মিটফোর্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যা, খুলনায় গুলি করে ও রগ কেটে যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে হত্যা এবং চাঁদপুরে মসজিদের ইমামের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এই মশাল মিছিল বের করেন তারা৷ মিছিলটি নতুন প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক সাদিয়া মুনের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে মবোক্রেসি বন্ধ ও সারাদেশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, ৫ আগস্টের পরও বিচারবহির্ভূত হত্যার জন্য মিছিল করতে হচ্ছে, যা আমাদের অত্যন্ত দুঃখজনক৷ সোহাগকে হত্যার দায় যতটুকু বিএনপির, ততটুকু ইন্টেরিম সরকারের। কারণ, যখন হত্যাকাণ্ডের ম্যান্ডেট তৈরি তখন সোহাগের মতো মানুষ হত্যার শিকার হয়৷ অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে৷ একই সঙ্গে ইন্টেরিমকে অবিলম্বে এসব হামলার জবাব দিতে হবে। 

বাংলা বিভাগের শিক্ষার্থী আ র ক রাসেল বলেন, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে; তার পরের দিনই আমরা মবোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়েছি৷ অথচ বিচার না করে হত্যাকারীদের এখন ক্যাম্পাসে উন্মক্ত চলাফেরা সুযোগ দেওয়া হয়েছে। তাদের নামেমাত্র বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল। এই বিচারহীনতার সংস্কৃতি আজকের সোহাগ হত্যার জন্য দায়ী৷ ইন্টেরিমকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই মবোক্রেসি থামান, সন্ত্রাসী হলেও তাদের বিচারের আওতায় আনেন।

এর আগে একই ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে বিক্ষোভ সমাবেশ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকা থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। 

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো.

রুবেল বলেন, ঢাকার মিটফোর্ডে নৃশংস ও লোমহর্ষকভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি শুধু মিটফোর্ডের হত্যা নয় চাঁদপুরে একজন মসজিদের ইমাম ও খুলনায় একজন যুবদল নেতাকে যে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে; সে ঘটনায় জড়িতদেরও শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি, পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার ঘটনায় কিছু রাজনৈতিক দল এটাকে ভিন্নখাতে নেওয়ার পায়তারা করছে। এটি তাদের মধ্যকার অভ্যন্তরীণ ক্রোন্দলে হলেও তারা বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য দিচ্ছে। এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদল সবসময় বিচারবহির্ভূত হত্যার বিপক্ষে। 

সমাপনী বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র-জনতার আশা, আকাঙ্ক্ষা ছিলো যে একটি পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু হবে। বাংলাদেশের রাজনীতিতে কোনো হানাহানি, খুনোখুনি থাকবে না। আমরা চেয়েছিলাম একটি সাম্য এবং ন্যায়বিচারের রাষ্ট্র। কিন্তু গণঅভ্যুত্থানের এক বছর পরেও এসে দেখিছি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে৷ এই সরকার যদি প্রথম দিন থেকে এসব হত্যাকাণ্ডের বিচার, মব কালচারের বিচার এবং গ্রেপ্তার করতো তাহলে সন্ত্রাসীরা এসব মব কালচারের মাধ্যমে বারবার হত্যাকাণ্ডের সাহস পেত না। 

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য ক ণ ড র ছ ত রদল হত য র সরক র

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।

দরকারি তথ্য

আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদন ফি: এক হাজার টাকা

মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)

//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতা

যেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।

কোর্সের বিস্তারিত

শুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত

১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।

২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।

৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।

৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।

পরীক্ষার বিষয়

১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের

২. মৌলিক গণিত ২৫ নম্বরের

৩. ইংরেজি ১০ নম্বরের

৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫

৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • নির্মাণ শ্রমিকের মৃত্যু: ৩ দাবিতে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের ব
  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
  • অ্যাপে পরিচয়-প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত