ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) অবশেষে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা দিয়ে বলেন, রেপো রেট ৬ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। শুক্রবার সকালে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
রিজার্ভ ব্যাংকের ঋণনীতি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত হয়। সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। গত দুই বছর আরবিআই রেপো রেট অপরিবর্তিত রেখেছিল। ২০২০ সালের মে মাসে লকডাউন চলার সময় শেষবার রেপো রেট কমেছিল। এর প্রায় পাঁচ বছর পর আবার তা কমলো।
রেপো রেট হলো সেই সুদের হার, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয়। রেপো রেট কমলে তা সরাসরি ব্যাংকগুলোর ঋণের সুদের হারের ওপর প্রভাব ফেলে। ফলে, সেই ব্যাংকগুলোর ঋণ নেওয়া সহজ হয়ে যায় এবং তাদের মাসিক কিস্তির পরিমাণ কমে যায়। সূত্র: রয়টার্স।
উৎস: Samakal
কীওয়ার্ড: র ট কম
এছাড়াও পড়ুন:
গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকিরুল ইসলাম ইউনিয়ন ছাত্রদলের লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক এমপি আবুল কালাম আজাদের সঙ্গে ঘনিষ্ঠ থেকে বিগত সরকারের নানা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি নাশকতার উদ্দেশে লোকজন জমায়েতের পরিকল্পনা করে আসছিল। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।