Prothomalo:
2025-10-27@13:27:28 GMT

রুভার জন্মদিনের উপহার

Published: 27th, October 2025 GMT

মুক্তমনের বাড়িতে আজ উৎসবের আমেজ। ঘরের দেয়ালে রঙিন কারুকাজ, টেবিলে সুগন্ধি ফুল আর মেঝেতে বিচিত্র আলপনা। সারা বাড়িতে বন্ধু ও অতিথিরা হাসিমুখে ঘুরে বেড়াচ্ছে।

আজ মুক্তমনের জন্মদিন। ঘরে হরেক রকম খাবার। পোলাও, কোরমা, মিষ্টি ও পিঠার গন্ধে ঘর ম ম করছে। কিন্তু মুক্তমনের মন ভালো নেই।

জন্মদিনে ওর বাবাটা পড়ে আছেন বাংলাদেশে। তিনি বাংলাদেশেই থাকেন। এক মাস পরপর কলকাতায় আসেন।

মা বললেন, ‘মন খারাপ কোরো না, সোনা। তোমার বাবা এবার আসতে পারল না। আগামী জন্মদিনে নিশ্চয়ই আসবে।’

মুক্তমনের মন তবু ভালো হয় না। সে মাকে খুব ভালোবাসে। বাবাকে ভালোবাসে আরও বেশি। বাবাকে তো ইচ্ছে হলেই সে দেখতে পায় না। কাছেও পায় না।

মেয়ের যেকোনো আনন্দে মা–বাবা আনন্দিত হন। সে একটু দুঃখ পেলে বা অসুস্থ হলে তাঁদের মন আনচান করে ওঠে। রাতে ঘুমাতে পারেন না। কেননা মুক্তমন তাঁদের সব আবেগ ও ভালোবাসার নাম।

মুক্তমন জানে, বাবা পৃথিবীর যেখানেই থাকুক, জন্মদিনে কলকাতায় ঠিকই ছুটে আসবেন।

সারা দিন সে ফোন করবে, ‘বাবা, তোমার আর কতক্ষণ লাগবে পৌঁছুতে?’

বাবা বলবেন, ‘এই তো, আসছি। তোমার জন্য কী গিফট আনব, মা?’

মুক্তমনের মা–বাবা দুজন পছন্দ করে বিয়ে করেছিলেন। বাবা বাংলাদেশের মানুষ। তিনি ফিল্ম ও ফটোগ্রাফি নিয়ে কলকাতায় পড়তে গিয়েছিলেন। সে অনেক দিন আগের কথা। বাবা নিজে লেখক ও পরিচালক। একবার মুক্তমন বলল, ‘বাবাই, তুমি এক মাস থাকো আর এক মাস আমার কাছে কেন থাকো না?’ বাবা বললেন, ‘আমাকে তো ঢাকা শহরে চাকরি করতে হয়, মা।’

মুক্তমন বলবে, ‘তুমি আমার কাছে এসো, তুমি এলে সেটাই আমার বেস্ট গিফট হবে, বাবা।’

বাবা এসে ঘরে ঢুকতেই মেয়ে তাঁর বুকে ঝাঁপিয়ে পড়বে।

মুক্তমনের মা–বাবা দুজন পছন্দ করে বিয়ে করেছিলেন। বাবা বাংলাদেশের মানুষ। তিনি ফিল্ম ও ফটোগ্রাফি নিয়ে কলকাতায় পড়তে গিয়েছিলেন। সে অনেক দিন আগের কথা। বাবা নিজে লেখক ও পরিচালক। তাঁর পছন্দের লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। বাবাকে মা প্রথম উপহার দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধেক জীবন’ বইটি।

মন খারাপ হলে, বাবার কথা মনে পড়লে মুক্তমন বইটা ছুঁয়ে দেখে। সে ভাবে, বাবা ছাড়া তার জীবনও অর্ধেক।

একবার মুক্তমন বলল, ‘বাবাই, তুমি এক মাস থাকো আর এক মাস আমার কাছে কেন থাকো না?’

বাবা বললেন, ‘আমাকে তো ঢাকা শহরে চাকরি করতে হয়, মা।’

‘চাকরি? আমি টাকা জমাচ্ছি। তোমাকে আমি টাকা দেব, তুমি আমার চাকরি করবে।’

বাবা অবাক হলেন, ‘কী চাকরি করব তোমার?’

মুক্তমনের দাদু বাড়িওয়ালা, তিনি বাড়িভাড়া থেকে প্রতি মাসে তাকে কিছু টাকা দেন।

মুক্তমন বলল, ‘কী চাকরি? তুমি আমার সঙ্গে খেলবে, গল্প করবে। আমি যখন পড়ব, তুমি পাশে বসে থাকবে। এটাই তোমার চাকরি।’

বাবা বললেন, ‘ঠিক আছে, ভেবে দেখব।’

‘না, ভেবে দেখা যাবে না। তুমি কাছে থাকলে আমার খুব ভালো লাগে। তুমি যখন থাকো না, তখন খুব মন খারাপ হয়।’

এটা সত্যি, মুক্তমনের বাবা বেশির ভাগ সময় মেয়ের কাছে থাকতে পারেন না। বাবার অবর্তমানে মা তখন একা দুর্গার মতো দশ হাত দিয়ে সবকিছু সামলে নেন।

মা একটা স্কুলে পড়ান। তিনিও মন ভরে মেয়েকে সময় দিতে পারেন না।

মেয়ের জন্মদিনে থাকতে না পেরে বাবারও মন ভালো নেই। বাবা তাকে বুঝিয়ে বলেছেন, ভিসা জটিলতায় তিনি আটকে গেছেন।

মেয়ের মন কি এতে শান্ত হয়? সে সারা দিন ফোন করেছে, ‘বাবা, তুমি সত্যি আসবে না?’

বাবা দীর্ঘশ্বাস ছাড়েন। তাঁর বুকটা ভেঙে যায়।

মুক্তমন একটু আগে ফোন করে বলল, ‘বাবাই, আজ আমার জন্মদিন, তুমি আসবে না?’

বাবা বললেন, ‘ছুটি পাইনি মা, এবার তো আসতে পারছি না।’

মেয়ে অভিমানী গলায় বলল, ‘এক দিনের জন্য এলে কী হয়?’

‘কিন্তু আমাকে যে ছুটি দেয়নি।’

‘কে তোমাকে ছুটি দেয়নি? তাকে ফোনটা দাও তো।’

‘কেন?’

‘বকে দেব।’

‘আমি এখন একটু ব্যস্ত আছি, মা। পরে কথা বলব, কেমন।’

বাবা ফোন কেটে দিলেন।

মুক্তমনদের বাড়িটা দমদম রেলস্টেশনের কাছেই। হুইসেল বাজিয়ে ট্রেন থামলে মনে হয়, ওই বুঝি বাবা এলেন। সে একবার জানালার ওপাশে উঁকি দিল। দাদু বললেন, ‘এসো ভাই, আমরা কেক কাটি।’ মুক্তমন সাড়া দিল না। মা ডাকলেন, ‘মুক্তমন, এসো।’ মুক্তমন তবু চুপ করে বসে থাকল। হঠাৎ কলবেল বেজে উঠল। ঘরে এত অতিথি, বসার আর জায়গা নেই। কে এল এই অসময়ে?

সন্ধ্যা হয়ে গেল। একটু পরই জন্মদিনের কেক কাটা হবে। বাড়িতে অতিথি ও ছেলেমেয়েরা হইহই করছে। মুক্তমনের মুখটা ভার। সে গালে হাত দিয়ে বিছানায় বসে আছে।

মুক্তমনদের বাড়িটা দমদম রেলস্টেশনের কাছেই। হুইসেল বাজিয়ে ট্রেন থামলে মনে হয়, ওই বুঝি বাবা এলেন। সে একবার জানালার ওপাশে উঁকি দিল।

দাদু বললেন, ‘এসো ভাই, আমরা কেক কাটি।’

মুক্তমন সাড়া দিল না।

মা ডাকলেন, ‘মুক্তমন, এসো।’

মুক্তমন তবু চুপ করে বসে থাকল।

হঠাৎ কলবেল বেজে উঠল। ঘরে এত অতিথি, বসার আর জায়গা নেই। কে এল এই অসময়ে?

দাদু দরজা খুলেই আনন্দে চিৎকার করে উঠলেন, ‘দাদুভাই, দেখে যাও, কে এসেছে।’

শুকনো মুখে তাকাল মুক্তমন। আন্দাজ করতে চাইল, কে? পারল না।

দরজা খুলেই কেউ বলল, ‘মামণি, তুমি কোথায়?’

ঝড়ের বেগে মুক্তমন ঘর থেকে বেরিয়ে এল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিনেমার ভঙ্গিতে সে ঝাঁপিয়ে পড়ল মানুষটার বুকে।

কে সেই মানুষ?

মানুষটা তার খুব প্রিয়। সে আর কেউ নয়, মুক্তমনের বাবা।

বাবা বললেন, ‘শুভ জন্মদিন, মামণি!’

মুক্তমনের চোখ ভিজে গেল। আনন্দে সে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারল না।

বাবাটা এত ভালো, এত বোকা, এত মিষ্টি, এত আপন! মুক্তমনের জন্য বাবা এমন সুন্দর ও অদ্ভুত সারপ্রাইজ জমা করে রেখেছিল, সে কল্পনাও করতে পারেনি।

কিছুক্ষণ পর মুক্তমন দেখল, বাবার পেছন পেছন এক বয়স্ক লোক ঢুকছেন। পাঞ্জাবি পরা লোকটার মাথায় সাদা চুল। চোখে মোটা ফ্রেমের চশমা। পেটটা বেশ বড়। মুখে দুষ্টুমি হাসি ঝুলে আছে। কে এই লোক?

‘সমরেশদা, আসুন। বসুন প্লিজ।’

বাবা লোকটাকে দাদা বলছে দেখে মুক্তমন অবাক হলো। সে ভালো করে তাঁকে দেখল।

বইয়ের আলমারির সামনে দুটো হাতলওয়ালা চেয়ার। একটাতে হেলান দিয়ে লোকটি বসলেন। চারপাশে তাকালেন। মুক্তমনের বন্ধু ও অতিথিরা সবাই চুপ হয়ে গেল।

মা এসে হাসিমুখে দাঁড়ালেন। দুজন বয়স্ক মহিলা এগিয়ে এসে বললেন, ‘দাদা, আপনার লেখা পড়ি। খুব ভালো লাগে। “সাতকাহন” পড়ে কতবার যে কেঁদেছি।’

পাঠকের এমন প্রতিক্রিয়ায় আসলে বলার কিছু থাকে না। সমরেশ মৃদুভঙ্গিতে হেসে দুহাত জোড় করে মাথা নোয়ালেন।

লোকটা বয়স্ক হলে কী হবে, মুক্তমন খেয়াল করল, কেমন ছোটমানুষের মতো করে সে হাসল। হাসিটা সুন্দর।

জন্মদিনের কেক কাটার আয়োজন একটু পিছিয়ে গেল।

লোকটি আদুরে গলায় বললেন, ‘এই যে লিটল মিস দত্ত, তোমাকে একটা কথা বলতে পারি, প্লিজ?’

মুক্তমন ফিক করে হেসে ফেলল, ‘ইয়েস, বলো।’

‘আমি কি একটা সিগারেট খেতে পারি?’

মুক্তমন ঠোঁট উল্টে অদ্ভুতভাবে তাকাল। বলল, ‘নো, ডিয়ার। সিগারেটের গন্ধ আমার একদম সহ্য হয় না। ব্যাড স্মেল হয়। সরি।’

সেই মুহূর্তে বাবা এলেন। মেয়ের পাশে বসে বললেন, ‘মুক্ত মা, ইনি হচ্ছেন সমরেশ মজুমদার। তিনি অনেক বড় লেখক। ওই যে তুমি চা–বাগানের একটা মেয়ের গল্প পড়েছিলে, বইটা তিনি লিখেছেন।’

মুক্তমন সহজ হয়ে এল।

বাবা বললেন, ‘তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। উনি তোমার এবারের জন্মদিনের সারপ্রাইজ।’

মুক্তমন খুশি হলো আর মিষ্টি করে হাসল।

সমরেশ মজুমদার বললেন, ‘ওকে ডিয়ার’; বলেই চেয়ার ছেড়ে দোতলার ব্যালকনিতে চলে গেলেন।

ধূমপান শেষ করে তিনি ঘরে ফিরে এলেন।

মুক্তমন বলল, ‘এই যে বুড়ো লেখক, শোনো.

..’

সমরেশ পাশ ফিরে তাকালেন, ‘হ্যাঁ, বলো।’

মুক্তমন মুখটা হাসি হাসি করে বলল, ‘আচ্ছা, তোমার পেটটা এত বড় কেন?’

সমরেশ মজুমদার অবাক। মেয়েটা বলে কী?

একটু সামলে নিয়ে তিনি বললেন, ‘এমন বড় পেট সবার থাকে না। যাদের থাকে, তারা ভাগ্যবান।’

মুক্তমন ভেংচি কেটে বলল, ‘ভাগ্যবান! কীভাবে?’

সমরেশ বললেন, ‘আমি কী করি, বলো তো?’

‘তুমি তো একজন লেখক। স্টোরি ও নভেল লেখো।’

‘এই তো বুঝতে পেরেছ। আমার পেটে অনেক লেখা আছে। সেই লেখা বই হয়ে বেরোবে। ধীরে ধীরে লেখা পেটে জমা হচ্ছে।’

মুক্তমন ঠোঁটে অদ্ভুত ভঙ্গি করে তাকাল। চোখ সরু করে বলল, ‘আমার বাবাও একজন লেখক। তার পেট তো এমন বড় নয়।’

সমরেশ বললেন, ‘ওর পেটে লেখা এখনো জমা হয়নি। সে জন্য ছোট।’

‘তুমি কি আমার বাবার নাম জানো?’

‘হুম, জানি।’

‘কিন্তু...’

‘কিন্তু কী?’

‘বাবা তো বলেছে, লেখার ভাবনা ও কল্পনা সব মাথায় থাকে। ধীরে ধীরে কলম বেয়ে খাতায় নেমে আসে।’

‘তোমার বাবা ঠিকই বলেছে। পেট থেকে লেখাগুলো মাথায় বদলি হয়ে যায়। সেখান থেকে কলম বেয়ে কাগজে নেমে আসে।’

‘যাও, তুমি ভারি দুষ্টু। বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যে গল্প বলছ।’

মুক্তমনের কথা শুনে সমরেশ মজুমদার হা হা করে হাসতে লাগলেন। হাসির দাপটে তার বড় পেটটা কাঁপতে লাগল।

মুক্তমন বলল, ‘উরি মা, তোমার পেটটা কী রকম কাঁপছে, দেখেছ?’

সমরেশ চোখেমুখে দুষ্টুমি ফুটিয়ে বললেন, ‘লেখাগুলোর এখন পেট থেকে মাথায় রওনা দেওয়ার সময় হয়েছে। সে কারণে কাঁপছে।’

মুক্তমন সন্দেহের চোখে লেখক সমরেশ মজুমদারের দিকে তাকিয়ে রইল।

মা এসে হাসিমুখে দাঁড়ালেন। দুজন বয়স্ক মহিলা এগিয়ে এসে বললেন, ‘দাদা, আপনার লেখা পড়ি। খুব ভালো লাগে। “সাতকাহন” পড়ে কতবার যে কেঁদেছি।’ পাঠকের এমন প্রতিক্রিয়ায় আসলে বলার কিছু থাকে না। সমরেশ মৃদুভঙ্গিতে হেসে দুহাত জোড় করে মাথা নোয়ালেন। লোকটা বয়স্ক হলে কী হবে, মুক্তমন খেয়াল করল, কেমন ছোটমানুষের মতো করে সে হাসল। হাসিটা সুন্দর।

বাবা ঘরে গিয়েছিলেন। বেরিয়ে এসে দেখলেন, মুক্তমনের মুখটা কেমন থমথমে। তিনি হাসিমুখে মেয়ের মাথায় হাত রেখে চেয়ারে বসলেন। বললেন, ‘কী হয়েছে, মা?’

মুক্তমন বলল, ‘এই লোকটা, উনি কি সত্যি একজন লেখক?’

বাবা হা হা করে হাসতে লাগলেন।

মুক্তমন বলল, ‘এত হেসো না। বেশি হাসি ভালো নয়।’

বাবা হাসি থামিয়ে বললেন, ‘হ্যাঁ মা, তিনি অনেক বড় লেখক।’

মুক্তমন বলল, ‘লেখকটা ভারি দুষ্টু। আর খুব মিথ্যে কথা বলে।’

বাবা বললেন, ‘তুমি কী করে বুঝলে?’

মুক্তমন আড়চোখে সমরেশ মজুমদারের পেটের দিকে তাকাল। বলল, ‘দেখো বাবা, ওনার পেটটা কত বড়!’

বাবা লজ্জা পেয়ে ফিক করে হেসে ফেললেন।

মুক্তমন বলল, ‘তিনি বলছেন, তাঁর পেটের ভেতরে নাকি অনেক লেখা জমা আছে। সে জন্য পেটটা এত বড়। সেই লেখা পেট থেকে ধীরে ধীরে মাথায় চলে যাবে। মাথা থেকে কল্পলোকে। সেখান থেকে কলম বেয়ে খাতায় নেমে আসবে। এটা কি সত্যি, বাবা?’

মেয়ের কথা শুনে বাবা হা হা করে হাসতে লাগলেন। হাসতে হাসতে তিনি চেয়ার থেকে নিচে পড়ে গেলেন। পড়ে গিয়ে আরও জোরে হাসতে লাগলেন।

মুক্তমনের মা ভেতর থেকে ছুটে এলেন। বললেন, ‘এই, তুমি নিচে পড়ে গেলে কীভাবে?’

মা ও বাবাকে দেখে মুক্তমন মুখে হাত চাপা দিয়ে হাসতে লাগল।

কিছুক্ষণ পর একটা কাজে বাবা ঘরের ভেতরে চলে গেলেন। আর মা চা-নাশতা নিয়ে এসে ছোট টেবিলে রাখলেন।

শিউলি ফুল আঁকা একটা কাপ এগিয়ে দিয়ে মা বললেন, ‘মামণি, এটা তোমার চা।’

চা খুব পছন্দ মুক্তমনের। সে মিষ্টি করে হেসে বলল, ‘থ্যাংক ইউ, মম।’

একটু পরে মা ঘর থেকে সমরেশ মজুমদারের একটা বই এনে বললেন, ‘দাদা, একটা অটোগ্রাফ দাও।’

চায়ের কাপ রেখে লেখক কী যেন লিখে দিলেন। মা বইটা হাতে নিয়ে চলে যেতেই সমরেশ পিরিচ থেকে কাটা পেয়ারা তুলে মুখে দিলেন। চিবুতে চিবুতে বললেন, ‘এই যে মিষ্টি মেয়ে, এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু তোমার নামটা তো জানা হলো না।’

‘আমার নাম মুক্তমন।’

‘মুক্তমন? এটা কোনো নাম হলো? তেমন ভালো লাগছে না।’

মুক্তমন রাগী চোখে তাকাল। ওর ফরসা সুন্দর মুখটা লাল হয়ে উঠল।

সমরেশ হাসতে গিয়েও সামলে নিলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, ‘তোমার নামটা সুন্দর। তবে অদ্ভুত। এমন নাম আমি কখনো শুনিনি।’

মুক্তমন একটু হাসল, ‘আমার এই নামের পেছনে একটা গল্প আছে।’

‘কী গল্প?’

‘আমার নামটা কে রেখেছে, জানো?’

‘কে?’

‘আমার বাবা রেখেছেন। বাবা ঈশ্বরের কাছে চেয়েছেন, তাঁর মেয়ের মনটা যেন বড় আর উদার হয়, মানবিক মানুষ হয়।’

সমরেশ খুশির গলায় বললেন, ‘বাহ। এ তো খুব সুন্দর প্রার্থনা।’

‘এই শোনো, তোমার লেখা অনেক গল্প আমি পড়েছি। খালি দুষ্টু দুষ্টু কথা।’

সমরেশ মজুমদার অবাক, ‘দুষ্টু কথা?’

‘নয় তো কী? ছোটদের এত সাহস কি ভালো?’

মুক্তমন গল্পের বই পড়তে ভালোবাসে। তবে শুনতে বেশি পছন্দ করে। বাবার কাছে সমরেশ মজুমদারের লেখা গল্প শুনে সে খুব আনন্দ পেয়েছিল। ডুয়ার্সের চা–বাগানের দুষ্টু শেয়ালের গল্প।

সমরেশকে সে কথা বলতেই তিনি শেয়ালের মতো ‘হুক্কা হুয়া হু হু’ ডেকে উঠলেন।

মুক্তমন ঝরনার মতো কলকল করে হেসে উঠল।

মা ঘর থেকে বেরিয়ে এলেন। বললেন, ‘কী হয়েছে, মুক্তমন?’

সমরেশ বললেন, ‘শেয়ালকে নিয়ে লেখা আমার গল্প তোমার মেয়ে খুব পছন্দ করেছে। আমি শেয়ালের ডাক ডেকেছি, অমনি সে হেসে উঠেছে।’

সমরেশের কথায় মা হেসে ফেললেন।

মুক্তমন বলল, ‘জানো, আমার আরও একটি নাম আছে।’

‘কী নাম?’

‘রুভা।’

‘রুভা তোমারই নাম?’

‘হুম। কিন্তু তুমি খুব অবাক হচ্ছ যে?’

‘অবাক হচ্ছি, কারণ তুমি তো আমার চেয়েও বিখ্যাত।’

মুক্তমন অবাক। ‘কীভাবে?’

‘তোমার বাবা যে সিনেমা বানায়, রুভা মুভিজ থেকে সেই সিনেমা পরিবেশিত হয়। যতদূর মনে পড়ছে “অনুপ্রবেশ” নামে একটি ফিল্ম বানিয়েছিল, সেখানে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।’

‘সৌমিত্র? ওই যে লম্বা করে বুড়ো লোকটা?’

‘বুড়ো লোক? হা হা হা। বুড়ো হলেও তিনি খুবই আধুনিক। আর স্মার্ট। কী সুন্দর করে কথা বলেন। এমন লোক কখনো বুড়ো হয় না।’

‘তাই বুঝি?’

সমরেশ বললেন, ‘হ্যাঁ। তুমিও তো বিখ্যাত মেয়ে।’

‘বিখ্যাত মানে কী?’

সমরেশ মাথা চুলকে বললেন, ‘বিখ্যাত মানে, ধরো সুন্দর একটা কাজ বা কোনো গুণের কারণে বহু মানুষ তাকে চেনে।’

রুভা ঠোঁট টিপে হাসল।

সমরেশ মজুমদার হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পেছনে রাখা হাত দুটো বের করে বললেন, ‘শুভ জন্মদিন, রুভা সোনা।’

মুক্তমন বলল, ‘থ্যাংক ইউ।’

‘এই নাও, তোমার জন্মদিনের উপহার।’

মুক্তমন চেয়ার থেকে জলদি করে নামল। তার চোখেমুখে আনন্দ উপচে পড়ছে। সে ঠোঁট টিপে আড়চোখে তাকাল। দেখল, লেখক কয়েকটি লাল গোলাপ, চকলেট ও আইসক্রিম ধরে আছেন।

লজ্জায় সে কিছুক্ষণ কথা বলতে পারল না।

লেখকেরা কি মনের কথা পড়তে পারেন? তিনি মুক্তমনের মাথায় হাত রেখে বললেন, ‘আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও।’

‘থ্যাংক ইউ গুড বয়। না না, গুড বুড়ো।’

‘আমি বুড়ো হয়ে গেছি? মাথার চুল পাকলেই কি লোকে বুড়ো হয়?’

‘হয় না? ঠিক আছে, তুমি বুড়ো নও। ইউ আর আ গুড বয়।’

ডোরবেল বেজে উঠল।

সমরেশ মজুমদার পকেট থেকে মুঠোফোন বের করে সময় দেখলেন। বললেন, ‘একটা জরুরি কাজ আছে। আমাকে এখন উঠতে হবে।’

মুক্তমন আদুরে গলায় বলল, ‘জন্মদিনের কেক না কেটে তুমি কিছুতেই যেতে পারবে না।’

মা ও বাবা একসঙ্গে বসার ঘরে ঢুকলেন। মেয়ের মুখটা ভার দেখে বললেন, ‘কী হয়েছে?’

‘মা দেখো, কেক না কেটেই বুড়োটা চলে যাচ্ছে।’

মেয়ের কথায় মা–বাবা দুজনই হেসে উঠলেন।

মা বললেন, ‘এই, সবাই এসো। এখনই জন্মদিনের কেক কাটা হবে।’

মুক্তমন, সমরেশ মজুমদার ও অতিথিরা গোল হয়ে দাঁড়াল। কেকের ওপর মোমবাতি ও রঙিন আলো জ্বলে উঠল। সবাই সুর করে একসঙ্গে গাইল—

‘হ্যাপি বার্থডে টু ইউ...’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমর শ বলল ন ল ন ম ক তমন ম ক তমন র ব ম ক তমন র ম ম ক তমন স কলক ত য় সমর শ ম স ন দর এক ম স আম র ব ল গল ন বয়স ক একব র ন বলল র একট আনন দ ন একট

এছাড়াও পড়ুন:

সংবাদের বিষয়বস্তু প্রায় ৪৫ শতাংশ ভুলভাবে উপস্থাপন করে এআই সহকারী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা যায়। আর তাই বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই-মেইল থেকে শুরু করে গবেষণাপত্র, পত্রিকার কলাম লেখায় এআইয়ের ব্যবহার বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই সহকারীর মাধ্যমে ওয়েবসাইটে থাকা সংবাদের বিস্তারিত তথ্য সংক্ষেপে জানার সুযোগ থাকা অনেকেই নিয়মিত এআইয়ের মাধ্যমে বিভিন্ন তথ্য জেনে থাকেন। কিন্তু সম্প্রতি ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) ও বিবিসির পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, এআই সহকারীগুলো প্রায় ৪৫ শতাংশ সংবাদের বিষয়বস্তু ভুলভাবে উপস্থাপন করেছে। এই ভুল ভাষা বা অঞ্চল নির্বিশেষে দেখা গেছে। গবেষণায় ১৪টি ভাষার সংবাদ ব্যবহার করা হয় এবং ১৮ দেশের ২২টি গণমাধ্যম অংশ নেয়।

বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি বা পারপ্লেক্সিটির প্রায় তিন হাজার প্রতিক্রিয়া মূল্যায়ন করেন, যার মধ্যে রয়েছে নির্ভুলতা, উৎস, মতামত থেকে তথ্যের পার্থক্য ও প্রেক্ষাপট বিশ্লেষণ। দেখা গেছে, এখন পর্যন্ত বিভিন্ন এআই টুলের মাধ্যমে পাওয়া প্রায় ৪৫ শতাংশ উত্তরে কমপক্ষে একটি ভুল রয়েছে। প্রায় ৩১ শতাংশ উত্তরে গুরুতর উৎসভিত্তিক সমস্যা রয়েছে, যেখানে অনেক সংবাদে উৎস অনুপস্থিত বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। সবচেয়ে বেশি সমস্যা পাওয়া গেছে গুগলের তৈরি জেমিনি এআইয়ে। এআই সহকারীটির ৭৬ শতাংশ উত্তরে উল্লেখযোগ্য ত্রুটি ছিল, যা অন্য এআই সহকারীগুলোর তুলনায় দ্বিগুণের বেশি।

অনেকেই এআই সহকারীকে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করছেন। রয়টার্স ইনস্টিটিউটের ডিজিটাল নিউজ রিপোর্ট ২০২৫ অনুসারে, অনলাইনে সংবাদ পড়েন, এমন গ্রাহকদের ৭ শতাংশ সংবাদ পেতে এআই সহকারী ব্যবহার করেন। এই ব্যবহারকারীদের মধ্যে ২৫ বছরের কম বয়সীদের সংখ্যা এখন ১৫ শতাংশের মতো। এ বিষয়ে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের মিডিয়া ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টর জেনারেল জিন ফিলিপ ডি টেন্ডার বলেন, ‘গবেষণায় দেখা যাচ্ছে, বিভিন্ন টুলসের ব্যর্থতা বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব ভুল পদ্ধতিগত, আন্তসীমান্তনির্ভর ও বহুভাষিক। আমরা মনে করছি, এআইয়ের ভুল গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থাকে দুর্বল করছে। যখন লোকেরা কী বিশ্বাস করবে, তা জানে না, তখন তারা কোনো কিছুতেই বিশ্বাস করে না। এতে নাগরিকদের গণতান্ত্রিক অংশগ্রহণে বাধা তৈরি হতে পারে।’

বিবিসির প্রোগ্রাম ডিরেক্টর পিটার আর্চার বলেন, ‘আমরা এআই ও তা কীভাবে দর্শকদের সামনে আরও বেশি মূল্য তৈরি করবে, তা নিয়ে আগ্রহী। পাঠকেরা আসলে লোকেরা যা পড়ে, দেখে তা বিশ্বাস করে। কিছু উন্নতি হলেও এটা স্পষ্ট যে অনেক এআই টুলসে সমস্যা রয়েছে। আমরা চাই এসব টুল সফল হোক। আমরা দর্শক ও বিভিন্ন এআই কোম্পানির সঙ্গে কাজ করার জন্য আগ্রহী। এরই মধ্যে গবেষক দল এআই–সংশ্লিষ্ট সমস্যা সমাধানের জন্য একটি টুলকিট তৈরি করেছেন।

সূত্র: বিবিসি

সম্পর্কিত নিবন্ধ