টেস্ট সিরিজ শেষ। ওয়ানডে সিরিজের রেশ এখনো কাটেনি। এখন আবার টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামার পালা। ২০১৭ সালের পর বাংলাদেশ পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে শ্রীলঙ্কায়। টেস্ট, ওয়ানডের পর শেষ গন্তব্য টি-টোয়েন্টি ক্রিকেটে এসে থামছে এই যাত্রা। পাল্লেকেল্লেতে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। এর আগে দুই দলের পরিসংখ্যানে চোখ বোলানো যাক—


দুই দল এখন পর্যন্ত ৫টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। ২০১৩ সালে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলে দুই দল। সবশেষ ২০২৪ সালে। শ্রীলঙ্কা চারটি সিরিজ জিতেছে। একটি সিরিজ কেবল ড্র হয়েছে। 

১৭
মুখোমুখি ১৭ ম্যাচে শ্রীলঙ্কার জয় ১১ ম্যাচে। বাংলাদেশের ৬ ম্যাচে। 

আরো পড়ুন:

র‌্যাংকিংয়ে জাকের-তাওহীদের উন্নতি

বাড়তি চাপ, মানসিকতায় আনফিট, দায়িত্ববোধে ঘাটতি দেখছেন আকরাম

২১৫/৫
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান করেছে বাংলাদেশ। ২০১৮ সালে নিদাহাস ট্রফির ম‌্যাচে বাংলাদেশ ৫ উইকেটে ২১৫ রান করে ম‌্যাচ জিতেছিল। 

৮৩
সর্বোচ্চ রানের সঙ্গে সর্বনিম্ন রানের রেকর্ডটিও বাংলাদেশের দখলে। ২০০৭ সালে জোহানেসবার্গে ৮৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ৭ উইকেটে ১২৩। 

৭৫
রানের হিসেবে সবচেয়ে বড় জয় শ্রীলঙ্কার। ২০১৮ সালে সিলেটে বাংলাদেশকে ২১১ রান টার্গেট দিয়ে ৭৫ রানে জিতেছিল তারা। উইকেটের হিসেবে বাংলাদেশের জয় আবার বড়। গত বছর সিলেটে ১৬৬ রান তাড়া করতে নেমে ১৮.

১ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। 

৪৪২
দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান কুশল মেন্ডিসের। ৯ ম্যাচে ৪৪২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৫ ইনিংসে ৩৬৮ রান করেছেন তিনি।

৮৬
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ৮৬। ২০২৪ সালে সিলেটে মেন্ডিস ৫৫ বলে ৬টি করে চার ও ছক্কায় ৮৬ রান করেছিলেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সাব্বির রহমানের। ২০১৬ এশিয়া কাপে ৮০ রান করেছিলেন সাব্বির রহমান। 

২৫
দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ২৫ ছক্কা মেরেছেন কুশল মেন্ডিস। মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫ ছক্কা মেরেছেন। 


রিশাদ হোসেন এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা হাঁকিয়েছেন। গত বছর সিলেটে ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলার পথে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। 

১৮১
দ্বিপক্ষীয় সিরিজে ১৮১ রান দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। গত বছর সিলেটে তিন টি-টোয়েন্টিতে ১৮১ রান করেছিলেন মেন্ডিস। 

১৭
মোস্তাফিজুর রহমান দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১৩ ম্যাচে ২৪.৯৪ গড় ও ৮.৮৩ ইকোনমিতে এই উইকেট নিয়েছেন। 

২০/৫
পেসার নুয়ান থুসারা ২০ রানে ৫ উইকেট পেয়েছেন। যা দুই দলের ক্রিকেটারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড। একটিই মাত্র ৫ উইকেট আছে। সেটা থুসারা পেয়েছেন গত বছর। 

৪ ওভারে ৫৬
মাহিশা পাথিরানা দুই দলের বোলারদের মধ্যে এক স্পেলে সবচেয়ে বেশি রান দিয়েছেন। গত বছর ৪ ওভারে ৫৬ রান দিয়েছিলেন অফস্পিনার। ১ উইকেট অবশ্য পেয়েছিলেন। 

১৩ 
সৌম্য সরকার দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩ ক্যাচ নিয়েছেন।

৯৮
৯৮ রানের জুটি দুই দলের মধ্যে সর্বোচ্চ। ২০১৮ সালে সিলেটে মেন্ডিস ও গুনাথিলাকা উদ্বোধনী জুটিতে ৯৮ রান করেছিলেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ছ ল ন গত বছর সবচ য় উইক ট

এছাড়াও পড়ুন:

আলিয়ার কোটি টাকা ‘চুরি’, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের জুহু পুলিশ। অভিনেত্রী আলিয়া ভাটের সই নকল করে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে বেদিকাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, আলিয়া ভাটের সই নকল করে ৭৬.৯ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯ লাখ টাকার বেশি) তুলে নেন বেদিকা। পাঁচ মাস আগে অর্থ জালিয়াতির অভিযোগে বেদিকার বিরুদ্ধে মামলা করেন আলিয়ার মা সনি রাজদান। বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বেদিকাকে আদালতে হাজির করে পুলিশ। আদালত বেদিকাকে ১০ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।   

বিএনএস-এর ৩১৬(৪) এবং ৩১৮(৪) ধারায় বেদিকার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে জুহু পুলিশ। তবে এ বিষয়ে আলিয়া ভাট কিংবা তার টিম থেকে কোনো ধরনের বিবৃতি দেননি।  

আরো পড়ুন:

রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত?

আমি হৃদয় থেকে গৌরির সঙ্গে বিবাহিত: আমির খান

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে আর্থিক প্রতারণা হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা পুলিশে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরই বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয় এবং পুলিশ তদন্তে নামে। 

২০২১ সালে প্রোডাকশন হাউজ চালু করেন আলিয়া ভাট। ইটারনাল সানশাইন প্রোডাকশনস শুরুর দিন থেকে ২০২৪ সাল পর্যন্ত বেদিকা আলিয়ার সঙ্গেই কাজ করতেন বলে জানা গিয়েছে। সেই সময়ে অভিনেত্রীর আর্থিক নথিপত্র ও টাকা তার হাতেই থাকত। আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট ও প্রোডাকশন হাউজের অ্যাকাউন্ট থেকে মোট ৭৬ লাখ ৯০ হাজার ৮৯২ টাকা সরিয়েছেন বেদিকা। 

তবে পুলিশের বরাত দিয়ে অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বেদিকা শেঠি জাল বিল তৈরি করে আলিয়াকে দিয়ে সই করিয়ে টাকা তুলেছিলেন। অভিনেত্রীকে তিনি ওই বিলগুলো তার ভ্রমণ সংক্রান্ত খরচ ও অন্যান্য খরচ বলে ভুল বুঝিয়ে সই করানো হয় বলে অভিযোগ। জালিয়াতি করা টাকা দিয়ে বেদিকা শেঠি পেশাদার কিছু সরঞ্জাম কিনেছিলেন। বাকি টাকা তার বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন; যা পরে আবার তার অ্যাকাউন্টেই ট্রান্সফার করা হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান
  • ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রত্ব না থাকা শিক্ষার্থীরা
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল ইসলামী ব্যাংক
  • ১২ মাসে জয়ের চেয়ে হার বেশি, তবু বেতন বাড়ছে বাবর-সালমানদের
  • শুল্ক আরোপের সময়সীমা পেছালেন ট্রাম্প, তারপরও কেন স্বস্তি নেই
  • আলিয়ার কোটি টাকা ‘চুরি’, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
  • ফল জালিয়াতি: সেই শিক্ষা কর্মকর্তা বরখাস্ত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ
  • প্রতিযোগিতামূলক দরপত্র হয় না নিউমুরিং টার্মিনালে