অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মাঠের মানুষ। তবে বিনোদন–দুনিয়ার সঙ্গেও তাঁর যোগ আছে। টিকটক দিয়ে সাড়া ফেলার পর তাঁর অভিনয়ে অভিষেক হয়ে গেছে দক্ষিণ ভারতীয় সিনেমায়। আজ ওয়ার্নারের জন্মদিন। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস, এনডিটিভি অবলম্বনে জেনে নেওয়া যাক অন্য ওয়ার্নারের খবর।
টিকটকে ওয়ার্নার আলোচনায় আসেন করোনাকালে। মানুষ যখন ঘরবন্দী, তখন তাঁর করা মজার ভিডিও আনন্দ দিয়েছে। কোনো কোনো ভিডিওতে তাঁকে দেখা গেছে হিন্দি গানের তালে নাচতে।

ওয়ার্নার তাঁর মেয়েদের অনুরোধে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আসেন, তার পর থেকে তিনি হয়ে উঠেছেন টিকটকরের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার।

নতুন লুকে ডেভিড ওয়ার্নার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় বন্দরের আলিফ নিহত

নরসিংদীতে মোটর সাইকেল দূর্ঘটনায় সুতার গদিতে চাকুরিরত বন্দরের যুবক আলিফ (২৮) নিহত হয়েছে।  এ সময় নিহত যুবকের চাচা কিবরিয়া (৩৮) মারাত্মক ভাবে জখম হয়।  

স্থানীয়রা আহতকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় নরসিংদী জেলার মাধবদী থানার   ঢাকা টু সিলেট মহাসড়কের পাঁচদনা  এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী যুবক আলিফ বন্দর থানার খানবাড়ী দিঘিরপাড়স্থ মোল্লাবাড়ী এলাকার খোকন মিয়ার ছেলে ও ১ সন্তানের জনক।সোমবার (২৭ অক্টোবর) সকালে নিহত আলিফের নামাজের জানাযা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। 

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, আলিফ শহরের একটি সুতার গদিতে দীর্ঘ দিন ধরে  চাকুরি করে আসছিল। গত রোববার সন্ধ্যায় সুতা বিক্রি তাগেদা দিয়ে বাড়ী ফেরার পথে মাধবদী থানার পাঁচদনা এলাকায়  সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই আলিফ নিহত হয় এবং তার চাচা কিবরিয়া মারাত্মক ভাবে জখম হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ