দেশের মানুষ জাতীয় সংগীতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়া হলেও অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। দেশে পূর্ণাঙ্গ সরকার না থাকায় একটি গোষ্ঠী জাতীয় সংগীতসহ মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে।

জাতীয় সংগীতকে কটাক্ষ এবং বগুড়ায় উদীচীর কর্মসূচিতে হামলার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে সত্যেন সেন চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ। আবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়। সমাবেশ থেকে জাতীয় সংগীত পরিবেশনে বাধা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিম। ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা ও জাতীয় সংগীত পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই জাতীয় সংগীত যখন গাইতে দেওয়া হয় না, তখন প্রশাসন কিছু বলে না, সরকার কোনো পদক্ষেপ নেয় না। তখন মনে সন্দেহ জাগে এই সরকার কি স্বাধীনতার পক্ষের?

সূচনা বক্তব্যে উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, পূর্ণাঙ্গ সরকার না থাকায় একটি গোষ্ঠী নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে। এ দেশের নতুন প্রজন্মের মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনা প্রবাহিত। সুতরাং কোনোভাবেই মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে ধূলিসাৎ করা সম্ভব নয়।

যারা এ ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, নানাভাবে বিভিন্ন জায়গায় হেনস্তা করছে এবং উদীচীসহ প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোর অনুষ্ঠানে বাধা তৈরি করছে, অবিলম্বে এই গোষ্ঠী ও তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান উদীচীর সাধারণ সম্পাদক।

জাতীয় সংগীতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন মন্তব্য করে কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, জাতীয় সংগীত সম্পর্কে নানা রকম কটাক্ষ করা হচ্ছে। গত ৫ আগস্টের পর একদল মৌলবাদী শক্তি মনে করছে, তারা যা ইচ্ছা তা–ই বলবে। কিন্তু সেটা এ দেশের মানুষ হতে দেবে না।

আরও পড়ুনবগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশন মঞ্চে হামলা১৪ মে ২০২৫

বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় সংগীত পরিবেশনে স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তি বাধার সৃষ্টি করছে বলে মন্তব্য করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এই চিহ্নিত অপশক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

উদীচীর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কঙ্কণ নাগের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুব ইউনিয়নের সাবেক নেতা গোলাম রাব্বি খান। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পাশাপাশি কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশু-কিশোরেরাও অংশ নেয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র ক

এছাড়াও পড়ুন:

আইফোন থেকে স্যাটেলাইটে জরুরি বিপদবার্তা পাঠিয়ে জীবন বাঁচালেন এক পর্বতারোহী

বিপদে পড়লে প্রযুক্তি যে জীবন রক্ষা করতে পারে, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি ঘটনা তার উদাহরণ। সম্প্রতি দুর্গম এক পর্বত থেকে নামার সময় ১০ হাজার ফুট উঁচুতে আহত হন এক পর্বতারোহী। সে সময় ফোনের নেটওয়ার্ক না থাকায় তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপর আইফোনের স্যাটেলাইট এসওএস সুবিধা কাজে লাগিয়ে জরুরি বিপদবার্তা পাঠান তিনি। আইফোন থেকে পাঠানো জরুরি বিপদবার্তায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থানের তথ্য যুক্ত থাকায় উদ্ধারকারীরা সহজে তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। ফলে প্রাণে বেঁচে যান সেই পর্বতারোহী।

৫৩ বছর বয়সী ওই পর্বতারোহী স্নোমাস পর্বতশৃঙ্গে অভিযান চালাচ্ছিলেন। সফলভাবে শৃঙ্গে পৌঁছানোর পর তিনি নিচে নামার জন্য ‘গ্লাইডিং’ নামের একধরনের কৌশল অবলম্বন করেন। এ পদ্ধতিতে সাধারণত পর্বতারোহীরা নিয়ন্ত্রিতভাবে ও দ্রুত নিচে নামেন। কিন্তু নামার সময় একটি দুর্ঘটনায় তিনি আহত হন। গুরুতর আঘাতের কারণে তিনি আর চলাফেরা করতে পারছিলেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দেখা যায়, ফোনের নেটওয়ার্ক নেই। এমন এক পরিস্থিতিতে আইফোনের স্যাটেলাইট এসওএস সুবিধার মাধ্যমে তিনি স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে পরিবারের একজন সদস্যকে বার্তা পাঠান। বার্তা পাওয়ার পরপরই দ্রুত উদ্ধারকারী দল সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী শহরে নিয়ে আসে।

অ্যাপল ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ সিরিজের মাধ্যমে স্যাটেলাইট এসওএস সুবিধা চালু করে। এই প্রযুক্তির মাধ্যমে দুর্গম অঞ্চল বা নেটওয়ার্কবিহীন স্থান থেকেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো সম্ভব। গ্লোবাল স্টার নামের একটি স্যাটেলাইট প্রতিষ্ঠান এই সেবা পরিচালনা করে থাকে।

সূত্র: নিউজ১৮

সম্পর্কিত নিবন্ধ