ভাইয়ের হাতে ভাই খুন, বিচারকদের জীবনের গল্পে সমাধান
Published: 14th, May 2025 GMT
ভাই ভাইকে খুন! সদ্য ১৮ পেরোনো একটি ছেলে তার ভাইকে খুনের মামলায় অভিযুক্ত। সব প্রমাণ এটাই সাক্ষ্য দিচ্ছে, ছেলেটিই খুন করেছে তার ভাইকে। শেষ শুনানির রায় দুই দিন পরেই। রায় দেবেন স্বনামধন্য জজ ব্রজেশ্বর দত্ত।
একনজরেসিনেমা: ‘সত্যি বলে সত্যি কিছু নেই’
ধরন: চেম্বার থ্রিলার
পরিচালক: সৃজিত মুখোপাধ্যায়
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: হইচই
রানটাইম: ২ ঘণ্টা ৬ মিনিট
অভিনয়: কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক প্রমুখ।
অভিযুক্ত ব্যক্তি কি সত্যিই অপরাধ করেছে? এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে জুরিবোর্ডকে দায়িত্ব দেওয়া হতো। জুরিবোর্ডে থাকতেন ১২ জন। সবদিক বিবেচনার পরিপ্রেক্ষিতে তাঁরা যুক্তিতর্কের মাধ্যমে নিতেন চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতবর্ষ থেকে ১৯৭৩ সালেই তুলে দেওয়া হয়েছে জুরিবোর্ড পদ্ধতি। কারণ? ১২ জন জুরির ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আরও বিপদজনক করে তোলে রায় দেওয়ার সিদ্ধান্তকে।
তবে আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের ভেতরে অনেক রূপ থাকে। আমরা কি পারি ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে গিয়ে সব সময় অবিচলভাবে সিদ্ধান্ত নিতে? ছেলেটির ভাই খুন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে ব্রজেশ্বর দত্ত ঢুকে পরেন এমন এক জগতে, যেখানে তাঁর আশপাশের একেকজন মানুষ হয়ে ওঠেন জুরিবোর্ডের সদস্য। তাঁরা কি পারেন তাঁদের নিজের গণ্ডি থেকে বের হয়ে নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে, নাকি ছেলেটিকে বরণ করতে হয় তাঁদের সিদ্ধান্তের ভুল পরিণতি? ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমায় তুলে ধরা হয়েছে এ গল্পই।
‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমার পোস্টার থেকে। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে