নরমাল পিপল বইয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত আইরিশ লেখক স্যালি রুনি। সম্প্রতি গ্রেপ্তারের আশঙ্কায় স্কাই আর্টস সাহিত্য পুরস্কার নিতে যুক্তরাজ্যে যাননি তিনি। কারণ, তিনি ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনকে সমর্থন করেন। যুক্তরাজ্য সরকার জুলাইয়ে এটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে।

স্যালি রুনির জনপ্রিয় বই ‘নরমাল পিপল’.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘হকির হামজা’ আমিরুলের প্রিয় ফুটবলার মেসি

আমিরুল ইসলামের নেশা হতে পারে হকি, কিন্তু পছন্দের খেলার তালিকায় ফুটবলের অবস্থানটাও বেশ ওপরে। শৈশবে বড় একটা সময় কেটেছে ফুটবল মাঠে, ফুটবলার হতেও চেয়েছিলেন। কিন্তু নিয়তি তাঁকে হকির কোর্টে টেনে আনে।

কে এই আমিরুল, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের একটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে বাংলাদেশ, আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করেছে ৩-৩ গোলে। দলের ফলাফল যা–ই হোক; দুই ম্যাচেই হ্যাটট্রিক করে এবং ম্যাচসেরা হয়ে এখন আলোচনায় আমিরুল, সতীর্থরা যাঁকে ডাকেন ‘হামজা’ বলে।

আরও পড়ুনদুই ভাইয়ের ঘুমে জাগরণে শুধুই হকি০৮ এপ্রিল ২০২৫

দেশের ফুটবলে হামজা চৌধুরীকে ঘিরে উন্মাদনা চলছে। আমিরুলের চুল অনেকটা হামজার মতো, স্টিক হাতে পারফরম্যান্সও দুর্দান্ত। সতীর্থদের তাঁকে মজা করে ‘হামজা’ ডাকাটা তাই বাড়াবাড়ি নয়।

আমিরুল তো বরং এই ডাক উপভোগই করতে শুরু করেছেন, ‘হামজা ভাই বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড। তাঁর মাধ্যমে সারা বিশ্ব আমাদের ফুটবলকে চিনছে। তাঁর সঙ্গে আমার তুলনা হয় না। তবে কেউ এ নামে ডাকলে ভালো লাগে, যদিও আমার প্রিয় ফুটবলার মেসি, আর আমি আর্জেন্টিনার সাপোর্টার।’

হকিতে দারুণ নৈপূন্য দেখাচ্ছেন আমিরুল

সম্পর্কিত নিবন্ধ