সর্বশেষ দুই বছরে তাসকিনই কি ওয়ানডেতে সবচেয়ে কিপটে পেসার
Published: 8th, July 2025 GMT
ক্রীড়া প্রতিবেদক, কলম্বোতে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেয় বাংলাদেশ। আজ পাল্লেকেলেতে আবার একাদশে ফিরে দারুণ বোলিং করছিলেন বাংলাদেশের পেসার। প্রথম ৯ ওভারে ৪০ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। তবে নিজের শেষ ওভারে ১১ রান দিয়ে বোলিং বিশ্লেষণটাকে একটু ‘খারাপ’ বানিয়ে ফেলেছেন তাসকিন। শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে তাঁর বোলিং বিশ্লেষণ ১০-০-৫১-২।
ইকোনমি ৫.
২০২৩ সালের ৮ জুলাই থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে পর্যন্ত ২৩ ম্যাচে ১৯৫.৫ ওভার বল করেছেন তাসকিন। এ সময়ে ওভারপ্রতি ৫.০৯ রান দেওয়া তাসকিন নিয়েছেন ৩৮ উইকেট।
এ সময়ে ইকোনমিতে তাসকিনের পরের নামটা একটু অপরিচিতই। কানাডার ডিলন হেইলিগার ২১ ম্যাচে বল করেছেন ১৬০.৪ ওভার, ৫.২২ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৩৬টি। তালিকার তিনেও একজন সহযোগী সদস্য দেশের পেসার—পল ফন মিকেরেন। ডাচ পেসার ২৬ ম্যাচে ২১৪.৫ ওভার বল করেছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ৫.২৮, নিয়েছেন ৪৬ উইকেট। শীর্ষ পাঁচের অন্য দুজন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৫.৩৫) ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড (৫.৩৮)।
পেসার-স্পিনার ভেদাভেদ তুলে দিলে অবশ্য তাসকিন নেমে যান ১৭ নম্বরে। সর্বশেষ ২৪ মাসে ওয়ানডেতে কিপটেমিতে সবচেয়ে সেরা নামিবিয়ার বার্নার্ড শোলৎজ। এই বাঁহাতি স্পিনার ২০ ম্যাচে ৩৬ উইকেট নেওয়া পথে ওভারপ্রতি রান দিয়েছেন ৩.২৫ করে। শীর্ষ পাঁচে একজনই টেস্ট খেলুড়ে দলের। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ৪.২৯ ইকোনমি নিয়ে আছেন পাঁচে।
সরাসরি: বাংলাদেশ–শ্রীলঙ্কা ৩য় ওয়ানডেওভার সংখ্যাটাকে ১০০-তে নামিয়ে আনলে ইকোনমির হিসাবে পেসারদের মধ্যে তাসকিন নেমে যান সাতে। সর্বশেষ দুই বছরে কমপক্ষে ১০০ ওভার বোলিং করাদের মধ্যে সবচেয়ে কিপটে পেসার কানাডার কলিম সানা। ১৮ ম্যাচে ১৪৭.৪ ওভার বোলিং করা বাঁহাতি পেসার ওভারপ্রতি রান দিয়েছেন ৪.২০।
সর্বশেষ দুই বছরে ওয়ানডেতে বুমরার ইকোনমি ৪.৪০উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে