হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। গতকাল শুক্রবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বাধা পাওয়ার পর এমন পদক্ষেপ নিল সংবাদ সংস্থাটি।

এপির মামলায় বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনীতে মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ‘মেক্সিকো উপসাগরের’ নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার জন্য একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ওই আদেশ অনুসরণ করতে অস্বীকৃতি জানায় এপি। এরপর ১০ দিন আগে থেকে তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এপির প্রতিবেদকদের।

মামলায় নাম আসা তিনজন হলেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা সুসান ওয়াইলস, উপপ্রধান কর্মকর্তা টেইলর বুদোউইচ ও প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। গতকাল ওয়াশিংটনে এক সম্মেলনে লেভিট বলেন, ‘আমরা মনে করি আমরা সঠিক দিকেই আছি। হোয়াইট হাউসে প্রতিদিন যেন সত্য ও নির্ভুলতা বিদ্যমান থাকে, তা আমরা নিশ্চিত করব।’

এদিকে নিজেদের নীতিমালায় এপি উল্লেখ করেছে—মেক্সিকো উপসাগর নামটি ৪০০ বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে। এই উপসাগরের নতুন যে নাম ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন, সেটি মেনে নেওয়ার পাশাপাশি উপসাগরটির আসল নামই ব্যবহার করবে এপি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্বপ্ন ছুঁতে শ্রীলঙ্কায় ফারিয়া

নীল সমুদ্র, সোনালি আকাশ আর বাতাসে দুলতে থাকা নারকেল গাছের ফাঁকে দাঁড়িয়ে হাসছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শ্রীলঙ্কার স্বপ্নীল দ্বীপ মিরিসার কোকোনাট হিল এখন তার অবকাশযাপনের ঠিকানা। নিজের ভ্রমণের মুহূর্তগুলো তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

কালো পোশাক, কাঁধে ঝোলানো ছোট ব্যাগ আর মুখভর্তি মিষ্টি হাসি—এই ছবিতেই যেন ফারিয়ার উড়ন্ত মন ধরা পড়ে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা তার সেই চিত্র মন কেড়েছে অনুরাগীদের। কেউ লিখেছেন—‘সুন্দর জায়গায় সুন্দর মানুষ’, আরেকজন জানতে চেয়েছেন—‘আপনি নাটকে অভিনয় করেন না কেন?’ 

আরো পড়ুন:

আমার লুকিয়ে রাখা বাচ্চা এনে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দেব: তিশা

জায়েদ খানের অতিথি তানজিন তিশা

ছবির ক্যাপশনেও ফারিয়া ছিলেন কাব্যিক। লিখেছেন, “একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’—যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।”   

আরো একটি স্বপ্নপূরণ হলো বলে জানান এই অভিনেত্রী। লিখেছেন, “আরেকটা স্বপ্নপূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।” 

শবনম ফারিয়া বিজ্ঞাপনচিত্র দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করলেও দর্শকের ভালোবাসা পান নাটকে অভিনয়ের মাধ্যমেই। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক। এরপর অসংখ্য নাটকে দর্শকদের মন জয় করেন তিনি। 

এখন হয়তো তিনি অভিনয়ে অনিয়মিত, তবে ক্যামেরার বাইরেও তার জীবনজুড়ে আছে গল্প, স্বপ্ন আর ভ্রমণ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ