মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
Published: 29th, April 2025 GMT
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি বলেন, স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন।
পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, পুলিশ বাহিনীকে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে।
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সূত্র-বাসস
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিসি জাহিদুল ইসলাম পেলেন 'শ্রেষ্ঠ জেলা প্রশাসক' সম্মাননা স্মারক
কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক 'শ্রেষ্ঠ জেলা প্রশাসক' সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সংগঠনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল ও যুগ্ম মহাসচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ এই সম্মাননা হস্তান্তর করেন। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জানায়, 'শ্রেষ্ঠ জেলা প্রশাসক' সম্মানটি দেওয়া হয়েছে তার জনসেবা, উন্নয়নমূলক কাজ এবং কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি হিসেবে। এই সম্মাননার মাধ্যমে অন্যদেরও জনকল্যাণমুখী কাজে উৎসাহিত করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, একটি জেলার উন্নয়নে জেলা প্রশাসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের প্রতিনিধি হিসেবে জেলার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেন। জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তার প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। তাই কর্ম দক্ষতা ও জনকল্যাণমুখী কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য তাকে এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়েছে।