তিন দফা দাবিতে কেন্দ্রীয় মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ডাকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। শনিবার (১৭ মে) সকাল ১১টায় সকাল বন্দর মেরিন ইনস্টিটিউট এর ক্যাম্পাসে ক্লাস বর্জন কর্মসূচি পালন তারা। 

এসময়ে বক্তব্যে বক্তারা বলেন - আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী নারায়নগঞ্জ এর মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিসমূহ-বিশেষ করে সিডিসি (Continuous Discharge Certificate) প্রদান সংক্রান্ত বিষয়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি।

তারা আরও বলেন - আমরা আগামী ১৮ মে রবিবার সম্পূর্ণ ক্লাস বর্জন কর্মসূচী পালন করবো। ১৮ মে  রবিবারের মধ্যে কোন সিদ্ধান্ত না আসলে আমরা আগামী ১৯ মে রোজ সোমবার থেকে পূর্ণ শাট-ডাউন কর্মসূচী পালন করবো। 

এই কর্মসূচিতে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো ছাত্রসমাজের ন্যায্য অধিকার রক্ষায় সবার মধ্যে সচেতনতা তৈরি করা, কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। আমরা সবসময় ইনস্টিটিউটের নিয়মশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করছি।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ