Samakal:
2025-07-05@02:08:51 GMT

ছড়া-কবিতা

Published: 4th, July 2025 GMT

ছড়া-কবিতা

জুলফিকার শাহাদাৎ  
কিনতে মেয়ের হাসি

আমি যখন বাইরে থাকি। টাকাই তখন সব
সেই সময়ে যায় না শোনা শিশুর কলরব
শিশুমানে আমার মেয়ে, আমার মেয়ের ডাক
গলা ধরে বলবে যে জন, ‘ঘোড়ার মত থাক’। 

ঘোড়াই থাকি। গাধাও হই। তার কথা সব ঠিক
একটু এদিক ওদিক হলেই মারবে জোরে কিক
চড় থাপ্পড় খুব সাধারণ, ইচ্ছে হলেই মারে
সব ভুলে যাই মেয়ে যখন ওঠে আমার ঘাড়ে।

টাকা না থাক তার বায়নার ফর্দ নিতে রোজ
এ রুম ও রুম ঘুরে ঘুরে রাখি মেয়ের খোঁজ
মেয়ে যখন বায়না ধরে মুখজুড়ে তার হাসি
আমার মেয়ের এই হাসিমুখ আমি ভালোবাসি। 

আমি যখন বাইরে থাকি, মন উচাটন মন
কখন যাব মেয়ের কাছে, ভাবনা প্রতিক্ষণ 
ভাল্লাগে না দূরের জীবন, ইচ্ছে, ছুটে আসি
চকলেট, জুস হাতে দিয়ে কিনতে মেয়ের হাসি।
 

 

 

সারওয়ার-উল-ইসলাম 
সক্কালে আর দুপ্পুরে

নদীর জলে 
      রোদের নাচন 
              সক্কালে আর দুপ্পুরে
নাচের মুদ্রা 
       কেউ জানে না 
              ধাপ্পুরে আর ধুপ্পুরে।

রোদকন্যার 
        দু’পায় রোদের 
                চকচকে আহ্ নূপ্পুরে,
জলের ভেতর 
         সুর তুলে যায় 
              মন চলে যায় রূপ্পুরে।
 

 

নীহার মোশারফ 
হাতি সমাচার

ইয়া বড় শুঁড় হাতির
দেহের ওজন কম না।
শুঁড় দিয়ে দেখায় খেলা
মহানগর রমনা।
পিলখানাতে ছিল ওরা
বংশগতভাবে
নগরায়ণ হওয়ার ফলে
কোথায় ওরা যাবে?
ভেবে ভেবে গেল ওরা
মস্ত হাতিরপুল
সেখানেও ঠাঁই হলো না
হারালো দুকূল।
হাতি তখন ছাড়ল শহর
চলে গেল বনে
বিজলিবাতির কেরামতি 
রইল মনে মনে।
বিশেষ বিশেষ দিনে যখন
হাতি আসে ঢাকা
খোকাখুকুর খোশ-খুশিতে
ঘুরে মনের চাকা।
 

 

শাহরিয়ার শাহাদাত 
বৃষ্টি দিবস

সাদা রঙের মেঘলাবাড়ি
হঠাৎ হলো কালো
রেইনি সুরে মেঘকলিরা
পিয়ানো বাজালো! 

পিয়ানোসুর শুনতে পেয়ে
কোলা ব্যাঙের ছানা
গাল ফুলিয়ে বাবল্‌ ছেড়ে 
করল শুরু গানা।

সুর বোঝে না কোলার ছানা
গানের লিরিখ ভুল
রিনঝিন-ঝিন সেলিব্রেশন
ফুল ভলিউম ফুল! 

‘বৃষ্টি তোমার বৃষ্টি আমার’
আবোলতাবোল গায়
সে গান শুনে কোলার মামা
গিফট পাঠাতে চায়। 

কোলার মামা পাঠিয়ে দিল
হলুদ রঙের জামা
আজ পুকুরে বৃষ্টি দিবস
আনন্দ-হাঙ্গামা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আইফোন থেকে স্যাটেলাইটে জরুরি বিপদবার্তা পাঠিয়ে জীবন বাঁচালেন এক পর্বতারোহী

বিপদে পড়লে প্রযুক্তি যে জীবন রক্ষা করতে পারে, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি ঘটনা তার উদাহরণ। সম্প্রতি দুর্গম এক পর্বত থেকে নামার সময় ১০ হাজার ফুট উঁচুতে আহত হন এক পর্বতারোহী। সে সময় ফোনের নেটওয়ার্ক না থাকায় তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপর আইফোনের স্যাটেলাইট এসওএস সুবিধা কাজে লাগিয়ে জরুরি বিপদবার্তা পাঠান তিনি। আইফোন থেকে পাঠানো জরুরি বিপদবার্তায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থানের তথ্য যুক্ত থাকায় উদ্ধারকারীরা সহজে তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। ফলে প্রাণে বেঁচে যান সেই পর্বতারোহী।

৫৩ বছর বয়সী ওই পর্বতারোহী স্নোমাস পর্বতশৃঙ্গে অভিযান চালাচ্ছিলেন। সফলভাবে শৃঙ্গে পৌঁছানোর পর তিনি নিচে নামার জন্য ‘গ্লাইডিং’ নামের একধরনের কৌশল অবলম্বন করেন। এ পদ্ধতিতে সাধারণত পর্বতারোহীরা নিয়ন্ত্রিতভাবে ও দ্রুত নিচে নামেন। কিন্তু নামার সময় একটি দুর্ঘটনায় তিনি আহত হন। গুরুতর আঘাতের কারণে তিনি আর চলাফেরা করতে পারছিলেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দেখা যায়, ফোনের নেটওয়ার্ক নেই। এমন এক পরিস্থিতিতে আইফোনের স্যাটেলাইট এসওএস সুবিধার মাধ্যমে তিনি স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে পরিবারের একজন সদস্যকে বার্তা পাঠান। বার্তা পাওয়ার পরপরই দ্রুত উদ্ধারকারী দল সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী শহরে নিয়ে আসে।

অ্যাপল ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ সিরিজের মাধ্যমে স্যাটেলাইট এসওএস সুবিধা চালু করে। এই প্রযুক্তির মাধ্যমে দুর্গম অঞ্চল বা নেটওয়ার্কবিহীন স্থান থেকেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো সম্ভব। গ্লোবাল স্টার নামের একটি স্যাটেলাইট প্রতিষ্ঠান এই সেবা পরিচালনা করে থাকে।

সূত্র: নিউজ১৮

সম্পর্কিত নিবন্ধ