ভাই ভাইকে খুন! সদ্য ১৮ পেরোনো একটি ছেলে তার ভাইকে খুনের মামলায় অভিযুক্ত। সব প্রমাণ এটাই সাক্ষ্য দিচ্ছে, ছেলেটিই খুন করেছে তার ভাইকে। শেষ শুনানির রায় দুই দিন পরেই। রায় দেবেন স্বনামধন্য জজ ব্রজেশ্বর দত্ত।

একনজরে
সিনেমা: ‘সত্যি বলে সত্যি কিছু নেই’
ধরন: চেম্বার থ্রিলার
পরিচালক: সৃজিত মুখোপাধ্যায়
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: হইচই
রানটাইম: ২ ঘণ্টা ৬ মিনিট
অভিনয়: কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক প্রমুখ।

অভিযুক্ত ব্যক্তি কি সত্যিই অপরাধ করেছে? এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে জুরিবোর্ডকে দায়িত্ব দেওয়া হতো। জুরিবোর্ডে থাকতেন ১২ জন। সবদিক বিবেচনার পরিপ্রেক্ষিতে তাঁরা যুক্তিতর্কের মাধ্যমে নিতেন চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতবর্ষ থেকে ১৯৭৩ সালেই তুলে দেওয়া হয়েছে জুরিবোর্ড পদ্ধতি। কারণ? ১২ জন জুরির ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আরও বিপদজনক করে তোলে রায় দেওয়ার সিদ্ধান্তকে।

তবে আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের ভেতরে অনেক রূপ থাকে। আমরা কি পারি ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে গিয়ে সব সময় অবিচলভাবে সিদ্ধান্ত নিতে? ছেলেটির ভাই খুন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে ব্রজেশ্বর দত্ত ঢুকে পরেন এমন এক জগতে, যেখানে তাঁর আশপাশের একেকজন মানুষ হয়ে ওঠেন জুরিবোর্ডের সদস্য। তাঁরা কি পারেন তাঁদের নিজের গণ্ডি থেকে বের হয়ে নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে, নাকি ছেলেটিকে বরণ করতে হয় তাঁদের সিদ্ধান্তের ভুল পরিণতি? ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমায় তুলে ধরা হয়েছে এ গল্পই।

‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমার পোস্টার থেকে। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম মেডিকেলে ১০ কোটি টাকার এমআরআই যন্ত্র সাড়ে ৩ কোটিতে মেরামত

তিন বছর বিকল থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) যন্ত্র আবার চালু হয়েছে। প্রায় ১০ কোটি টাকা দামের যন্ত্রটি মেরামতে খরচ হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকা, তাও এক বছরের জন্য।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, মেরামতের পর জুন মাস থেকে পরীক্ষামূলকভাবে যন্ত্রটি চালু রাখা হয়েছে। এখনো স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে যন্ত্রটি বুঝে নেয়নি। বর্তমানে প্রতিদিন সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত গড়ে ৫টি করে এমআরআই পরীক্ষা করা হচ্ছে।

চমেকের রেডিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক কাজী আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন চার থেকে পাঁচটির বেশি এমআরআই করা সম্ভব হয় না। যন্ত্রটি পুরোনো, পাশাপাশি টেকনোলজিস্ট সংকট রয়েছে। একটি এমআরআই সম্পন্ন করতে প্রায় ৪০ মিনিট সময় লাগে।’

হাসপাতাল সূত্র জানায়, ২০১৭ সালের ১৬ আগস্ট ৯ কোটি ৮৪ লাখ টাকায় চমেক হাসপাতালে এমআরআই যন্ত্রটি বসানো হয়। সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল মেডিটেল প্রাইভেট লিমিটেড। তিন বছর ওয়ারেন্টির মেয়াদ শেষ হয় ২০২০ সালের আগস্টে। এরপর ২০২১ সালের মে মাসে যন্ত্রটি বিকল হয়ে পড়ে এবং ২০২২ সালের মে মাসে পুরোপুরি অকার্যকর হয়ে যায়।

এ বছর জানুয়ারিতে আবার মেডিটেলকে মেরামতের দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির চট্টগ্রাম শাখার প্রধান প্রকৌশলী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যন্ত্রটি মেরামত করেছি। এখন এক বছরের ওয়ারেন্টি রয়েছে। এর মধ্যে যেকোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমরা তা ঠিক করে দেব।’

সরকার নির্ধারিত মূল্যে চমেক হাসপাতালে এমআরআই পরীক্ষার খরচ পড়ে ৩ থেকে ৪ হাজার টাকা, বাইরে যা ৫ থেকে ১৮ হাজার
টাকা। সেই হিসাবে বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় খরচ অর্ধেক।

হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি রবিউল হোসেন গত মঙ্গলবার হাসপাতালেই এমআরআই করান। রবিউল বলেন, বাইরে ১০ হাজার টাকা চেয়েছিল। এখানে ৩ হাজার টাকায় হয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০১৯ সালের সেপ্টেম্বরে চিকিৎসা যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের জন্য সেন্ট্রাল মেইনটেন্যান্স কন্ট্রাক্ট (সিএমসি) চালুর নির্দেশনা দেয়। এতে যন্ত্রের মূল্য অনুযায়ী বার্ষিক সাড়ে ৬ শতাংশ হারে রক্ষণাবেক্ষণ খরচ নির্ধারণ করা হয়, যার মাধ্যমে ভবিষ্যতের মেরামত সহজ হয়। কিন্তু চমেক এখনো এমআরআই যন্ত্রের জন্য সিএমসি করেনি বলে জানিয়েছেন মেডিটেল কর্মকর্তারা।

চমেক হাসপাতালে বর্তমানে ২ হাজার ২২টি শয্যা রয়েছে। একসময় এখানকার এমআরআই যন্ত্র দিয়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি পরীক্ষা করা হতো। এখন সংখ্যাটি অনেক কম। রোগীর চাপের তুলনায় তা অপ্রতুল হলেও দীর্ঘদিন পর এমআরআই সেবা চালু হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ খানিকটা স্বস্তিতে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর যন্ত্রটি চালু হওয়ায় রোগীরা সেবা পাচ্ছেন। এখন এক বছরের ওয়ারেন্টির আওতায় যন্ত্রটি আছে। পরে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সিএমসি করার চিন্তা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ