমরা চিন্তা করছি।’
আপাতত সুরক্ষা আদেশ টাঙ্গুয়ার হাওরের জন্য করা হচ্ছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সুরক্ষা আদেশ আমরা সব হাওরের জন্য করতে পারছি না। কারণ, এটি করতে হলে ল্যান্ড স্পেসিফিকেশন লাগে যেমন দাগ, মৌজা, খতিয়ান ধরে ধরে করতে হয়। ফলে আমরা এখন টাঙ্গুয়ার হাওরে এটা করতে পারব। কারণ, এটি যেহেতু প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, তার ল্যান্ড স্পেসিফিকেশনটা আমাদের আছে।’
সেমিনারে স্বাগত বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম–ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক মুহম্মদ মোফাজ্জল। নেত্রকোনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শওকত আলী খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন। সভাপতিত্ব করেন নেত্রকোনা সাংবাদিক ফোরামের সভাপতি রফিক মুহাম্মদ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন পর ব শ র জওয় ন উপদ ষ ট হ ওর র স রক ষ র জন য
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।