হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের আরোহী দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেট এলাকায় ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন জেলার নবীগঞ্জ উপজেলার জনতরী গ্রামের দিলারা বেগম (৩০) ও একই জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের উর্মি আখতার (১৮)। তাঁরা স্থানীয় বাদশা গ্রুপের কারখানার নিয়মিত শ্রমিক ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, নিহত শ্রমিকেরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। সকালে ব্যাটারিচালিত ইজিবাইকে তাঁরা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগা গেট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে ৪০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নওগাঁয় বিএডিসি ডিলারের বিরুদ্ধে সার পাচারের অভিযোগ, ১৬০ বস্তা সার জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলার সদর ইউনিয়নের বিএডিসির এক ডিলারের বিরুদ্ধে সার পাচারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে গুদাম থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় উপজেলার পূর্ব বাজার এলাকা থেকে ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) টিএসপি সার জব্দ করেন এলাকার লোকজন।

পরে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এসব সার থানা হেফাজতে রাখা হয়। অভিযুক্ত ডিলারের নাম লিপি রানী সরকার। তিনি ২০২৩ সালে মারা গেছেন। তাঁর ছেলে বিবেক কুমার সরকার ব্যবসা দেখাশোনা করেন। তাঁদের বাড়ি নওগাঁ শহরের কালীতলা এলাকায়। ধামইরহাট সদর ইউনিয়নের জন্য বিএডিসি অনুমোদিত ওই সার ডিলারের প্রতিষ্ঠানের নাম মেসার্স সরকার ট্রেডার্স। ধামইরহাট পৌর বাজার এলাকায় প্রতিষ্ঠানটির গুদাম অবস্থিত।

থানা–পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে মেসার্স সরকার ট্রেডার্সের গুদাম থেকে ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। পূর্ব বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে দিয়ে সারবোঝাই ট্রাক্টরটি জব্দ করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ধামইরহাট উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও থানা–পুলিশ সেখানে গিয়ে সারসহ ট্রাক্টরটি জব্দ করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, বিএডিসির বরাদ্দ করা সার গোপনে অন্যত্র মজুত বা পাচারের চেষ্টা করা হচ্ছিল। এর আগেও এই ডিলার এ ধরনের কাজ করেছেন। এই ইউনিয়নের জন্য বরাদ্দ করা অন্যত্র পাচার হয়ে যাওয়ায় এলাকায় সারসংকট চলছে। ডিলারের কাছে গেলে কৃষকেরা সার পান না। অথচ বাইরে খোলা বাজারে বিভিন্ন দোকানে সার কিনতে পাওয়া যায়। ওই সব দোকান থেকে কৃষকদের বেশি দামে সার কিনতে হয়। সার পাচার কার্যক্রম বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। সার পাচারের অভিযোগে লিপি রানী সরকারের ডিলারশিপ বাতিলের দাবি জানান এলাকাবাসী।

সার জব্দের বিষয়ে বিবেক কুমার সরকার বলেন, ‘গুদাম থেকে অন্যত্র সার নিচ্ছিলাম, এ কথা সঠিক নয়। বিএডিসি গুদাম থেকে সার উত্তোলন করে ধামইরহাটে গুদামে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি যেতে যেতে রাত হয়ে যায়। কিছু লোক ভুল বুঝে সার জব্দ করে থানায় দেয়। আমাদের কাছে বিএডিসি গুদাম থেকে সার উত্তোলন, বৈধ গন্তব্য ও বিতরণ সংক্রান্ত সব কাগজ আছে।’

এ বিষয়ে ধামইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, ‘জব্দ করা সারের বৈধ গন্তব্য ও বিতরণপত্র দেখাতে না পারায় তা থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সার পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সার ডিলারের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ