দুজনেই পশ্চিমবঙ্গের সিনেমার আলোচিত মুখ। কথা হচ্ছে সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যের। ওটিটি প্ল্যাটফর্ম হোক বা বড় পর্দা, বহুবার দর্শক জুটিতে দেখেছেন দুজনকে। ওয়েব সিরিজে ‘ব্যোমকেশ’ অনির্বাণের ‘সত্যবতী’ সোহিনী। অনির্বাণ আর সোহিনী প্রেম করেছেন, এই গুজব অনেকবারই শোনা গেছে। কিন্তু সত্যিটা আসলে কী?
২০১৯ সালের দিকে প্রথমবার দুজনের প্রেমের গুঞ্জন রটেছিল। সেই গুঞ্জনে অবশ্য সিলমোহর দেননি তাঁরা। বরং সোহিনী শুধুই তাঁর ভালো বন্ধু এমনটা বহুবার বলতে শোনা গেছে অনির্বাণকে। কিন্তু সব জল্পনায় পানি ঢেলে সোহিনী এত দিনে স্বীকার করলেন নিজেদের অতীত সম্পর্কের কথা।

বর্তমানে টলিপাড়ায় ‘একঘরে’ অনির্বাণ। তাঁর হাতে কাজ নেই। ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব ঘিরে তৈরি জটিলতার কারণেই নাকি কাজহারা অনির্বাণ। বন্ধু-সহকর্মী সোহিনীর কাছে এই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে। সোহিনী জবাবে বলেন, ‘শুধু ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।’

অনির্বাণ ও সোহিনী। কোলাজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন র ব ণ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানরত অবস্থায় ধরা পড়লে ৩০০ টাকা জরিমানা এবং মাদকসহ ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। আজ সোমবার জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে এই নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ