গ্রেপ্তারের আশঙ্কায় যুক্তরাজ্যে যাননি স্যালি রুনি
Published: 4th, October 2025 GMT
নরমাল পিপল বইয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত আইরিশ লেখক স্যালি রুনি। সম্প্রতি গ্রেপ্তারের আশঙ্কায় স্কাই আর্টস সাহিত্য পুরস্কার নিতে যুক্তরাজ্যে যাননি তিনি। কারণ, তিনি ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনকে সমর্থন করেন। যুক্তরাজ্য সরকার জুলাইয়ে এটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে।
স্যালি রুনির জনপ্রিয় বই ‘নরমাল পিপল’.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতের চাপে নতি স্বীকার না করায় সোনার পদক পাচ্ছেন নাকভি
পাকিস্তানের তো বটেই, এশিয়ার ক্রিকেটেই এ সময়ের সবচেয়ে আলোচিত নাম মহসিন নাকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান—অনেকগুলো বড় পদই এখন নাকভির। সেই নাকভি এবার সাহসিকতা ও বিশ্বমঞ্চে পাকিস্তানের নাম উজ্জ্বল করার জন্য সোনার পদক পেতে যাচ্ছেন। পাকিস্তানের একটি সংস্থা তাঁকে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল দেওয়ার ঘোষণা দিয়েছে।
নাকভি সোনার পদকটি পাচ্ছেন এশিয়া কাপের ফাইনাল শেষে তাঁর আলোচিত–সমালোচিত ভূমিকার জন্য। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয়রা তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এর ফলে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ছাড়াই দেশে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। ‘আমার হাত থেকে না নিলে ট্রফিই দেব না’—এমন মনোভাব থেকেই ভারতকে না দিয়ে ট্রফি নিয়ে হোটেলে ফেরেন নাকভি।
ঘটনা সেখানেই শেষ হয়নি। নাকভি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ভারত যদি সত্যি সত্যিই ট্রফি নিতে চায়, তবে এসিসির সদর দপ্তরে এসে নিতে পারে। তাদের স্বাগতই জানানো হবে।’
অদৃশ্য ট্রফি নিয়ে ভারতীয়দের শিরোপা উদ্যাপন