আমি কি রাতের নীরবতা ভেঙে চিৎকার দেব, প্রভু?
বুকের ভেতর দামামা বাজছে, স্থির আছি তবু।
সৃষ্টির আদি এবং অনাদি একক সত্তা তুমি
তোমার নূরের কিঞ্চিত রূপ নীলিমার পটভূমি।
সুন্দরে প্রাণ তিরতির কাঁপে, তীব্র সে অনুভূতি
যন্ত্রণাময় এই জীবনের দেহ থেকে বিচ্যুতি।
মৃত্যুর মতো নির্ভার হয়ে ডেকে উঠি, সুন্দর
মেঘের দরজা খুলে তো দেখাও নীলিমার অন্দর।
বিস্ময়ে দেখি, নীলিমার বুকে ভোরের সূর্যোদয়
এই পৃথিবীর দৃশ্যসকল দৃষ্টিগোচর হয়।
রূপ-অপরূপ দিনের আলোয় ঘুমিয়ে পড়ব ভবে
সুন্দর ডাকে, আয় বেঁচে থাকি আনন্দ ভৈরবে।
ডাক শুনে আমি বেঁচে উঠি, প্রভু, এ কি মম অপরাধ?
জীবনের ভার বয়ে যেতে যেতে বইতে পারে না কাঁধ।
দয়া করো, প্রভু, তৃষ্ণা মেটাও, আত্মা যে তড়পায়
সুন্দর ছাড়া এই জীবনের আর কোনো দাবি নাই।
তুমিই সকল রূপে সুন্দর, মেনে তো নিয়েছি, প্রভু
নীলিমার বুকে লীন করে দাও, এই প্রার্থনা তবু।
লীন হতে হতে চোখ বুজে আমি নীলিমার ঘ্রাণ নেব
ঘ্রাণের ভেতর ডুবে যাব, প্রভু, আর সব দিয়ে দেব।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন দর
এছাড়াও পড়ুন:
উপসর্গগুলো আপনিও অবহেলা করেন? এর পেছনে আছে মারাত্মক কোনো রোগের ইঙ্গিত
হঠাৎ ওজন কমে যাওয়া
ডায়েট না করে বা শরীরচর্চা না করেও যদি অল্প সময়ের মধ্যে ওজন অনেক কমে যায়, তাহলে সেটা হতে পারে ক্যানসার, থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিসের লক্ষণ।
দীর্ঘদিনের কাশিতিন সপ্তাহের বেশি সময় চলা কাশি, বিশেষ করে যদি সঙ্গে রক্ত আসে, তাহলে এটি যক্ষ্মা বা ফুসফুসের ক্যানসারের ইঙ্গিত হতে পারে।
বুকে ব্যথাহালকা ব্যথা বা ভারী চাপের মতো, যেমনই হোক, বুকের যেকোনো অস্বাভাবিক অনুভূতি হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
মাথা ঘোরাহঠাৎ করে মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা অচেতন হয়ে পড়া হতে পারে মস্তিষ্কে রক্ত চলাচলের সমস্যা বা স্ট্রোকের লক্ষণ।
একটানা সাত দিন বা তার বেশি সময় জ্বর চলতে থাকলে তা কোনো সংক্রামক রোগ বা বড় ধরনের সংক্রমণের লক্ষণ হতে পারে