৩ দফা দাবিতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Published: 17th, May 2025 GMT
তিন দফা দাবিতে কেন্দ্রীয় মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ডাকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। শনিবার (১৭ মে) সকাল ১১টায় সকাল বন্দর মেরিন ইনস্টিটিউট এর ক্যাম্পাসে ক্লাস বর্জন কর্মসূচি পালন তারা।
এসময়ে বক্তব্যে বক্তারা বলেন - আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী নারায়নগঞ্জ এর মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিসমূহ-বিশেষ করে সিডিসি (Continuous Discharge Certificate) প্রদান সংক্রান্ত বিষয়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি।
তারা আরও বলেন - আমরা আগামী ১৮ মে রবিবার সম্পূর্ণ ক্লাস বর্জন কর্মসূচী পালন করবো। ১৮ মে রবিবারের মধ্যে কোন সিদ্ধান্ত না আসলে আমরা আগামী ১৯ মে রোজ সোমবার থেকে পূর্ণ শাট-ডাউন কর্মসূচী পালন করবো।
এই কর্মসূচিতে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো ছাত্রসমাজের ন্যায্য অধিকার রক্ষায় সবার মধ্যে সচেতনতা তৈরি করা, কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। আমরা সবসময় ইনস্টিটিউটের নিয়মশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করছি।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ডাকছে এই ব্রাজিলিয়ানকে
১৯৯৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার ঘানাকে হারিয়ে ছোটদের এই বিশ্বকাপ প্রথম জিতেছিল ব্রাজিল। কার্লোস সিজার রামোসের সেই দলে ছিলেন রোনালদিনিও, জিওভান্নি, ফাবিও সান্তোস, ফাবিও পিন্তোরা। শুধু রোনালদিনিও-ই এই দল থেকে পরে বড় মাপের তারকা হয়েছেন। অন্যরা সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি—কথাটি ঠিক আবার ভুলও!
আরও পড়ুনইন্টারের বিদায়ের পর মার্তিনেজের কড়া বার্তা, লড়তে না চাইলে চলে যাও১৯ ঘণ্টা আগেব্রাজিলের সেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী দলের একজন এখনো খেলে যাচ্ছেন। বয়স তাঁকে ৪৪ বছরে নিয়ে এসে দাঁড় করালেও গ্লাভসজোড়া তুলে রাখার যেন কোনো ইচ্ছাই তাঁর নেই। বরং তারকা না হয়েও এ বয়সে তাঁর ম্যাচ খেলার পরিসংখ্যান দেখলে কুঁড়ি-পঁচিশের ফুটবলাররাও চমকে যেতে পারেন। ২০২২ সাল থেকে ফ্লুমিনেন্সের হয়ে এ পর্যন্ত ২২২ ম্যাচ তিনি খেলেছেন! আগের তিনটি মৌসুমের একেকটিতে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এ মৌসুমে সংখ্যাটা একটু কমে এখন পর্যন্ত ৩৫।
নাম তাঁর ফাবিও দেভিসন লোপেজ মাসিয়েল। ব্রাজিলিয়ান লিগ কিংবা ক্লাব বিশ্বকাপে চোখ রাখলে শুধু ‘ফাবিও’ নামে তাঁকে চিনতে পারেন। যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ফাবিও। যদিও ফ্লুমিনেন্স–সমর্থকেরা তাঁর এ পরিচয়ে আপত্তি তুলতে পারেন। ফাবিও ব্রাজিলিয়ান ক্লাবটির গোলকিপার, সেটাও যেনতেন গোলকিপার নন; এই তো মাত্র পাঁচ দিন আগে গ্রুপ পর্বে পাচুকার বিপক্ষে ২-০ গোলের জয়ে দারুণ এক রেকর্ড গড়েন ফাবিও। ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে পেছনে ফেলে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে (৫০৭) ক্লিনশিট রাখার রেকর্ড গড়েন।
৪৪ বছর বয়সেও পোস্টের নিচের নিয়মিত দেখা যায় ফাবিওকে