ভাইয়ের হাতে ভাই খুন, বিচারকদের জীবনের গল্পে সমাধান
Published: 14th, May 2025 GMT
ভাই ভাইকে খুন! সদ্য ১৮ পেরোনো একটি ছেলে তার ভাইকে খুনের মামলায় অভিযুক্ত। সব প্রমাণ এটাই সাক্ষ্য দিচ্ছে, ছেলেটিই খুন করেছে তার ভাইকে। শেষ শুনানির রায় দুই দিন পরেই। রায় দেবেন স্বনামধন্য জজ ব্রজেশ্বর দত্ত।
একনজরেসিনেমা: ‘সত্যি বলে সত্যি কিছু নেই’
ধরন: চেম্বার থ্রিলার
পরিচালক: সৃজিত মুখোপাধ্যায়
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: হইচই
রানটাইম: ২ ঘণ্টা ৬ মিনিট
অভিনয়: কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক প্রমুখ।
অভিযুক্ত ব্যক্তি কি সত্যিই অপরাধ করেছে? এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে জুরিবোর্ডকে দায়িত্ব দেওয়া হতো। জুরিবোর্ডে থাকতেন ১২ জন। সবদিক বিবেচনার পরিপ্রেক্ষিতে তাঁরা যুক্তিতর্কের মাধ্যমে নিতেন চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতবর্ষ থেকে ১৯৭৩ সালেই তুলে দেওয়া হয়েছে জুরিবোর্ড পদ্ধতি। কারণ? ১২ জন জুরির ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আরও বিপদজনক করে তোলে রায় দেওয়ার সিদ্ধান্তকে।
তবে আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের ভেতরে অনেক রূপ থাকে। আমরা কি পারি ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে গিয়ে সব সময় অবিচলভাবে সিদ্ধান্ত নিতে? ছেলেটির ভাই খুন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে ব্রজেশ্বর দত্ত ঢুকে পরেন এমন এক জগতে, যেখানে তাঁর আশপাশের একেকজন মানুষ হয়ে ওঠেন জুরিবোর্ডের সদস্য। তাঁরা কি পারেন তাঁদের নিজের গণ্ডি থেকে বের হয়ে নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে, নাকি ছেলেটিকে বরণ করতে হয় তাঁদের সিদ্ধান্তের ভুল পরিণতি? ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমায় তুলে ধরা হয়েছে এ গল্পই।
‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমার পোস্টার থেকে। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইএমএফের চতুর্থ রিভিউ সফল : অর্থ মন্ত্রণালয়
আইএমএফের চতুর্থ রিভিউ সফলভাবে শেষ হয়েছে।
বুধবার (১৪ মে) অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলামের পাঠানো স়ংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রাজস্ব ব্যবস্থাপনা এবং বিনিময় হার ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে অধিকতর পর্যালোচনার লক্ষ্যে চতুর্থ রিভিউ সম্পন্ন হওয়ার পর উভয় রিভিউয়ের জন্য নির্ধারিত কিস্তির অর্থ একত্রে ছাড় করা হবে। এ লক্ষ্যে চলতি বছরের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ রিভিউয়ের সময় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে একই মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ব্যাংক-ফান্ড সভায় আলোচনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সকল বিষয় সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে উভয় পক্ষ রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে। চতুর্থ রিভিউয়ের স্টাফ লেভেল এগ্রিমেন্ট সম্পন্ন হওয়ায় আশা করা হচ্ছে আইএমএফ চলতি বছরের জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত ১.৩ বিলিয়ন মার্কিন ডলার একত্রে ছাড় করবে।
আইএমএফের ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াও বিশ্ব ব্যাংক, এডিবি, এআইআইবি, জাপান এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও প্রায় ২.০ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রত্যাশা করছে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এ অর্থ প্রাপ্তির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে যা মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী জুনে আইএমএফসহ ঋণ দাতাদের কাছ থেকে মোট ৩৫০ কোটি ডলার পাওয়া যাবে।
উল্লেখ্য যে, বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা গ্রহণের ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি নেওয়া হচ্ছে তা সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের নিজস্ব বিবেচনায় পরিকল্পিত এবং জাতীয় স্বার্থে গৃহীত। এ সব সংস্কার কর্মসূচির ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কার্যক্রম শুধু কারিগরি সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ।
ঢাকা/হাসনাত//