৯১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রন হক শিকদার ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা
Published: 6th, February 2025 GMT
চার প্রতিষ্ঠানের নামে ৯১০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক শিকদার এবং দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ভুয়া তথ্য দিয়ে ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ৪৯০ কোটি ঋণ নেওয়ার পর তা আত্মাসাৎ করা হয়েছে। মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানের নামে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে আত্মাসাৎ করা হয়েছে ৩০০ কোটি টাকা। এ ছাড়া প্রকৃতি অ্যাসোসিয়েট ও দ্য ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে ১২০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মাসাৎ করা হয়েছে।
দুদক সূত্র বলছে, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন শিকদার এবং দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক ও হাসান টেলিকম লিমিটেডের শেয়ার হোল্ডার আরিফ হাসানসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা রয়েছেন।
মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মাসাতের মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক শিকদার, রিক হক শিকদারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা ন্যাশনাল ব্যাংক ও মরিয়ম কনস্ট্রাকশনের সাবেক ও বর্তমান কর্মকর্তা।
এ ছাড়া প্রকৃতি অ্যাসোসিয়েটস লিমিটেডের নামে ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ৮০ কোটি টাকা আত্মসাতের মামলায় ১৪ জনকে এবং দ্য ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে কুয়াকাটা শাখা থেকে ৪০ কোটি টাকা আত্মসাতের মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের সাবেক চার পরিচালক, দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ন্যাশনাল ব্যাংকের কোনো কোনো কর্মকর্তাকে এই মামলাগুলোয় একাধিকবার আসামি করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ৎ কর
এছাড়াও পড়ুন:
৯ জনের মায়োর্কার জালে তিন গোলে শুরু বার্সার
প্রথমার্ধে নির্ধারিত সময় শেষে তখন অতিরিক্ত ৭ মিনিটের খেলা চলছিল। ক্যামেরা গ্যালারিতে ধরতেই দেখা গেল রিয়াল মায়োর্কার জার্সি পরা অল্প বয়সী ছেলেটি কাঁদছে। পাশের একজন গা সাপটে সান্ত্বনা দিলেন। ছেলেটি হয়তো কল্পনাও করেনি, ঘরের মাঠে লা লিগার নতুন মৌসুমে শুরুতেই দুঃস্বপ্ন দেখতে হবে!
২৩ মিনিটের মধ্যে দুই গোল হজম করেছে মায়োর্কা। এই যন্ত্রণায় ‘বোনাস’ দুটি লাল কার্ড। সেটাও ম্যাচের ৩৯ মিনিটের মধ্যে! মায়োর্কার জন্য এরপর আর ম্যাচের কী থাকে!
বার্সেলোনার জন্য কাজটা কঠিন কিছু ছিল না। গত মৌসুমে লিগে ১০২ গোলের পথে শিরোপা জিতে প্রাক মৌসুমে ৪ ম্যাচে করেছে ২০ গোলে। লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ থেকেই বার্সা গোলের ‘গাড়ি’ ছোটাবে সেটাই তো প্রত্যাশিত। শুরুটা কিন্তু তেমনই ছিল। ৭ মিনিটে রাফিনিয়ার গোলের পর ২৩ মিনিটে ফেরান তোরেসের গোলে আরও অনেক গোল দেখানোর পূর্বাভাস দিয়েছিল হ্যান্সি ফ্লিকের দল। কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল পেয়েছে মাত্র একটি। যোগ করা সময়ের ৪ মিনিটে গোল করেন লামিনে ইয়ামাল। ৩-০ গোলের জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল কাতালান ক্লাবটি।
সেই মিশনে মার্কাস রাশফোর্ডকে প্রথম ম্যাচ থেকেই পেয়েছে বার্সা। স্থানীয় সময় সকালে লা লিগায় নিবন্ধিত হয়ে ম্যাচে নেমেছেন ৬৯ মিনিটে তোরেসের বদলি হয়ে।
বিস্তারিত আসছে…।