ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা প্রসেনজিৎ। কয়েক দিন আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘মালিক’ সিনেমার সংবাদ সম্মেলন। মঞ্চে সিনেমাটির পরিচালক, প্রযোজক, অভিনেতার পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।  

এ অনুষ্ঠানে একজন সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেন। প্রসেনজিৎ পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “এখানে বাংলায় কেন প্রশ্ন করছেন?” তারপর থেকে প্রসেনজিতের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে, ট্রলের শিকার হয়েছেন এই অভিনেতা। প্রশ্ন উঠেছে— বাংলায় কাজ করে বাংলা ভাষাকেই অপমান করলেন প্রসেনজিৎ।   

এ ঘটনার ৯ দিন পর নিজের অবস্থান পরিষ্কার করলেন প্রসেনজিৎ। ফেসবুকে পোস্ট করা একটি বিবৃতিতে পুরো ঘটনা ব্যাখ্যা করেছেন। পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা। 

আরো পড়ুন:

প্রাক্তন প্রেমিকা সংগীতার জন্মদিনের পার্টিতে সালমান

বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দিলেন তারকা যুগল

প্রসেনজিৎ বলেন, “কিছু দিন হলো আমার একটা কথা, বলা ভালো একটা বাক্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি সিনেমার ট্রেইলার মুক্তি উপলক্ষে ১ জুলাই মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলন হয়েছিল। ডায়াসে ছিলেন— সিনেমার পরিচালক, শিল্পী, অন্যান্যরা সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। সেখানে বাংলার একজন সাংবাদিক আমাকে বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘ দিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না, এমন মানুষের সংখ্যাই বেশি। তাই খানিকটা বাধ্য হয়েই আমি বলি, বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন?” 

সামাজিক মাধ্যমে শুধু একটা সেন্স তুলে ধরেই বিচার করা হচ্ছে প্রসেনজিৎকে। তাই হয়তো অনেকে ওই কথায় আঘাত পেয়েছেন। তবে এমন ঘটনা যে ঘটতে পারে ভাবতেও পারেননি তিনি। এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, “কষ্ট আমিও পেয়েছি। এখনো পাচ্ছি। কারণ এই কথার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে।” 

মাতৃভাষা বাংলাকে অসম্মান করা প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “এমনটা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। বাংলা আমার প্রাণের ভাষা। ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকু বুঝেছি, আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে। তাই আমি দুঃখিত।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ডিপজলের নামে মামলা: মুক্তি ও সনির ফেসবুক পোস্ট

চিত্রনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি ও সনি রহমান।

এক ফেসবুক স্ট্যাটাসে মুক্তি লেখেন, “শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের হয়রানি বন্ধ হোক।”

তিনি জানান, এক নারী নিজেকে ভক্ত পরিচয় দিয়ে ডিপজলের কাছে একাধিকবার আর্থিক সহায়তা নিয়েছেন। এমনকি শিল্পী সমিতি নির্বাচন ও এফডিসিতে বিভিন্ন সময় ওই নারীর উপস্থিতি ও কান্নাকাটি ভিডিওতে ধরা রয়েছে।

মুক্তি আরও বলেন, “সম্প্রতি ডিপজল ভাইয়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে। আদালতের কাছে অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুন।”

অন্যদিকে, সনি রহমান বলেন, “ডিপজল ভাই শুধু একজন শিল্পী নন, বড় মনের একজন মানুষ। পাগল ভক্ত পরিচয় দিয়ে কেউ যদি একের পর এক সহযোগিতা নিয়ে পরে মিথ্যা অভিযোগ করেন, সেটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, ডিপজলের জনপ্রিয়তা ও মানবিকতা কেউ কেউ কাজে লাগিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছে।

“তদন্তে যদি অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়, তাহলে এমন মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত”—মন্তব্য সনি রহমানের।

উল্লেখ্য, এক নারী সম্প্রতি অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে আদালতে মামলা করেন, যা ইতোমধ্যে শিল্পী সমাজে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
 

ঢাকা/রাহাত//

সম্পর্কিত নিবন্ধ

  • বরিশাল বোর্ডের ১৬ বিদ্যালয়ে শতভাগ ফেল
  • সেপটিক ট্যাংকে মুঠোফোন তুলতে গিয়ে আটকে পড়েন একজন, অন্যরা যান উদ্ধার করতে
  • ফিরছে সুপারম্যান: ভিন্ন এক রূপে
  • এক কলেজে ৩ অধ্যক্ষ
  • এক কলেজে তিন অধ্যক্ষ
  • ওয়াসার এমডি ও স্থানীয় সরকার পরিচালক পদে নতুন কর্মকর্তা
  • যে বন্ধন জুলাইয়ের...
  • একজন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত: শফিকুল আলম
  • ডিপজলের নামে মামলা: মুক্তি ও সনির ফেসবুক পোস্ট