ব্যবসায়ী হত্যা: ‘জনসাধারণ, ধামরাই’ ব্যানারে এনসিপি-জামায়াতের বিক্ষোভ
Published: 12th, July 2025 GMT
রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে ‘জনসাধারণ, ধামরাই’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার বাজার রোড এলাকায় অর্ধশতাধিক লোকের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ করা হয়। এতে সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিলে তারা, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘মিডফোর্ডে হত্যা কেনো, প্রশাসন জবাব দে’, ‘এক দুই তিন চার, চাঁদাবাজরা দেশ ছাড়’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই’ হত্যাদি স্লোগান দেন।
আরো পড়ুন:
২৪-এর আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: সারজিস
ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘‘৫ আগস্টের পর থেকে দেশে যে পরিমাণ চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ হচ্ছে; এমন স্বাধীনতা তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম সুন্দর একটা রাষ্ট্র। অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। দেশের প্রতিটি হত্যার বিচার দ্রুত করতে হবে এই সরকারকে।’’
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, ‘‘বিগত ৯ তারিখে মিডফোর্ডে যেভাবে হায়েনার মতো এক ব্যবসায়ীকে হত্যা করেছে চাঁদার কারণে, এ হত্যাকাণ্ড আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। অতীতে যে জালেমরা জনগণের ওপর নিপীড়ন চালিয়েছেন, সেই নিপীড়নকেও হার মানিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, একটি দলের নাম ভাঙিয়ে একজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে দিবালোকে পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করেছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি, অনতিবিলম্বে তিনি যেই দলেরই হোক, যে চাঁদাবাজ, যে সন্ত্রাসী, যে হত্যাকারী তার বিচার ২৪ ঘণ্টার মধ্যে হতে হবে। কোনো ধরনের পার্টির প্রভাব যাতে না হয়। জনগণকে বলছি, আপনারা নিজেরা শক্তি হয়ে উঠুন, ঐক্যবদ্ধ হয়ে উঠুন, প্রতিবাদ গড়ে তুলুন। আপনাদের সঙ্গে ছাত্র সমাজ আছে। ইসলামি দলের নেতারা আপনাদের সঙ্গে আছে।’’
এনসিপির ধামরাই উপজেলার আহ্বায়ক ইসরাফিল খোকন বলেন, ‘‘চব্বিশ পরবর্তী বাংলাদেশে যেই স্বপ্ন দেখেছিলাম, একটি রাজনৈতিক দল ১০ মাসে তা ধূলিস্যাৎ করে দিয়েছে। এই রাজনৈতিক দলকে আমরা বলতে চাই, আপনারা যদি এই বাংলাদেশে রাজনীতি করতে চান, হাসিনার কাছে শিক্ষা গ্রহণ করেন। চব্বিশের ছাত্র-জনতা কেউ ঘরে ফিরে যায় নাই। এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাদের শোধরাতে হবে। এই ১০ মাসে যে কার্যক্রম করেছেন, হাসিনার ১৭ বছরকে অতিক্রম করে ফেলেছেন। আমরা আপনাকে বলতে চাই, যদি রাজনীতি করতে চান, আপনাদের লাস্ট আল্টিমেটাম, আমার আর কোনো ভাইয়ের যদি লাশ পড়ে, আপনাদের পতন অনিবার্য।’’
এ সময় এনসিপির ধামরাই উপজেলার যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল হোসেন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সোমাভাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইটপাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ। এ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি (হত্যা মামলা ও অস্ত্র মামলা) মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চারজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানিয়েছে।
ঢাকা/সাব্বির/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনস প ব যবস য় আপন দ র হত য র উপজ ল এনস প ইসল ম
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫