জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার এবং দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ দাবি জানান।

গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরে গণ অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বরিশালে জাপার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেন।

এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেছে গণ অধিকার পরিষদ। প্রতিবাদে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টনের আল–রাজী কমপ্লেক্সের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি পুরানা পল্টন ঘুরে আবার আল–রাজী কমপ্লেক্সর সামনে এসে শেষ হয়। এ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাপার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেন। অন্যথায় জি এম কাদেরের বিরুদ্ধে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মতো ‘মব’ নেমে এলে এর দায় জনগণকে দেওয়া যাবে না।

জি এম কাদেরকে ‘ভারতের এজেন্ট’ বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তাঁর প্রশ্ন, এখনো কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না, কারা জাতীয় পার্টি ও জি এম কাদেরকে সুরক্ষা দিচ্ছে?

রাশেদ খান বলেন, বরিশালে যে মামলা হয়েছে, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে মামলা গ্রহণের নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটকেও প্রত্যাহারের দাবি জানান তিনি।

ইতিমধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে মামলার বিষয়ে অবহিত করেছেন উল্লেখ করেন রাশেদ খান বলেন, তাঁরা শেখ হাসিনার শাসনামলে মামলা খেয়েছেন, এখনো যদি মামলা খেতে হয়, তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়?

সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান, রবিউল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন।

আরও পড়ুনবরিশালে জাপা কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা, প্রধান আসামি নুরুল হক৫ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এম ক দ র বর শ ল

এছাড়াও পড়ুন:

আইফোন থেকে স্যাটেলাইটে জরুরি বিপদবার্তা পাঠিয়ে জীবন বাঁচালেন এক পর্বতারোহী

বিপদে পড়লে প্রযুক্তি যে জীবন রক্ষা করতে পারে, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি ঘটনা তার উদাহরণ। সম্প্রতি দুর্গম এক পর্বত থেকে নামার সময় ১০ হাজার ফুট উঁচুতে আহত হন এক পর্বতারোহী। সে সময় ফোনের নেটওয়ার্ক না থাকায় তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপর আইফোনের স্যাটেলাইট এসওএস সুবিধা কাজে লাগিয়ে জরুরি বিপদবার্তা পাঠান তিনি। আইফোন থেকে পাঠানো জরুরি বিপদবার্তায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থানের তথ্য যুক্ত থাকায় উদ্ধারকারীরা সহজে তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। ফলে প্রাণে বেঁচে যান সেই পর্বতারোহী।

৫৩ বছর বয়সী ওই পর্বতারোহী স্নোমাস পর্বতশৃঙ্গে অভিযান চালাচ্ছিলেন। সফলভাবে শৃঙ্গে পৌঁছানোর পর তিনি নিচে নামার জন্য ‘গ্লাইডিং’ নামের একধরনের কৌশল অবলম্বন করেন। এ পদ্ধতিতে সাধারণত পর্বতারোহীরা নিয়ন্ত্রিতভাবে ও দ্রুত নিচে নামেন। কিন্তু নামার সময় একটি দুর্ঘটনায় তিনি আহত হন। গুরুতর আঘাতের কারণে তিনি আর চলাফেরা করতে পারছিলেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দেখা যায়, ফোনের নেটওয়ার্ক নেই। এমন এক পরিস্থিতিতে আইফোনের স্যাটেলাইট এসওএস সুবিধার মাধ্যমে তিনি স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে পরিবারের একজন সদস্যকে বার্তা পাঠান। বার্তা পাওয়ার পরপরই দ্রুত উদ্ধারকারী দল সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী শহরে নিয়ে আসে।

অ্যাপল ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ সিরিজের মাধ্যমে স্যাটেলাইট এসওএস সুবিধা চালু করে। এই প্রযুক্তির মাধ্যমে দুর্গম অঞ্চল বা নেটওয়ার্কবিহীন স্থান থেকেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো সম্ভব। গ্লোবাল স্টার নামের একটি স্যাটেলাইট প্রতিষ্ঠান এই সেবা পরিচালনা করে থাকে।

সূত্র: নিউজ১৮

সম্পর্কিত নিবন্ধ