আগামী নভেম্বর থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এ কথা জানিয়েছেন। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে আজ সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, ‘আমরা আশা করি, নভেম্বর মাস থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাইমারি স্কুলগুলোর ৩১ লাখ শিশুকে দেশীয় ফলসহ ডিম, দুধ, কলা, পাউরুটি ও বিস্কুট দেওয়া হবে। সপ্তাহে পাঁচ দিন তারা এই খাবার পাবে। নভেম্বর মাসের ১৭ তারিখ এ ফিডিং কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে দারিদ্র্যের হার অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। নির্ধারিত ওই উপজেলার প্রতিটি স্কুলে খাবার দেওয়া হবে। তবে বান্দরবান ও কক্সবাজারের সব উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এই স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় থাকবে।’

আরও পড়ুন২০২৬ সালে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর২৫ অক্টোবর ২০২৫

মহাপরিচালক বলেন, ‘আশা করি, প্রতিটি স্কুলে ডিম, দুধ, কলা, পাউরুটি, উন্নত মানের বিস্কুট ও মৌসুমি ফল আমরা আমাদের শিশুদের সরবরাহ করতে পারব। মানসম্মত খাবার পেলে বাচ্চারা স্কুলে আরও বেশি মনোযোগী হবে। পুষ্টির যে চাহিদা, তা মিটবে। স্কুলে ঝরে পড়ার হার অনেক কমে যাবে।’

আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ২৬ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র

এছাড়াও পড়ুন:

সাভারে হত্যা মামলায় গ্রেপ্তার ২

ঢাকার সাভারে জমি নিয়ে বিরোধের জেরে আবু সাঈদ নামে একজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ অক্টোবর) রাতে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি মো. জালাল উদ্দিন। 

আরো পড়ুন:

বগুড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

বিআরডিবির হিসাবরক্ষক আনিছুর গ্রেপ্তার

এর আগে, ভোররাত ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার খালেদ মৃধাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বেড়াইদ এলাকার আলিজানের ছেলে কালাম (৩৫) ও মৃত মতি মিয়ার ছেলে সোলেমান (৪৫)।

গত ২২ অক্টোবর উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেনকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত নিবন্ধ