কখনো বড় সরকারি কর্মকর্তা, কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ফোন দিয়ে অর্থ হাতিয়ে নিতেন তাঁরা
Published: 4th, July 2025 GMT
সংঘবদ্ধ একটি প্রতারক চক্র শীর্ষ সন্ত্রাসীদের পরিচয় দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় করছিল। এই চক্রের সঙ্গে জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত মঙ্গলবার ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো.
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে মুঠোফোনে নিজেদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীর পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং প্রতারিত করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ জুলাই মঙ্গলবার ডিবি মতিঝিল বিভাগের একটি দল রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মান্নানকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবী এলাকা থেকে একই চক্রের সদস্য নাসিম হাসানকে এবং গাজীপুরের গাছা এলাকা থেকে ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ১টি ট্যাব, ৫২টি মুঠোফোন, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামসংবলিত ৮টি সিল, ৫টি ভুয়া পরিচয়পত্র এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশ কর্মকর্তাদের বলেছেন, তাঁরা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন নিজেদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিশানা বানিয়ে ফোন করে হুমকি দেওয়া ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। কখনো কখনো বিভিন্নভাবে প্রলুব্ধ করে তাঁরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এ অপরাধ করতে একাধিক সিম কার্ড ও মুঠোফোন ব্যবহার করতেন তাঁরা। প্রতারণার শিকার গণ্যমান্য ব্যক্তিরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর কর মকর ত সরক র
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী