কোচ বললেন ফাহামিদুল ‘রেডি না’, সুর মেলালেন জামালও
Published: 19th, March 2025 GMT
ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে সৌদি আরব ক্যাম্পের পর বাদ দেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই দেশে ফেরেন জামাল ভুঁইয়ারা।
ফাহামিদুলকে দলে না রাখায় ফুটবলের কয়েকটি সমর্থক গ্রুপ আন্দোলন করে। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে লং মার্চের ঘোষণাও দেয়।
আরো পড়ুন:
বাংলায় কথা বললেন হামজা
বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়ে নারী ফুটবল দল ঘোষণা
হামজা চৌধুরীকে নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ করে ফাহামিদুলকে নিয়ে সরব হয়ে ওঠেন ফুটবল ভক্তরা। ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও ফাহামিদুলকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন হয়।
বাদ দেওয়ার কারণ নিয়ে কোচ কাবরেরা বলেন, “তার বয়স ১৮ বছর। সে আমাদের বিবেচেনায় আছে। কিন্তু এই মুহুর্তে জাতীয় দলের জন্য প্রস্তুত না। সে আমাদের সঙ্গে থাকবে ভবিষ্যতে।”
তাকে ভারতের বিপক্ষে বিবেচনা করা হবে কী না, এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন, “না, এই মুহুর্তে না। সে ইতালি ফিরে গেছে।”
এদিকে কোচকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল বলেন, “কোচ একটা কথা বলেছে, ফাহমিদুল এই মুহুর্তে রেডি না। এটাকে আমাদের সমর্থন দিতে হবে।”
এদিকে সংবাদ সম্মেলন শেষে বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন সমর্থকরা। বাফুফে সভাপতিও কোচের সিদ্ধান্ত নিয়ে তাদের বোঝান।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫