মে দিবস উপলক্ষে টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছেন অন্তত পাঁচ লাখ পর্যটক। এর মধ্যে ৭০০টির বেশি বাসে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে চার হাজারের বেশি মানুষ শিক্ষাসফর ও পিকনিকে এসেছেন। এর বাইরে বাসসহ আরও অন্তত ছয় যানবাহনে আসেন লাখো মানুষ। অতিরিক্ত যানবাহনের ভিড়ে শহরের সৈকত সড়ক, কলাতলী হাঙর ভাস্কর্য মোড় ও বাইপাস সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

ট্রাফিক পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.

জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১ মে থেকে আজ ৩ মে পর্যন্ত টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছেন অন্তত পাঁচ লাখ পর্যটক। এর মধ্যে ট্রাফিক পুলিশের অনুমতি নিয়ে শহরে ঢুকেছে বিভিন্ন জেলা থেকে পিকনিক ও শিক্ষাসফরে আসা ৬০০টির বেশি বাস। আরও শতাধিক বাস শহরের বাইরে অবস্থান করছে। অধিকাংশ বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব-সংগঠন, ট্যুর অপারেটর ও বেসরকারি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আসা।

আজ শনিবার দুপুরে সৈকতে সুগন্ধা পয়েন্টে নেমে দেখা গেছে অন্তত ২০ হাজার মানুষ লোনা জলে নেমে গা ভাসাচ্ছেন। দক্ষিণ দিকের কলাতলী এবং উত্তর দিকের লাবণী পয়েন্টের চার কিলোমিটারে রয়েছেন আরও ২০-৩০ হাজার। প্রচণ্ড গরমে কমবেশি সবাই সমুদ্রে নেমেছেন।

গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ বলেন, বৈরী পরিবেশে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। তার ওপর প্রচণ্ড গরম পড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকেরা ক্লান্তি দূর করতে সমুদ্রে নামছেন। ঢেউয়ের ধাক্কায় ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার তৎপরতায় ব্যস্ত রয়েছেন ২৭ জন লাইফগার্ড। কয়েকটি উঁচু চৌকিতে বসে পর্যটকদের নজরদারিতে রাখেন লাইফ গার্ড সদস্যরা।

কক্সবাজার কলাতলী হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ১ মে থেকে টানা তিন দিনের ছুটিতে সৈকত ভ্রমণে এসেছেন পাঁচ লাখের বেশি পর্যটক। সমুদ্রস্নানের পাশাপাশি অধিকাংশ পর্যটক কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, পাহাড়ি ঝরনার হিমছড়ি, পাথুরে সৈকত ইনানী ও পাটোয়ারটেক, রামু বৌদ্ধপল্লি, ডুলাহাজারা সাফারি পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র দেখতে যাচ্ছেন। ছুটি শেষ হওয়ায় আজ শনিবার বিকেল থেকে অনেকে গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

ট্যুর অপারেটর ও হোটেল মালিকেরা জানান, অন্যান্যবারের তুলনায় এবার পিকনিক ও শিক্ষাসফরে আসা বাসের সংখ্যা কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনালে জায়গা সংকুলান না হওয়ায় ছয় শতাধিক পিকনিকের বাস রাখা হয় শহরের বাইপাস সড়কের দুই পাশে, উত্তরণ আবাসিক এলাকার সড়কে, আশপাশের আরও তিনটি খোলা জায়গায়। শহরের অভ্যন্তরে পর্যটন করপোরেশনের বিশাল মাঠেও শতাধিক বাস রাখা হয়। কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের ধারণক্ষমতা ১২০টি।

ঢাকার তেজগাঁও এলাকা থেকে ১ মে বিকেলে পিকনিকে আসেন একটি শ্রমিক সংগঠনের ৫০-৬০ জন। বাইপাস সড়কে গাড়ি রেখে সবাই সৈকতে নেমে পড়েন। তাঁদের একজন নজরুল ইসলাম (৪৫) বলেন, কমবেশি সবাই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। সারা দিন কাজকর্মে ব্যস্ত থাকতে হয় তাঁদের। পয়লা মে উপলক্ষে তিন দিনের ছুটি কাটাতে সবাই কক্সবাজার ছুটে আসেন। আজ বিকেলে সবার গন্তব্যে ফেরার কথা।

কক্সবাজার ট্যুরিস্ট ক্লাব ও ট্যুর অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, কম খরচে সৈকত ভ্রমণে বেশির ভাগ মানুষ এখন ট্যুর অপারেটরের সহযোগিতা নিচ্ছেন। তাতে নিরাপত্তাও নিশ্চিত হয়। অল্প সময়ে বিনোদনকেন্দ্রগুলো ঘুরে আসার সুযোগ পান। তবে বঙ্গোপসাগরের মধ্যের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকের ভ্রমণ বন্ধ রয়েছে। সাগর উত্তাল থাকায় সাগরদ্বীপ মহেশখালী ভ্রমণেও পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স কত ভ রমণ এস ছ ন শহর র

এছাড়াও পড়ুন:

আর্থিক খাত ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে: অর্থ উপদেষ্টা

“দেশের আর্থিক খাত একসময় গভীর সংকটে নিমজ্জিত ছিল, যা পতিত আওয়ামী লীগ সরকারের অদক্ষতা ও দুর্নীতির ফল। গত ১ বছরে সেই ধ্বংসস্তূপ থেকে আর্থিক খাত ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে। এখন আইসিইউ থেকে কেবিন পেরিয়ে আমরা বাড়ি ফিরেছি বললে ভুল হবে না।”

সোমবার (৪ অক্টোবর) রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের হলরুমে আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

‘টাকা পে’ এর নামে ভুয়া ওয়েবসাইট, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকের পর্ষদ-পরিচালকদের দায়িত্ব নিয়ে নতুন নীতিমালা

অর্থ উপদেষ্টা বলেন, “আর্থিক খাতের সংস্কার রাতারাতি সম্ভব নয়। আর্থিক পরিবর্তনের জন্য সময় লাগে। আর্থিক খাতের প্রতিষ্ঠান, প্রক্রিয়া এবং ব্যক্তি সব স্তরেই দুর্নীতি অব্যবস্থাপনা গেড়ে বসেছে। তবে কিছু সৎ ও দক্ষ মানুষের নেতৃত্বে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। তাদের মাধ্যমেই আমরা সংস্কারের চেষ্টা করছি। এরইমধ্যে আমরা আইসিইউ থেকে কেবিনে, আর কেবিন থেকে বাড়িতে ফিরেছি বললেও ভুল হবে না।”

তিনি বলেন, “আমরা অল্প সময়ের জন্য এসেছি। আমরা একটি পথচিহ্ন রেখে যাচ্ছি। আশা করি, পরবর্তী সরকার সেই পথ অনুসরণ করে অর্থনীতিকে পুরোপুরি পুনরুদ্ধার করবে। আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। মূল্যস্ফীতি এরই মধ্যে ৮ শতাংশে নেমেছে, শিগগির তা ৫ শতাংশে নামবে। ব্যাংক খাতে গুণগত পরিবর্তনে আমাদের অগ্রাধিকার হলো আমানতকারীদের নিরাপত্তা।”

তিনি বলেন, “নতুন ব্যাংক কোম্পানি আইন প্রণয়নের কাজ প্রায় শেষ। খসড়া এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনটি পাস হলে আর্থিক খাত একটি নির্দিষ্ট শৃঙ্খলায় ফিরবে। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে নিশ্চয়তা মিলবে।”

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, “জুলাই আন্দোলকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি। শহীদের রক্তের ঋণ শোক প্রকাশে শোধ হবে না। তবে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে সেই ঋণের কিছুটা হলেও মর্যাদা রক্ষা করা যাবে।”

অনুষ্ঠানে জানানো হয়, ৫ আগস্ট ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ৮৫২ জন গেজেটভুক্ত শহীদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলো মিলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রায় ১৬ হাজার পরিবারের হাতে সম্মাননা ও উপহার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা/নাজমুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • সাজেক–বাঘাইহাট সড়ক তলিয়ে যানবাহন চলাচল বন্ধ, পাঁচ শতাধিক পর্যটক আটকে ছিলেন ৫ ঘণ্টা
  • গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির দুপক্ষের পৃথক বিজয় মিছিল, সংঘাতের শঙ্কা
  • কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫ আগস্টের আনন্দমিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, ধাওয়া
  • খাগড়াছড়িতে স্থানীয় ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু
  • ৫ আগস্ট উপলক্ষে বিজয় র‍্যালি করবে বিএনপি
  • কলকাতার ‘মিনি বাংলাদেশের’ ক্ষতি হাজার কোটি রুপির বেশি
  • আর্থিক খাত ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে: অর্থ উপদেষ্টা
  • কলকাতায় ‘মিনি বাংলাদেশে’ হাহাকার অব্যাহত, ক্ষতি এক হাজার কোটি টা