রেকর্ড ৬ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। তবে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ থাকায় তার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

শেষ পর্যন্ত সেই সংশয় কেটে গেছে। মোস্তাফিজকে ৭ দিনের জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত চলতি আইপিএল মৌসুমে খেলার অনুমতি দিয়েছে বোর্ড, যা এক বিবৃতিতে জানানো হয়েছে।

এই ৭ দিনের মধ্যেই দিল্লি খেলবে গ্রুপ পর্বের বাকি থাকা তিনটি ম্যাচ। অর্থাৎ, প্রতিটি ম্যাচেই মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। দিল্লির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ মে।

আরো পড়ুন:

টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল ৪৪ কোটি, বাংলাদেশ পাবে কত?

বাংলাদেশের বিপক্ষে আমিরাতের নতুন চেহারার দল ঘোষণা

আগামীকাল ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলেই ভারতে উড়াল দেবেন মোস্তাফিজ। যদিও পুরো সিরিজে তার থাকা নির্ধারিত ছিল, বিসিবি দ্বিতীয় ম্যাচের জন্য তাকে ছুটি দিয়েছে।

দিল্লির পেসার ফ্র্যাজার ম্যাকগার্ক আইপিএল থেকে সরে যাওয়ার পর মোস্তাফিজকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৩ সালেও দিল্লির হয়েই খেলেছিলেন এই বাঁহাতি পেসার। সেবার ৯টি উইকেট শিকার করেছিলেন তিনি।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। প্লে-অফে উঠতে হলে তাদের জন্য বাকি তিনটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দিল্লি যদি প্লে-অফে ওঠেও, মোস্তাফিজকে আর পাবে না তারা। কারণ একই সময় বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার

দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।

পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।

সম্পর্কিত নিবন্ধ