কোচ বললেন ফাহামিদুল ‘রেডি না’, সুর মেলালেন জামালও
Published: 19th, March 2025 GMT
ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে সৌদি আরব ক্যাম্পের পর বাদ দেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই দেশে ফেরেন জামাল ভুঁইয়ারা।
ফাহামিদুলকে দলে না রাখায় ফুটবলের কয়েকটি সমর্থক গ্রুপ আন্দোলন করে। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে লং মার্চের ঘোষণাও দেয়।
আরো পড়ুন:
বাংলায় কথা বললেন হামজা
বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়ে নারী ফুটবল দল ঘোষণা
হামজা চৌধুরীকে নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ করে ফাহামিদুলকে নিয়ে সরব হয়ে ওঠেন ফুটবল ভক্তরা। ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও ফাহামিদুলকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন হয়।
বাদ দেওয়ার কারণ নিয়ে কোচ কাবরেরা বলেন, “তার বয়স ১৮ বছর। সে আমাদের বিবেচেনায় আছে। কিন্তু এই মুহুর্তে জাতীয় দলের জন্য প্রস্তুত না। সে আমাদের সঙ্গে থাকবে ভবিষ্যতে।”
তাকে ভারতের বিপক্ষে বিবেচনা করা হবে কী না, এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন, “না, এই মুহুর্তে না। সে ইতালি ফিরে গেছে।”
এদিকে কোচকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল বলেন, “কোচ একটা কথা বলেছে, ফাহমিদুল এই মুহুর্তে রেডি না। এটাকে আমাদের সমর্থন দিতে হবে।”
এদিকে সংবাদ সম্মেলন শেষে বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন সমর্থকরা। বাফুফে সভাপতিও কোচের সিদ্ধান্ত নিয়ে তাদের বোঝান।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল
এছাড়াও পড়ুন:
১ মাসেও দায়িত্ব বুঝে পাননি বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিদের্শনার পরও বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বুজে পাননি সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন।
গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো: মাঈন উদ্দিন সাক্ষরিত এক চিঠিতে (স্মরক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১০৫.২৭.০০৪৩.২৩.৯১২) তাকে বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিশেবে দায়িত্ব প্রদান করা হয়।
স্মারকে উল্লেখ করা হয়, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন।
বর্ণিত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০২.০০৩.২৪-১০০ তারিখ: ২৩/০৪/২০২৫ খ্রি. মোতাবেক “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ এর স্পষ্টীকরণ ও সংশোধন” এর ১১.২২ অনুযায়ী এবং শিক্ষা মন্ত্রণালয়ের ০৫/০২/২০২৪ খ্রি. এর পরিপত্র অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করতঃ অত্র অধিদপ্তরকে ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্মারকের অনুলিপি দেয়া হয়েছে, পরিচালক, পরিচালকের দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল, ঢাকা। আঞ্চলিক উপপরিচালক, বিদ্যালয় ও পরিদর্শন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল, ঢাকা।
সিনিয়র সিস্টেম এনালিস্ট (অতিরিক্ত দায়িত্ব), ইএমআইএস সেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ। অধ্যক্ষ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, বন্দর, নারায়ণগঞ্জ। এবং সংরক্ষণ নথি, বেসরকারি কলেজ শাখা, মাউশি অধিদপ্তর।
উল্লেখিত নির্দেশনার এক মাস পেরিয়ে গেলেও মো: ইসমাইল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসতে পারছেন না। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য গত ১ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন মো: ইসমাইল হোসেন। কিন্তু তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আতিকুর রহমান জানান, আমি একদিন বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের গিয়েছিলাম। তখন শুনেছি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নতুন একজন নিয়োগ হওয়ার কথা।
পরবর্তীতে কি হয়েছে আমি জানি না। তবে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেন। তিনি বিস্তারিত বলতে পারবেন। আমি নিজেও খোঁজ নিচ্ছি।
বন্দর উপজেলা মাধ্যমিক অফিসার মো: আব্দুল কাইয়ুম খান বলেন, স্কুলের সভাপতি এডিসি জেনারেল। সভাপতি মহোদয় দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা। এ বিষয়ে সভাপতি মহোদয় বলতে পারবেন।
পরে এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।