প্রায় ১২ ঘণ্টা পর পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের ইঞ্জিনসহ একটি কোচ ভাঙ্গা জংশনে লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় রেল চলাচল।

আজ শনিবার বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রেললাইন চ্যুত হওয়ার ঘটনায় পয়েন্টম্যান নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

এ তথ্য নিশ্চিত করে রেলের পাকশী বিভাগীয় কর্মকর্তা হাচিনা খাতুন জানান, শুক্রবার রাত থেকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে দুটি ক্রেন এনে লাইন সচল করা হয়। পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিগনাল পরিবর্তন করেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশনে লাইনচ্যুত হয়। এরপর আজ শনিবার ভোর থেকে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার ও লাইনের ত্রুটিগুলোর সমাধান করা হয়। বেলা সাড়ে ১১টার পর থেকেই জাহানাবাদ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নকশিকাঁথা ট্রেনটি তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ভাঙ্গা রেল জংশন অতিক্রম করে। বর্তমানে বামনকান্দা জংশনে রেল চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাঙ্গা বামনকান্দা রেল ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিছু যাত্রী রাতেই সড়কপথে তাদের গন্তব্যে রওনা দেয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইনচ য ত

এছাড়াও পড়ুন:

নারী উত্যক্তের প্রতিবাদ, সাংবাদিকসহ ৪ জনকে পিটিয়ে আহত

গাজীপুরের কাশিমপুরে নারী পথচারীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্ট-এর সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ চারজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রুবেল আহমেদ জানান, সড়কের খানাখন্দ নিয়ে সংবাদ প্রস্তুতের সময় তিনি দেখতে পান, কিছু বখাটে কয়েকজন তরুণীকে উত্যক্ত করছে। তিনি এর প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে একপ্রকার মব তৈরি করে তাকেসহ তার সঙ্গীদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তারা কেপিজে হাসপাতালের ফটকের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখান থেকেও টেনে-হিঁচড়ে বের করে মারধরের চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলায় রুবেল আহমেদের ডান হাতের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত আরো তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত রুবেলের অভিযোগ, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ ব্যাপারীর ভাতিজা রিমেল এবং তার অনুসারীরাই এ হামলায় নেতৃত্ব দেয়।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত নিবন্ধ