ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) অবশেষে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা দিয়ে বলেন, রেপো রেট ৬ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। শুক্রবার সকালে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
রিজার্ভ ব্যাংকের ঋণনীতি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত হয়। সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। গত দুই বছর আরবিআই রেপো রেট অপরিবর্তিত রেখেছিল। ২০২০ সালের মে মাসে লকডাউন চলার সময় শেষবার রেপো রেট কমেছিল। এর প্রায় পাঁচ বছর পর আবার তা কমলো।
রেপো রেট হলো সেই সুদের হার, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয়। রেপো রেট কমলে তা সরাসরি ব্যাংকগুলোর ঋণের সুদের হারের ওপর প্রভাব ফেলে। ফলে, সেই ব্যাংকগুলোর ঋণ নেওয়া সহজ হয়ে যায় এবং তাদের মাসিক কিস্তির পরিমাণ কমে যায়। সূত্র: রয়টার্স।
উৎস: Samakal
কীওয়ার্ড: র ট কম
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//