টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ‘মিক্সটেপ’। আগামীকাল শনিবার ৫ জুলাই টরন্টোর স্কারবরো গ্লোবাল কিংডম অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘বং বিটস ব্যাশ’ শিরোনামে একটি বিশেষ কনসার্ট। সেখানে একসঙ্গে পারফর্ম করবেন বাংলা গানের তিন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান, মিলা ও মিনার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আয়োজকদের ভাষ্যে, তিন শিল্পীর এই সমন্বয় বাংলা সংগীতের ভিন্ন ভিন্ন ধারা ও আবেগের মেলবন্ধন ঘটাবে।

থাকবে এক্সপেরিমেন্টাল সুর, শক্তিশালী আবেগ আর নতুনত্বের ছোঁয়া, যা প্রবাসী বাঙালি দর্শক-শ্রোতাদের জন্য হবে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। এ ছাড়া টরন্টোর স্থানীয় ব্যান্ড ‘শূর’ও পারফর্ম করবে এই আয়োজনে। শূরের পরিবেশনা বাঙালি সংগীতকে নতুনভাবে তুলে ধরবে প্রবাসের মাটিতে।

আয়োজকদের দাবি, উত্তর আমেরিকার অন্যতম বড় সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হওয়া টরন্টোয় এখন বাংলাদেশি সংস্কৃতির উজ্জ্বল প্রতিনিধিত্ব করছে ‘মিক্সটেপ’। মিক্সটেপের মতো আয়োজনে বাংলাদেশের সংগীত ও সংস্কৃতি ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরিসরেও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: টরন ট

এছাড়াও পড়ুন:

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

আফ্রিকার দেশ সুদানে একটি কিন্ডারগার্টেনসহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ১১৪ হয়েছে। এর মধ্যে ৪৬টি শিশু। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এ হামলার ঘটনা ঘটে সাউথ করদোফান রাজ্যের কালোগিতে, গত বৃহস্পতিবার। কালোগির নির্বাহী পরিচালক গতকাল শনিবার আল–জাজিরাকে অন্তত ৭১ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন।

এর আগে গত শুক্রবার দিনের শেষে সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে।

আরও পড়ুনসুদানে আরএসএফের হামলায় নিহত ৩০০১৫ জুলাই ২০২৫

সুদানের সরকার–সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) দুটি সূত্র আল–জাজিরাকে জানায়, বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেনে আরএসএফ প্রথমবার হামলা চালায়। পর উদ্ধারকাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর আরেক দফায় হামলা চালানো হয়।

এ ছাড়া শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমা হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র।

সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন উয়েত শুক্রবার বলেন, নিজের বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। বিবদমান সব পক্ষের প্রতি অবিলম্বে এমন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়।

সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

আরও পড়ুনদারফুরে ধর্ষণ-মুক্তিপণ-হত্যা: আরএসএফের নিপীড়নের বর্ণনা দিলেন পালিয়ে আসা মানুষেরা০৩ নভেম্বর ২০২৫

রাজধানী খার্তুম থেকে আল–জাজিরার হিবা মরগান জানান, প্রাথমিক প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছিল, হতাহত মানুষের সংখ্যা তার চেয়ে বেশি। নিহত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। কেননা, হামলায় আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।

নিজের বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়।শেলডন উয়েত, সুদানে ইউনিসেফের প্রতিনিধি

২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের লড়াই চলছে। দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে সেনাবাহিনী। আর আরএসএফ পশ্চিমাঞ্চলের, বিশেষ করে উত্তর করদোফান ও দারফুর অঞ্চলে নিজেদের প্রভাব জোরদার করতে চাইছে। এসব সংঘাতে দরিদ্র দেশটির লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুনসুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাত ইন্ধন দিচ্ছে কেন০২ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ