Prothomalo:
2025-10-04@17:21:42 GMT

অভিনেত্রী সন্ধ্যা মারা গেছেন

Published: 4th, October 2025 GMT

বলিউড অভিনেত্রী ও নির্মাতা চলচ্চিত্রকার ভি. শান্তারামের স্ত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন। আজ ৯৪ বছর বয়সে মুম্বাইয়ে অভিনেত্রীর মৃত্যু হয়। খবর পিটিআইয়ের
মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার এক্স-এ অভিনেত্রীর মৃত্যুর সংবাদটি জানান। শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘“পিঞ্জরা”র খ্যাতনামা অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তাঁর অভিনয় ও নাচের মাধ্যমে তিনি দর্শকের মনে ছাপ রেখে গেছেন। তাঁর অভিনীত চরিত্রগুলো চিরকাল দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।’

জানা গেছে, আজ মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং অনুরাগীরা উপস্থিত থেকে প্রিয় তারকাকে শেষশ্রদ্ধা জানান।

সন্ধ্যা শান্তারাম তখন ও এখন। কোলাজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সন ধ য

এছাড়াও পড়ুন:

ভারতের চাপে নতি স্বীকার না করায় সোনার পদক পাচ্ছেন নাকভি

পাকিস্তানের তো বটেই, এশিয়ার ক্রিকেটেই এ সময়ের সবচেয়ে আলোচিত নাম মহসিন নাকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান—অনেকগুলো বড় পদই এখন নাকভির। সেই নাকভি এবার সাহসিকতা ও বিশ্বমঞ্চে পাকিস্তানের নাম উজ্জ্বল করার জন্য সোনার পদক পেতে যাচ্ছেন। পাকিস্তানের একটি সংস্থা তাঁকে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল দেওয়ার ঘোষণা দিয়েছে।

নাকভি সোনার পদকটি পাচ্ছেন এশিয়া কাপের ফাইনাল শেষে তাঁর আলোচিত–সমালোচিত ভূমিকার জন্য। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয়রা তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এর ফলে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ছাড়াই দেশে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। ‘আমার হাত থেকে না নিলে ট্রফিই দেব না’—এমন মনোভাব থেকেই ভারতকে না দিয়ে ট্রফি নিয়ে হোটেলে ফেরেন নাকভি।

ঘটনা সেখানেই শেষ হয়নি। নাকভি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ভারত যদি সত্যি সত্যিই ট্রফি নিতে চায়, তবে এসিসির সদর দপ্তরে এসে নিতে পারে। তাদের স্বাগতই জানানো হবে।’

অদৃশ্য ট্রফি নিয়ে ভারতীয়দের শিরোপা উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ