পুতিন-জেলেনস্কি নন, বৈঠক দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে
Published: 16th, May 2025 GMT
ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা পুতিন-জেলেনস্কি নন, বৈঠক চলছে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে। গতকাল বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল তুরস্কের ইস্তাম্বুল গিয়ে পৌঁছায়। তিন বছরের মধ্যে এটি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা। এর আগে যুদ্ধ বন্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে তুরস্কে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পুতিন না এসে প্রতিনিধি পাঠানোয় রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন তিনি।
গতকাল আঙ্কারায় পৌঁছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়া ‘লোক দেখানো’ প্রতিনিধি পাঠিয়েছে।
জেলেনস্কির এমন মন্তব্যের জবাবে রুশ কর্মকর্তারা তাঁকে ‘করুণ’ ও ‘জোকার’ বলে আখ্যা দিয়েছেন। এ ধরনের ব্যক্তিগত আক্রমণ ও কটাক্ষ শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও পুতিন এই বৈঠকে যোগ দিতে ইস্তাম্বুল যাননি। তাঁর বদলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভ বৃহস্পতিবার সকালে ইস্তাম্বুল এসেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, তিনি পুতিনের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি আশা করা যায় না। কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘আপনি পছন্দ করুন বা না করুন, আমি বিশ্বাস করি, কোনো কিছুই ঘটবে না যতক্ষণ না তিনি এবং আমি একসঙ্গে বসি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫