জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর ১টায় প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.

রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

আরো পড়ুন:

জাবিতে ছাত্রশিবিরের মেডিকেল ক্যাম্প

শেবাচিমে অত্যাধুনিক সিমুলেশন ল্যাব উদ্বোধন

ডা. রফিকুল ইসলাম বলেন, “ছাত্রদল শুধু আন্দোলন-সংগ্রাম বা পাঠ্যপুস্তকের সঙ্গে সম্পৃক্ত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় শিক্ষার্থীবান্ধব ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করেছে। এই প্রোগ্রামের জন্য ছাত্রদল ১০ হাজার ভ্যাকসিন ইতোমধ্যে সংগ্রহ করেছে। এই ভ্যাকসিনেশন আমাদের দুরারোগ্য ব্যাধি থেকে দূরে রাখে। বিএনপি ও ছাত্রদল জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে ও যাবে।”

উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “স্বাস্থ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমদিকে ছাত্রদলের এমন প্রোগ্রামের কথা শুনে রোগটি সম্পর্কে অনলাইনে ঘাঁটাঘাঁটি করি। বুঝতে পারি এটি কত ভয়ংকর। পাশাপাশি এর ভ্যাকসিন অনেক ব্যয়সাপেক্ষও। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দ্বিধায়-নিঃসঙ্কোচে ভ্যাকসিন গ্রহণ করবে।”

সমাপনী বক্তব্যে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “ডক্টরস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজ করছি। আশা করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে হেপাটাইটিস-বি ভ্যাকসিন গ্রহণ করবে এবং নিজেদের হেপাটাইটিস রোগের হাত থেকে নিজেদের সুরক্ষা করবেন। এছাড়া কারো হেপাটাইটিস-বি পজিটিভ আসলে তার চিকিৎসার জন্য ড্যাব আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।”

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় ১০ হাজার শিক্ষার্থীকে তিন ডোজে মোট ৩০ হাজার টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। আগামী ২২ মে পর্যন্ত কার্যক্রম চলবে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল হ প ট ইট স ব ছ ত রদল র র জন য

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে মাস্টার্স, সিজিপিএ–২.৫০ হলে আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ফল–২০২৫ সেশনে ২৮তম ব্যাচে ফলিত গণিত বিষয়ে মাস্টার্স উইকেন্ড প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট।

কোর্সের বিস্তারিত

১. ডিগ্রির নাম: মাস্টার্স অব সায়েন্স ইন অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস।

২. প্রোগ্রামের মেয়াদ: এক বছর।

৩. ক্রেডিট ঘণ্টা–৩০ এমবিএ প্রোগ্রাম।

৪. ক্লাস হবে বন্ধের দিন।

৫. আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম ও বাস্তবজীবন–সম্পর্কিত সমস্যা সমাধান শেখানো হবে।

আরও পড়ুনচীনের বিশ্ববিদ্যালয়গুলো কি আসলেই বিশ্বের সেরা৭ ঘণ্টা আগেযাঁরা আবেদন করতে পারবেন

১. আবেদনকারীকে নিচের ডিসিপ্লিন থেকে সিজিপিএ–২.৫০ পেতে হবে, ৪.০০–এর মধ্যে বা দ্বিতীয় শ্রেণি।

২. ডিসিপ্লিন হতে হবে: বিএসসি (সম্মান) গণিত, বিএসসি (সম্মান) যেকোনো ডিসিপ্লিন, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি, বিএসসি (পাস) গণিত।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫ভর্তির দরকারি তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার। সময়: সকাল ১০টা।

৩. ফলাফল প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫।

৪. ভর্তির তারিখ: ২৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫।

৫. ক্লাস শুরুর তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

আরও পড়ুনএসএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩১০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাকসু নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর
  • বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় ছেলে গ্রেপ্তার
  • জাবির কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান দাবি
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে মাস্টার্স, সিজিপিএ–২.৫০ হলে আবেদন