মোস্তাফিজকে ৭ দিনের ছাড়পত্র, গ্রুপ পর্বের সব ম্যাচেই পাচ্ছে দিল্ল
Published: 16th, May 2025 GMT
রেকর্ড ৬ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। তবে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ থাকায় তার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
শেষ পর্যন্ত সেই সংশয় কেটে গেছে। মোস্তাফিজকে ৭ দিনের জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত চলতি আইপিএল মৌসুমে খেলার অনুমতি দিয়েছে বোর্ড, যা এক বিবৃতিতে জানানো হয়েছে।
এই ৭ দিনের মধ্যেই দিল্লি খেলবে গ্রুপ পর্বের বাকি থাকা তিনটি ম্যাচ। অর্থাৎ, প্রতিটি ম্যাচেই মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। দিল্লির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ মে।
আরো পড়ুন:
টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল ৪৪ কোটি, বাংলাদেশ পাবে কত?
বাংলাদেশের বিপক্ষে আমিরাতের নতুন চেহারার দল ঘোষণা
আগামীকাল ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলেই ভারতে উড়াল দেবেন মোস্তাফিজ। যদিও পুরো সিরিজে তার থাকা নির্ধারিত ছিল, বিসিবি দ্বিতীয় ম্যাচের জন্য তাকে ছুটি দিয়েছে।
দিল্লির পেসার ফ্র্যাজার ম্যাকগার্ক আইপিএল থেকে সরে যাওয়ার পর মোস্তাফিজকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৩ সালেও দিল্লির হয়েই খেলেছিলেন এই বাঁহাতি পেসার। সেবার ৯টি উইকেট শিকার করেছিলেন তিনি।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। প্লে-অফে উঠতে হলে তাদের জন্য বাকি তিনটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দিল্লি যদি প্লে-অফে ওঠেও, মোস্তাফিজকে আর পাবে না তারা। কারণ একই সময় বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি
কক্সবাজার বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও পরবর্তীকালে বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।
এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ মে) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
সিলেট থেকে মদিনার পথে প্রথম হজ ফ্লাইট
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
তিনি জানান, এ বিষয়ে বিমানের চিফ অব সেফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন আরোহী ছিলেন। কক্সবাজার থেকে শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। আকাশে ওড়ার পরই বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহর নেতৃত্বে দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
এর আগে উড্ডয়নের পরপরই ক্যাপ্টেন জামিল ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয়েছিল ফায়ার সার্ভিসও।
ঢাকা/হাসান/সাইফ