রাজধানীর শাহবাগে দিনভর অবরোধের পর রাতে তা প্রত্যাহার করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একটি দল। গতকাল রোববার রাত ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানান আহত আরমান আহমেদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রোববার দিনভর শাহবাগে মঞ্চ স্থাপন করে অবরোধ করে রাখেন তারা। 

এর আগে শনিবার সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর রাত সাড়ে ৩টার দিকে হাসনাত আবদুল্লাহ একে ইতিবাচক অভিহিত করে আন্দোলন স্থগিত করে শাহবাগ ত্যাগ করেন। হাসনাত বলেন, সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন জারি হলে আনন্দ মিছিল হবে বলে ঘোষণা দেন তিনি। 

তবে রোববার সকাল থেকে আহতদের একটি দল শাহবাগ মোড়ে অবস্থান নেয়। তাদের অবরোধ কেন্দ্র করে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড় ও মৎস্য ভবন মোড় থেকে শাহবাগমুখী সড়ক বন্ধ রাখা হয়। তারাও শাহবাগ মোড়ের চতুর্দিকে ব্লকেড দিয়ে রাখেন। 
সরেজমিন দেখা যায়, অ্যাম্বুলেন্স ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না। গাড়িগুলো কাঁটাবন মোড়, হেয়ার রোড হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় ও মৎস্য ভবন মোড় দিয়ে চলাচল করছে। এই সড়কগুলোতে ব্যাপক যানজট দেখা গেছে। 

রোববার সন্ধ্যায় শাহবাগে আহত মোহাম্মদ রুবায়েত হাসান বলেন, আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমরা জুলাইয়ে যে যুদ্ধ করেছি, জুলাই সনদের মাধ্যমে জুলাইয়ের স্বীকৃতি দিতে হবে। যারা আহত-পঙ্গু, এদের  চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে। 
আহতদের আন্দোলনে নেতৃত্বদানকারী মোহাম্মদ আরমান বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের তিন দফা দাবি মেনে না নিয়ে প্রজ্ঞাপন জারি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব। আমরা এর আগেও আশ্বাস পেয়েছি, তবে পরে সেটি বাস্তবায়িত হয়নি।  

আন্দোলনরত আহত কামরুল হাসান বলেন, আমি নিউমার্কেটে ৪ আগস্ট আহত হয়েছি। আমরা হাসনাতের সঙ্গে সংহতি জানিয়ে গত তিন দিন ধরে আছি, আজও থাকব। হাসনাত তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় চলে গেছে। তবে আমাদের দাবি বাস্তবায়িত না হওয়ায় আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা কোনো প্ল্যাটফর্মে এখানে জড়ো হইনি। হাসনাতের সঙ্গে আহত যারা আন্দোলনে এসেছিলেন, তারাই  এখানে রয়েছি। 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ষ দ ধ কর আহতদ র শ হব গ অবর ধ আওয় ম

এছাড়াও পড়ুন:

জুলাই সনদের দ্রুত আইনি ভিত্তি দিতে হ‌বে: মাওলানা ইমতিয়াজ

জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত দি‌তে সরকা‌রের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

তি‌নি ব‌লে‌ছেন, “আইনী ভি‌ত্তি না থাক‌লে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী মহল এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা ব‌লেন।

জুলাই সন‌দের ভি‌ত্তি নি‌য়ে শঙ্কা প্রকাশ করে ইমতিয়াজ আলম ব‌লেন, “দেশের পরিস্থিতি এবং কতিপয় নামধারী বুদ্ধিজীবীর কথাবার্তা দিনদিন অবনতি হচ্ছে। জুলাই সনদের আইনি কোনো ভিত্তি না থাকায়, জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই, দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান কর‌তে হ‌বে।”

বিভিন্ন সময় বিভিন্ন চেতনার ব্যবসা করে দেশকে গোল্লায় নিয়ে যাওয়া হয়েছে মন্তব্য ক‌রে তিনি বলেন, “জুলাই বিপ্লব নিয়ে কোনো ধরনের চেতনা ব্যবসা এদেশের মানুষ মেনে নেবে না।” অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জুলাইয়ের সঠিক ইতিহাস লেখার আহ্বান জানান তিনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, “জুলাইয়ে শহীদ এবং আহতরা হলো এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। তাদেরকে দেখেই সাধারণ জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সহস্রাধিক শহীদ এবং লক্ষাধিক আহতদের কোনো একসময় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত করলেও কিছু করার থাকবে না। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে।” আহতদের পরিপূর্ণ পুনর্বাসন জরুরি বলে মনে করেন তিনি। 

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদের দ্রুত আইনি ভিত্তি দিতে হ‌বে: মাওলানা ইমতিয়াজ
  • ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩
  • চেন্নাইয়ে থার্মাল পাওয়ার প্ল্যান্টে  দুর্ঘটনায় ৯ শ্রমিক নিহত
  • পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের কাছে বিস্ফোরণ, নিহত ১০