২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন, রাশিয়ার জন্য বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ ‘‘একটি ভালো প্রণোদনা’’ হতে পারে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য।

তবে, ফিফা ও উয়েফার বর্তমান নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর, ফিফা ও উয়েফা রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলিকে সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে।

ট্রাম্পের মন্তব্যের পর, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করেছেন যে, রাশিয়ার নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে এবং তারা ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারবে না।

আরো পড়ুন:

মস্কোতে ব্যাপক ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের ‘নাটক’: জেলেনস্কি

ট্রাম্প পরে বলেন, তিনি রাশিয়ার জন্য বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পক্ষে লবিং করছেন না, তবে তিনি মনে করেন এটি একটি সম্ভাব্য প্রণোদনা হতে পারে যুদ্ধ শেষ করার জন্য।

বর্তমানে রাশিয়া ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে অংশ নিচ্ছে না এবং তাদের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

রাশিয়া ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারবে না, যদি না ফিফা ও উয়েফা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ট্রাম্পের মন্তব্য একটি রাজনৈতিক প্রস্তাবনা হলেও, ফিফার বর্তমান নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল র জন য

এছাড়াও পড়ুন:

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

২০২৬ সালে রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। হিসাব অনুযায়ী, রোজা পালন আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে পারে এবং চলতে পারে ৩০ দিন।

যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, যেমনটা ধারণা করা হচ্ছে; তবে আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের ছুটিতে পবিত্র রমজানের ৩০তম দিনটি যুক্ত হবে। ফলে দেশটির বাসিন্দারা চার দিনের ছুটি পেতে পারেন—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) আবার অফিস শুরু হবে।

আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। হিসাব অনুযায়ী, রোজা পালন আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে পারে এবং চলতে পারে ৩০ দিন।

পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। ঈদের নামাজ দিয়ে এদিনের সূচনা হয়। এরপর দেশে–বিদেশে পরিবার–পরিজন নিয়ে সময় কাটানো, দান–খয়রাত করা ও নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে।

যদি পর্যবেক্ষণ জ্যোতির্বিদদের হিসাবের সঙ্গে মিলে যায়, তবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতরের দিন শুক্রবার, ২০ মার্চ ২০২৬ হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি, নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।

সম্পর্কিত নিবন্ধ

  • ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু
  • ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ, চাকরিজীবীরা ছুটি পাবেন ২৮ দিন
  • ২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
  • বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
  • রোনালদো কি সত্যিই বিশ্বকাপে ১-২ ম্যাচ মিস করবেন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, আবেদন সিজিপিএ ২.৫ হলেই
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • আইপিএল ২০২৬: কোন দলে কে থাকলেন, কারা কোথায় গেলেন
  • বাংলাদেশ নৌবাহিনী নেবে অফিসার ক্যাডেট, নিয়োগ পেতে করুন আবেদন
  • সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর