নাটোরে কোরআন বিরোধী প্রস্তাব বাতিল দাবিতে হেফাজতের মহাসমাবেশ
Published: 12th, May 2025 GMT
নাটোরে সংস্কার কমিশনের নারীদের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল করে সংবিধানে কোরআনের পূর্ণআস্থা পুনর্বহাল ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নাটোর জেলা হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় হেফাজতে ইসলাম নাটোর জেলার উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ মাদানীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়খ মুফতি হারুন ইজহার।
আরো পড়ুন:
সামাজিক মাধ্যমে আ.
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
বক্তারা বলেন, ‘‘দেশের স্বার্থে যেকোনো ক্রান্তিলগ্নে আলেমরা রক্ত দিতে দ্বিধাবোধ করেননি। আবারো যদি ইসলামবিরোধী কোনো আইন পাস করার স্পর্ধা দেখায় তাহলে আমরা রাজপথে রক্ত দিয়ে রুখে দিবো।’’
তারা আরো বলেন, ‘‘জুলাই বিপ্লবের কমিশন গঠন করলেন কিন্তু শাপলা চত্বরে গণহত্যার কোনো কমিশন গঠন করা হলো না। ফ্যাসিস্ট আওয়াসী লীগ আমলে কোনো ব্যক্তি স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের ফাঁসি কার্যকর করতে হবে।’’
বক্তারা বলেন, ‘‘সংস্কার কমিশনের নারীদের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণআস্থা পুনর্বহাল করতে হবে। ফ্যাসিস্ট আওয়াসী লীগের আমলে শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।’’
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সাল মাহমুদ হাবীবী, নাটোর জেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,সাংগাঠনিক সম্পাদক মোয়াজ্জাজ নাইম, সদর থানা সভাপতি আহম্মদ মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা/আরিফুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ ইসল ম র ক রআন
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি শহীদ রাকিবুলের মা-বাবার
শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ঝিনাইদহের রাকিবুল হোসেনের মা ও বাবা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরো পড়ুন:
ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: খেলাফত মজলিস
রায়ে খুশি শহীদ আবু সাঈদের বাবা-মা
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ের পর সোমবার বিকেল সাড়ে ৪টায় শহীদ রাকিবুল হোসেনের বাবা আবুবকর সিদ্দিক ও মা হাফিজা খাতুন সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে উল্লিখিত দাবি জানান।
হাফিজা খাতুন বলেছেন, শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিল। আদালতে আজ সব অভিযোগ প্রমাণিত হয়েছে। শহীদের মা হিসেবে আমি আজ আংশিক সন্তুষ্ট। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাকে হায়াত দেন। আমি যেন শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখে যেতে পারি।
আবুবকর সিদ্দিক বলেন, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামালসহ জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত সকলের ফাঁসি নিশ্চিত করতে হবে। যারা গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। দেশের মাটিতে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। আজ আমরা খুশি। শেখ হাসিনা বহু মায়ের বুক খালি করেছে। একজন নারী হয়েও সে কীভাবে এত মায়ের সন্তানকে হত্যার আদেশ দিয়েছে, তা আমরা ভেবে পাই না।
ঢাকা/সোহাগ/রফিক