সোহান-মাহিদুলের সেঞ্চুরি, ২২৫ রানের জুটিতে রান পাহাড় ‘এ’ দলের
Published: 7th, May 2025 GMT
নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে রানের পাহাড়ে বাংলাদেশ ‘এ’ দল। জোড়া সেঞ্চুরি এসেছে বাংলাশের ইনিংসে। প্রথমে অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান সেঞ্চুরি পেয়েছেন। তার পরপরই তিন অঙ্ক ছুঁয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজন চতুর্থ উইকেটে ২২৫ রানের জুটি গড়েছেন।
তাতে বাংলাদেশের স্কোরবোর্ড উড়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনঅফিসিয়াল দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৪৪ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। ১০১ বলে ৭টি করে চার ছক্কায় ১১২ রান করেন সোহান। মাহিদুল ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় করেছেন ১০৫ রান।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। আজ জিততে সিরিজ জিতে স্বাগতিকরা। ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। এবার বোলারদের পালা।
টস জিতে নিউ জিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠায়। ১৫.
দৃষ্টিনন্দন ৩টি করে চার-ছক্কায় এনামুল ৩৪ বলে ৩৯ রান করে পথ ভোলেন। তাতে অনুসরণ করেন নাঈম শেখও। ৪১ বলে ৪০ রান আসে তার ব্যাট থেকে। এরপরই বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ের দৃশ্যপট পাল্টে যায়। সোহান এসে কাউন্টার অ্যাটাকে রান তোলেন। সময় নিয়ে আক্রমণে যান মাহিদুল।
সোহান ফিফটিতে পৌঁছান ৫৩ বলে। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে খেলেন আরো ৩৯ বল। মাহিদুল ৬৮ বলে ফিফটির দেখা পান। পরের পঞ্চাশ পেতে খেলেন আরো ৩৫ বল। দুজনের ব্যাটেই ছিল চার-ছক্কার স্রোত। তাতে উড়েছে বাংলাদেশের স্কোরবোর্ড। সেঞ্চুরির পথে দুজনই জীবন পেয়েছেন। ৮০ রানে ফাইন লেগে ক্যাচ দিয়ে বেঁচে যান সোহান। ৯১ রানে পয়েন্টে ক্যাচ তোলেন মাহিদুল।
ইনিংসের শেষ পর্যন্ত কেউই ক্রিজে ছিলেন না। মোসাদ্দেক ১০ বলে ১৩ ও শামীম হোসেন ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন।
অতিথিদের সেরা বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক। ৭১ রানে ২ উইকেট নেন ডানহাতি পেসার। ১টি করে উইকেট পেয়েছেন জ্যাক ফুলকস ও আদী অশোক।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ